’ঘুমপরী’ প্রেম, নাকি মায়া

ঘুমপরী’র নতুন পোস্টার
তানজিন তিশা ও প্রীতম। ছবি: চরকির সৌজন্যে

ভালোবাসা দিবস উপলক্ষে চরকিতে আসছে ’ইউ অ্যান্ড মি কনডমস প্রেজেন্টস’ ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’। জাহিদ প্রীতমের সিনেমাটিতে আছেন আরেক প্রীতম; গায়ক-অভিনেতা প্রীতম হাসান। আছেন তানজিন তিশা। আর আছেন এই সময়ের আলোচিত গায়িকা-অভিনেত্রী পারশা মাহজাবীন। সিনেমাটির ট্রেলার প্রকাশ উপলক্ষে গত শনিবার রাজধানীর একটি ইভেন্ট স্পেসে আয়োজিত সংবাদ সম্মেলনে গল্পে, আড্ডায় মেতে ওঠেন প্রীতম, তিশারা।

শুরুর দিকে সহশিল্পীর দিকে তাকিয়ে প্রীতম বলে দিলেন, ‘তানজিন তিশা অসাধারণ। ক্যামেরা যখন চালু হতো, তখন দেখতাম একদমই বদলে যেত সে। তার অভিনীত সেরা একটি কাজ হয়ে থাকবে “ঘুমপরী”।’

ট্রেলার মুক্তির এ আয়োজনে সিনেমার নির্মাতা ও তিন অভিনয়শিল্পী
ছবি: চরকির সৌজন্যে

পাশেই বসা তানজিন তিশা সহশিল্পীর প্রশংসা শুনে হাসছিলেন। বলতে দেরি করলেন না, গানের পাশাপাশি সহশিল্পী প্রীতমের অভিনয়েরও তিনি ভক্ত। তিশা বলেন, ‘প্রীতম যে অভিনয় করে, সেটা দেখে মনে হয় না অভিনয়, এতটাই ন্যাচারাল। তার অভিনীত চরিত্রগুলো মনে হয় রিয়েল।’ দুই সহশিল্পী বিষয়ে আরেকটি কথা বলে হেসে ফেললেন তিশা, ‘এই প্রথম দেখলাম আমার দুজন সহশিল্পীই সংগীতশিল্পী। আমি মাঝেমধ্যে অভিনয় নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছিলাম।’ প্রীতমও বলেই ফেললেন, দুই অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করতে গিয়ে বুঝেছেন, তিনি অর্ধেক অভিনেতা, অর্ধেক গায়ক। তবে অভিনেতা হিসেবে অর্ধেকটা দিয়েছেন, সেটা মানলেন না তিশা।

‘ঘুমপরী’ নিয়ে প্রীতম বলেন, ‘এমন গল্প বেশ কিছু করেছি। কিন্তু ঘুমপরী করতে গিয়ে দেখলাম, গল্পটা অসাধারণ। যে কারণেই কাজটি করা। তবে একই ঘরানার রোমান্টিক কাজ নিয়ে কথা শুনতে হয়। অনেকবারই শুনেছি, “ভাই, আপনি টিউশনি করান, ইউনিভার্সিটিতে পড়েন, ঢিলেঢালা জামা গায়ে মেয়েদের প্রেমে ফেলেন।” দর্শকদের কাছে এ–ই আমার ট্রেড মার্ক হয়ে গেছে এখন। ভাবছি, রোমান্টিক গল্প এটাই শেষ (হাসি)।’

অভিজ্ঞতা ভাগাভাগি করতে গিয়ে তরুণ গায়িকা ও অভিনেত্রী পারশা মাহজাবীন শোনালেন গান থেকে অভিনয়ে আসার গল্প, ‘শৈশব থেকেই অভিনয়ের ইচ্ছা ছিল। গান শুরু করার পর দেখলাম, অনেকেই অভিনয়ে ডাকেন। কাজ শুরু করার পর দেখলাম, অভিনয়টাও ভালোভাবেই নিচ্ছেন। যাঁদের গান, অভিনয় ভালো লাগত, তাঁদের সঙ্গে এবার এই কাজ করতে পারাটা আনন্দের ছিল।’

