বয়সের পার্থক্য মাত্র চার, তারপরও যেভাবে প্রিয়াঙ্কার মায়ের চরিত্রে সামান্থা
দুজনের বয়সের পার্থক্য মাত্র চার বছর। প্রিয়াঙ্কা চোপড়ার ৪০, সামান্থা রুথ প্রভুর ৩৬। কিন্তু তারপরও প্রিয়াঙ্কার মায়ের চরিত্রে অভিনয় করছেন সামান্থা! কীভাবে এটা সম্ভব? টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে সেটিই জেনে নেওয়া যাক।
সামান্থা কীভাবে প্রিয়াঙ্কার মা হচ্ছেন, সেটা বুঝতে হলে আগে জানতে হবে ‘সিটাডেল’ সিরিজ সম্পর্কে।
গত ২৮ এপ্রিল থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রচার শুরু হয় সিরিজটির। অ্যাকশন ছবির জনপ্রিয় নির্মাতা জুটি জো রুশো ও অ্যান্থনি রুশো প্রযোজিত সিরিজটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেন প্রিয়াঙ্কা চোপড়া ও রিচার্ড ম্যাডেন।
‘সিটাডেল’-এর একটি ভারতীয় সংস্করণও তৈরি হচ্ছে। মুক্তির অপেক্ষায় থাকা সিরিজটি বানিয়েছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত নির্মাতা জুটি রাজ ও ডিকে। এ সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন সামান্থা ও বরুণ।
টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণেই প্রিয়াঙ্কার মায়ের চরিত্রে দেখা যাবে সামান্থাকে। ব্যাপারটা খোলাসা করা যাক। ‘সিটাডেল’-এ নাদিয়া সিংহ নামের চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা।
এই নাদিয়া রাহি গম্ভীরের মেয়ে। সিরিজটির ভারতীয় সংস্করণে রাহি গম্ভীরের চরিত্রে দেখা যাবে বরুণ ধাওয়ানকে। আর রাহির স্ত্রী হবেন সামান্থা। অর্থাৎ সিরিজটিতে উঠে আসবে আগের গল্প, যেখানে নাদিয়ার মা-বাবার অল্প বয়সের গল্প বলা হবে। এভাবেই বয়সের পার্থক্য এত কম থাকার পরও প্রিয়াঙ্কার মায়ের চরিত্রে অভিনয় করবেন সামান্থা, বরুণ ধাওয়ানকে দেখা যাবে প্রিয়াঙ্কার বাবার চরিত্রে।
রুশো ভ্রাতৃদ্বয়ের ‘সিটাডেল’-এ প্রিয়াঙ্কা ও রিচার্ড ম্যাডেনের মধ্যে অন্তরঙ্গ দৃশ্য ছিল। তবে জানা গেছে, সিরিজটির ভারতীয় সংস্করণে এ ধরনের কোনো দৃশ্য থাকবে না। ‘সিটাডেল’ মুক্তির তারিখ জানানো হয়নি।