নওশাবার জীবনের দুটি দাগকাটা গল্প
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। নাটক, বিজ্ঞাপনে কাজ করেছেন নিয়মিত। এবারের ঈদে মুক্তি পেয়েছে নওশাবা অভিনীত ভিন্নধর্মী সিনেমা ‘মেঘনা কন্যা’। গ্রাম ও শহরের দুই নারীর শিকল ভাঙার গল্প ও নারী পাচারকে কেন্দ্র করে বানানো হয়েছে সিনেমাটি। পরিচালক ফুয়াদ চৌধুরী।
সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পরিচালক ও অভিনেত্রী।
এ সময় জীবনে দাগ কেটে যাওয়া অনুভূতির গল্প শোনান ফুয়াদ চৌধুরী ও নওশাবা। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার জীবনে এ রকম দুটো গল্প আছে। প্রথম হচ্ছে, যখন আমার সন্তানের মুখ প্রথম দেখলাম, সেই অনুভূতি বলে বোঝানো সম্ভব নয়। আরেকটি, যখন আমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালাম। ভিউ ফাইন্ডারে খসরু ভাই ছিলেন ক্যামেরায়, ভিউ ফাইন্ডারে আমি দেখলাম যে কেমন লাগে জগৎটা। ওই যে প্রেমে পড়লাম, এখনো চলছে।’
একই প্রশ্নের জবাব দেন পরিচালক ফুয়াদ চৌধুরীও। তিনি বলেন, ‘আমার মনে হয় ছবি তৈরির যে ইচ্ছা, ছবি তৈরি করব। টেলিভিশনের সিইও হিসেবে ফুলটাইম চাকরির পাশাপাশি এটা আমার জন্য ছিল দারুণ উচ্ছ্বাসের বিষয়।’
কাজী নওশাবা আহমেদ, ফজলুর রহমান বাবু ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সেমন্তি দাস সৌমি, সাজ্জাদ হোসেইনসহ আরও অনেকে। এর আগে বেশ কিছু ডকুফিকশন তৈরি করেন ফুয়াদ চৌধুরী। সেগুলোও প্রশংসিত হয়েছে।