ফেলুদা ফিরেছেন, ওটিটিতে আরও যা দেখবেন
প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।
‘২ষ’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
২০২২ সালে মুক্তি পায় নুহাশ হুমায়ূনের ‘পেট কাটা ষ’, দুই বছর পর গত বুধবার রাতে এসেছে অ্যানথোলজি সিরিজটির দ্বিতীয় মৌসুমের প্রথম পর্ব ‘ওয়াক্ত’। যা পাঁচজনের পাপের পাঁচ রকম অলৌকিক পরিণতি নিয়ে তৈরি হয়েছে।
নির্মাতা জানিয়েছেন, অন্ধকারের ভূতের চেয়ে সমাজের অনেক ইস্যু আমাদের মধ্যে বেশি ভয়ের সৃষ্টি করছে। এবার সেটাই বলার চেষ্টা করেছেন তিনি। ‘ওয়াক্ত’-এ অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, রিজভী রিজু, রেফাত হাসান সৈকত, আবদুল্লাহ আল সেন্টু ও রাফায়াতুল্লাহ সোহান।
‘ভূস্বর্গ ভয়ঙ্কর’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: হইচই
দিনক্ষণ: চলমান
ফেলুদাকে নিয়ে সৃজিত মুখার্জির সিরিজ ‘ফেলুদার গোয়েন্দাগিরি’র নতুন। এবার তিনি নিয়ে এছেসেন ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’।
সত্যজিৎ রায়ের লেখা একই নামের উপন্যাস থেকে নির্মিত হয়েছে এই পর্ব। আগের মৌসুমের মতোই এতে ফেলুদা, তোপসে ও জটায়ুর চরিত্রে দেখা গেছে টোটা রায়চৌধুরী, কল্পন মিত্র ও অনির্বাণ চক্রবর্তীকে। গতকাল রাতে মুক্তি পেয়েছে সিরিজটি।
‘গার্লস উইল বি গার্লস’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
ইন্দো-ফরাসি কামিং অব এজ ঘরানার এ সিনেমা বানিয়েছেন সূচি তালাতি। চলতি বছর সানড্যান্স উৎসবে প্রিমিয়ার হওয়া সিনেমাটির অন্যতম প্রযোজক অভিনেত্রী রিচা চাড্ডা।
হিমালয়ের কোলে এক শৈল শহরের আবাসিক স্কুলের পটভূমিতে গড়ে উঠেছে সিনেমাটির গল্প। এতে অভিনয় করেছেন প্রীতি পানিগ্রাহী, কেশব বিজয় কিরণ ও কানি কস্তুরী।
‘ভার্জিন রিভার’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
মার্কিন লেখক রবিন কারের উপন্যাস অবলম্বনে নির্মিত রোমান্টিক ড্রামা সিরিজটি মুক্তির পর থেকেই ব্যাপক আলোচিত।
গতকাল রাতে মুক্তি পেয়েছে এর ষষ্ঠ মৌসুম। এবারের পর্বের মূল বিষয় মেল ও জ্যাকের বিয়ে। এই দুই চরিত্রে অভিনয় করেছেন আলেকজান্দ্রা ব্রেকিনরিজ ও মার্টিন হেন্ডারসন।
‘দ্য সিক্রেট লাইভস অব অ্যানিমেলস’
ধরন: তথ্যচিত্র
স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস
দিনক্ষণ: চলমান
মুক্তির আগে থেকেই এ তথ্যচিত্র নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। প্রিমিয়ারের পর ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
তিন বছর ধরে ২৪টি দেশের ৭৭ প্রজাতির প্রাণীর জীবনযাপন নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্রটি। এতে উঠে এসেছে এসব প্রাণীর জন্ম, বড় হওয়া, খাবার গ্রহণ থেকে শুরু করে নানা প্রসঙ্গ।