আরও এক ধাপ এগিয়ে সোফিয়া

সোফিয়া বুটেলারয়টার্স

‘যাঁদের সঙ্গে কাজ করতে মুখিয়ে থাকি, জ্যাক তাঁদেরই একজন,’ স্ক্রিন র‍্যাটের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে এভাবে জ্যাক স্নাইডারের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানালেন সোফিয়া বুটেলা। এ অভিনেত্রীকে দেখা গেছে জ্যাকের নতুন সিনেমা ‘রেবেল মুন: পার্ট ওয়ান: আ চাইল্ড অব ফায়ার’-এ। গত ২২ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই আলোচনায় সিনেমাটি। চলতি সপ্তাহে নেটফ্লিক্সের টপ চার্টের শীর্ষে রয়েছে এটি।
‘রেবেল মুন’-এর প্রধান চরিত্র কোরার ভূমিকায় অভিনয় করেছেন সোফিয়া।

আরও পড়ুন

এ সিনেমার সাফল্যে তরুণ এই অভিনেত্রীর ক্যারিয়ার আরও এক ধাপ এগিয়ে গেল। এ সিনেমায় যুক্ত হওয়া নিয়ে স্ক্রিন র‍্যাটকে দেওয়া এক সাক্ষাৎকারে সোফিয়া বলেন, ‘অডিশন টেপ পাঠানোর পর জ্যাকের সঙ্গে তিন ঘণ্টা আলোচনা করেছি। দুজনই নিজেদের দর্শন ভাগাভাগি করেছি। তিনি দুই দশক ধরে কাজ করছেন, তিনি এমন একজন, যাঁর সঙ্গে কাজ করতে সবাই মুখিয়ে থাকে। তিনি সিনেমাটি নিয়ে যেভাবে সবকিছু ব্যাখ্যা করেছেন, এরপর আমার আর কোনো প্রশ্ন ছিল না।’

প্রথম কিস্তির সাফল্যের পথ ধরেই আগামী ১৯ এপ্রিল আসবে ‘রেবেল মুন’-এর দ্বিতীয় কিস্তি। এ দুই সিনেমা তরুণ এ অভিনেত্রীর ক্যারিয়ার নিঃসন্দেহে এক ধাপ এগিয়ে দেবে।

রেবেল মুন’-এ সোফিয়া। নেটফ্লিক্স

সিনেমাটির কোরা চরিত্রে অভিনয় করা নিয়ে সিবিআর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে সোফিয়া বলেন, ‘জ্যাক আমাকে যে চরিত্রটিতে সুযোগ দিয়েছেন, সেটা একটু জটিল। কোরা এমন এক চরিত্র, শুটিং শেষে যেটা থেকে বেরিয়ে আসা কঠিন, যাকে অনেক দিনই সঙ্গে নিয়ে বয়ে বেড়াতে হবে। এমন চ্যালেঞ্জিং একটি চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে কঠোর পরিশ্রম করতে হয়েছে।’

সোফিয়া বুটেলার জন্ম আলজেরিয়ায়। ১৯৯২ সালে দেশটিতে গৃহযুদ্ধের সময় মাত্র ১০ বছর বয়সে দেশ ছাড়েন। মা-বাবার সঙ্গে থিতু হন ফ্রান্সে। সোফিয়া ছিলেন মূলত নাচের মানুষ। হিপ হপ, স্ট্রিট ড্যান্সে তাঁর পারদর্শিতা ছিল, প্যারিসে আসার পর নাচের আরও নানা ঘরানার সঙ্গে পরিচিত হন তিনি। যুক্ত হন রিদমিক জিমন্যাস্টিকসের সঙ্গে, সুযোগ পান ফ্রান্স জাতীয় দলে।

আগে কয়েকটি সিনেমায় অভিনয় করলেও ২০১৫ ‘কিংসম্যান: দ্য সিক্রেট সার্ভিস’ দিয়ে অভিনেত্রী হিসেবে ব্যাপক পরিচিতি পান। পরে ‘স্টার ট্রেক বিয়ন্ড’, ‘অ্যাটোমিক ব্লন্ড’, ‘দ্য মামি’, ‘ক্লাইমেক্স’ ইত্যাদি সিনেমা তাঁর খ্যাতি আরও বাড়িয়ে দেয়। এবার সেই তালিকায় যুক্ত হলো ‘রেবেল মুন’। পর্দায় নানা বৈচিত্র্যময় চরিত্রে দেখা গেছে সোফিয়াকে।