হুমায়ূন আহমেদকে সিনেমা উৎসর্গ

‘নীল সুখ’ সিনেমার পোস্টারইনস্টাগ্রাম থেকে

ইতিমধ্যে থ্রিলার নির্মাতা হিসেবে দর্শকমহলে আলাদা পরিচিতি তৈরি করেছেন নির্মাতা ভিকি জাহেদ। রোমান্টিক কাজ বরাবরই কম করেন তিনি। এই বছর ভালোবাসা দিবসে ‘নীল সুখ’ নামে ভালোসার ওয়েব চলচ্চিত্র নির্মাণ করেছেন ভিকি।

ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের ওয়েব চলচ্চিত্রটি প্রয়াত ঔপন্যাসিক, নির্মাতা হুমায়ূন আহমেদকে উৎসর্গ করেছেন ভিকি জাহেদ। হুমায়ূন আহমেদকে আদর্শ হিসেবে মানেন এই নির্মাতা। ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো কাজ হুমায়ূন আহমেদকে উৎসর্গ করলেন তিনি।

হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর ১৯৪৮—১৯ জুলাই ২০১২)
ছবি: নাসির আলী মামুন, ফটোজিয়াম

শুক্রবার বিকেলে প্রথম আলোকে জানান, নির্মাতা হিসেবে তাঁকে ভীষণ প্রভাবিত করেছেন হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের প্রতি কৃতজ্ঞতা রয়েছে তাঁর। ‘নীল সুখ’ সিনেমায় হুমায়ূন আহমেদের ছাপ রাখার চেষ্টা করেছেন।

ভিকি জাহেদ বলেন, ‘আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল, আমার একটি কাজ হুমায়ূন (আহমেদ) স্যারকে উৎসর্গ করব। অবশেষে সেটা সম্ভব হলো। এটা আমার জন্য অনেক ভালো লাগার বিষয়।’

ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে ‘নীল সুখ’। ওয়েব সিনেমাটি নিয়ে ভিকি জাহেদ বলেন, ‘আমি রোমান্টিক কাজ কম করি। ফলে দর্শকেরা অনেক দিন ধরেই চাচ্ছিলেন, আমি যেন রোমান্টিক কাজ করি। এটা নিখাদ ভালোবাসার গল্পে নির্মাণ করেছি। তবে গল্পটা সরল নয়। যেহেতু আমার কাজ, একটু জটিল তো হবেই।’

‘নীল সুখ’ সিনেমার দৃশ্য
ইনস্টাগ্রাম থেকে

এতে অর্পা ও মারুফ চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও রেহান। প্রথমবারের মতো জুটি বেঁধে আসছেন তাঁরা। এই সময়ে ‘প্রিয় মালতী’ সিনেমা নিয়ে আলোচনায় রয়েছেন তারকা অভিনেত্রী মেহজাবীন। প্রেক্ষাগৃহের পর ছবিটি চরকিতে মুক্তি পেয়েছে। রেহানকে ভিকির ওয়েব সিনেমা ‘আরারাত’-এ দেখা গেছে।

‘নীল সুখ’ সিনেমার পোস্টার
ইনস্টাগ্রাম থেকে


এই জুটি নিয়ে ভিকি জাহেদে ভাষ্য, ‘এমন জুটিকে পর্দায় আনতে চেয়েছি, যাঁরা দর্শককে নতুনত্ব দেবেন। মেহজাবীনের মতো প্রতিষ্ঠিত অভিনেত্রীর বিপরীতে রেহানের মতো তরুণ দাঁড় করানোর চ্যালেঞ্জ নিয়েছি। রেহানের জন্যও চ্যালেঞ্জ ছিল। আমরা কতটা উতরাতে পেরেছি, সেটা দর্শকেরা ভালো বলবেন।’

এর আগে ‘ইরিনা’, ‘জন্মদাগ’, ‘রেহনুমা’, ‘চিরকাল আজ’, ‘পুনর্জন্ম সিরিজ’, ‘রেডরাম’, ‘দ্য সাইলেন্স’, ‘কাজলের দিনরাত্রি’, ‘আমি কি তুমি’, ‘তিথিডোর’, ‘রুমি’-এর মতো আলোচিত কাজ উপহার দিয়েছেন ভিকি জাহেদ।

আরও পড়ুন