ওটিটি: কী দেখবেন, কোথায় দেখবেন
প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।
প্রচলিত
ধরন: সিরিজ
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
সমাজে যেসব কথা লোকমুখে প্রচারিত, সেগুলো নিয়ে চরকির নতুন সিরিজ ‘প্রচলিত’। প্রতি বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে মো. আবিদ মল্লিক পরিচালিত পাঁচ পর্বের সিরিজটির একটি করে নতুন পর্ব।
সে ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে সিরিজের দ্বিতীয় পর্ব ‘বিলাই’। সিরিজটি তৈরি হয়েছে বিধিনিষেধের সময়ে উত্তম ও তার বিড়ালের বেঁচে থাকা ও মানবতা বাঁচিয়ে রাখার গল্প নিয়ে। এতে উত্তম চরিত্রে অভিনয় করেছেন আবদুল্লাহ আল সেন্টু। সঙ্গে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে ফারিন খানকে।
কফি উইথ করণ
ধরন: চ্যাট শো
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: চলমান
করণ জোহরের সঞ্চালনায় বহুল চর্চিত সেলিব্রিটি চ্যাট শো। এ অনুষ্ঠান নিয়ে কত যে আলোচনা ও বিতর্ক ছড়িয়েছে, তার ইয়ত্তা নেই। গতকাল শুরু হয়েছে শোটির অষ্টম সিজন। প্রথম পর্বের অতিথি ছিলেন আলোচিত তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। মুক্তির আগেই প্রচার হওয়া টিজারে দেখা গেছে, বিয়ে নিয়ে অজানা তথ্য ফাঁস করেছেন দীপিকা ও রণবীর। প্রতি পর্বেই থাকবে এমন নানা জানা-অজানা তথ্য।
অ্যাসপির্যান্ট
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
২০২১ সালে ইউটিউবে মুক্তি পায় দ্য ভাইরাল ফিভার নির্মিত সিরিজটি। মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পায় এটি, সেটা এতটাই যে সিরিজটির দ্বিতীয় কিস্তির স্বত্ব কিনতে ওটিটি প্ল্যাটফর্মগুলোর মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।
শেষ পর্যন্ত স্বত্ব পায় অ্যামাজন প্রাইম। এই প্ল্যাটফর্মে গত বুধবার মুক্তি পেয়েছে অপূর্ব সিং কারকি পরিচালিত সিরিজটির দ্বিতীয় সিজন। এবারের কিস্তিতে রয়েছে পাঁচটি পর্ব। তিন বন্ধুর গল্প নিয়ে নির্মিত সিরিজটিতে অভিনয় করেছেন নবীন কস্তুরিয়া, অভিলাষ থাপলিয়াল, সানি হিন্দুজা, শিবাঙ্কিত সিং প্রমুখ।
লাইফ অন আওয়ার প্ল্যানেট
ধরন: তথ্যচিত্র
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
আট পর্বের এই তথ্যচিত্রে তুলে আনা হয়েছে পৃথিবীর চার বিলিয়ন বছরের জার্নির গল্প।
তথ্যচিত্রটির নির্বাহী প্রযোজকদের একজন নির্মাতা স্টিভেন স্পিলবার্গ এবং এর ধারা বর্ণনা করেছেন অভিনেতা মর্গান ফ্রিম্যান।
কবওয়েব
ধরন: সিনেমা
স্ট্রিমিং: লায়নসগেট
দিনক্ষণ: চলমান
আট বছরের বালক পিটার। সে মুশকিলে পড়েছে এক রহস্যময় শব্দ নিয়ে। সেই শব্দের রহস্যের সমাধানে বেরিয়ে পড়ে সে। প্রকাশ্যে আসে অনেক গোপন সত্য। এমন গল্প নিয়ে হরর থ্রিলার ঘরানার সিনেমাটি বানিয়েছেন স্যামুয়েল বোডিন। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লিজি ক্যাপলান, অন্টোনি স্টার, ক্লিওপেট্রা কোলম্যান প্রমুখ।
দ্য এনফিল্ড পলটারগাইস্ট
ধরন: তথ্যচিত্র
স্ট্রমিং: অ্যাপল টিভি প্লাস
দিনক্ষণ: চলমান
১৯৭৭ থেকে ১৯৭৯ সালের মধ্যে যুক্তরাজ্যের এনফিল্ডে কিছু রহস্যময় ঘটনা ঘটে। এই অতিপ্রাকৃত ঘটনাগুলো দ্রুতই সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। এ ঘটনা নিয়ে বিবিসি তথ্যচিত্র নির্মাণ করেছে, তৈরি হয়েছে ‘দ্য কনজুরিং ২’-এর মতো জনপ্রিয় সিনেমা। এবার অ্যাপল টিভি প্লাসে আসছে নতুন তথ্যচিত্র। এতে পাওয়া যাবে প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার, সত্যিকারের অডিও রেকর্ডিংসহ অনেক কিছু। তথ্যচিত্রের সিরিজটি বানিয়েছেন জেরি রুথওয়েল।