এক সাংবাদিক প্রীতম হাসানের কাছে জানতে চান, তাঁর পোশাক কি স্ত্রী অভিনেত্রী শেহতাজ পছন্দ করে দেন? প্রশ্ন শুনে প্রীতম মজা করে বলেন, ‘বিশ্বাস করেন, আমার অনুষ্ঠানে আসার সময় আমার ওয়াইফ কাজে খুবই ব্যস্ত ছিল। আমি যেভাবে ছিলাম, যা গায়ে ছিল, সেটাই পরে চলে এসেছি। আসার পর নিজেকে খুবই অসহায় লাগছে। বিশেষ করে আমি তিশার পাশে বসেছি। দেখতেই পাচ্ছেন, তার কী সাজগোজ। শুটিংয়েও একদম পরিপাটি হয়ে আসত তিশা। আজকেও পরিপাটি হয়ে আসছে। পারশাও পরিপাটি হয়ে আসছে। মাঝখানে অসহায় আমি।’

পরিচালক জাহিদ প্রীতম। ছবি: চরকির সৌজন্যে

শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে তানজিন তিশা বলেন, ‘প্রীতম ভাইয়াকে আমি কখনো শুটিং সেটে রাগতে দেখিনি। সব আর্টিস্টকে নিয়ে একটু একটু করে কাজটি শেষ করেছেন তিনি। সব কৃতিত্ব প্রীতম ভাইয়ার।’ তিশার কথা শেষ হতেই গায়ক ও অভিনেতা প্রীতম হাসান পাশ থেকে ‘ধন্যবাদ’ বলে কৃতজ্ঞতা প্রকাশ করতেই তানজিন তিশা মজা করে বলেন, ‘আমি তো পরিচালক (জাহিদ) প্রীতম ভাইয়ার কথা বলছি।’ বিষয়টা প্রীতমও বুঝেছিলেন। কিন্তু মজা করেই তিনি ধন্যবাদ জানান। এ নিয়ে হাসির রোল পড়ে যায়।

জাহিদ প্রীতম জানান, ‘ঘুমপরী’ সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। ‘ভালোবাসাকে কেন্দ্র করে আরও কিছু অনুভূতি-মুহূর্তের কথা এখানে বলতে চেয়েছি। প্রেম, মায়া, আশা, নাকি অপেক্ষার গল্প, দর্শক দেখলেই জানতে পারবেন। দর্শকেরা তাঁদের ভালোবাসার অনুভূতির গভীরে যেতে চাইবেন, সেই গল্পই বলেছি,’ বলেন তিনি।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি
ছবি: চরকির সৌজন্যে

ট্রেলার মুক্তির এ আয়োজনে সিনেমার নির্মাতা, তিন অভিনয়শিল্পী ছাড়াও ছিলেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল ও কলাকুশলীরা। রেদওয়ার রনি বলেন, ‘তরুণ ও নবীন নির্মাতাদের সঙ্গে কাজ করতে চরকির কোনো অসুবিধা নেই। গল্পের জোর আমাদের একসঙ্গে করে ফেলেছে। গল্পটা শুনে আমাদের মনে হয়েছে, এটা নিয়ে বড় কিছু, ভালো কিছু করা সম্ভব। সে অনুযায়ী কাজটি করা এবং আশা করছি, গল্পটি দেখে দর্শকদের ভালো লাগবে।’
১৯ ফেব্রুয়ারি রাত ১২টায় চরকিতে আসছে ‘ঘুমপরী’।

আরও পড়ুন

ট্রেলার মুক্তির এ আয়োজনে সিনেমার নির্মাতা, তিন অভিনয়শিল্পী ছাড়া আরও ছিলেন এসএমসি এন্টারপ্রাইজ লি.–এর মার্কেটিং ম্যানেজার তেহরিন ও কলাকুশলীরা।