অস্কারজয়ী ‘আনোরা’, ওটিটিতে আরও যা দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।

‘আনোরা’র দৃশ্য। কোলাজ

‘আনোরা’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জিও হটস্টার
দিনক্ষণ: চলমান
কুখ্যাত রুশ গ্যাংস্টারের ছেলে এক স্ট্রিপ ড্যান্সারের প্রেমে পড়ে। দুজন বিয়ে করে, কিন্তু সেই গ্যাংস্টার বিয়ে মেনে নেয় না।

‘আনোরা’র দৃশ্য। আইএমডিবি

এমন গল্প নিয়ে শন বেকারের সিনেমা। গত বছর কান উৎসবে স্বর্ণপাম জেতা সিনেমাটি এবারের অস্কারেও সেরা সিনেমা, সেরা অভিনেত্রী, সেরা নির্মাতাসহ সর্বোচ্চ পাঁচটি পুরস্কার জিতেছে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন মাইকি ম্যাডিসন।

‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
২০২২ সালে মুক্তির পর প্রশংসিত হয়েছিল নীরজ পান্ডের থ্রিলার সিরিজ খাকি: দ্য বিহার চ্যাপ্টার। এবার এসেছে সিকুয়েল। নতুন কিস্তি সিকুয়েল হলেও গল্প আলাদা, প্রথম মৌসুম ছিল বিহারের গল্প; এবার পশ্চিমবঙ্গের।

‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর দৃশ্য। নেটফ্লিক্স

এবারের মৌসুমে কলকাতার রাজনীতির অন্ধকার দিক, অপরাধজগৎ আর পুলিশের গল্প তুলে এনেছেন পরিচালক। এবারের পর্বগুলো পরিচালনা করেছেন দেবত্মা মণ্ডল ও তুষারকান্তি রায়। তারকাবহুল সিরিজটিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, চিত্রাঙ্গদা সিং, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়।

‘স্কাই ফোর্স’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: ২১ মার্চ
১৯৬৫ সালে ইন্দো-পাকিস্তান বিমান যুদ্ধের আধারে ছবিটি প্রযোজনা করেছেন অমর কৌশিক ও দিনেশ বিজন।

‘স্কাই ফোর্স’ সিনেমায় বীর পাহাড়িয়া ও অক্ষয় কুমার। আইএমডিবি

গত ২৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির পর মোটামুটি ব্যবসায়িক সাফল্য পেয়েছে সন্দীপ কেওলানি ও অভিষেক অনিল কাপুর পরিচালিত সিনেমাটি। এবার আসছে ওটিটিতে। এতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, বীর পাহাড়িয়া, সারা আলী খান ও নিমরাত কৌর।

‘গুড আমেরিকান ফ্যামিলি’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: হুলু
দিনক্ষণ: চলমান
শিশুসন্তানকে দত্তক নেন এক মার্কিন দম্পতি। তাঁদের ধারণা ছিল, শিশুসন্তানটি বামন। ওই দম্পতির নিজেদের তিন সন্তান আছে। চার সন্তান একসঙ্গে বড় হতে থাকে। তবে একদিন ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা আদালত পর্যন্ত গড়ায়। এমনকি ওই দম্পতির দাম্পত্য জীবনেও শুরু হয় ঝামেলা।

আরও পড়ুন

এমন গল্প নিয়ে লিমিটেড সিরিজটির দুই পর্ব মুক্তি পেয়েছে ১৯ মার্চ। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ধারাবাহিকভাবে বাকি ছয় পর্ব আসবে। কেটি রবিনসের সিরিজটিতে অভিনয় করেছেন এলেন পমপেও, মার্ক ডুপল্যাস প্রমুখ।