হ্যালোইনে মজেছে ওটিটি

‘আধুনিক বাংলা হোটেল’–এর পোস্টার। চরকির সৌজন্যে

দুই সপ্তাহ আগে থেকেই বাড়ি বাড়ি ভয়ের আবহ তৈরি আর জম্বিসহ নানা সাজ ইউরোপ-আমেরিকায় এখন আর নতুন কিছু নয়। এর সঙ্গে ভিন্নমাত্রা যোগ করে টিভি, বড় পর্দা আর ওটিটি। দিনটিকে বিশেষ করে তুলতে সিনেমা সিরিজ মুক্তি এখন রীতি হয়ে দাঁড়িয়েছে। দিন দিন আমাদের দেশেও উৎসবে পরিণত হচ্ছে হ্যালোইন।

হলিউড–বলিউডের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের ইন্ডাস্ট্রিতে বিশেষ এই দিন উপলক্ষে হরর ঘরানার সিনেমা মুক্তি দেওয়া চাই। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে আগে হ্যালোইন ঘিরে পর্দায় তেমন কোনো আয়োজন না থাকলেও এবার একসঙ্গে দুটি ওটিটি নিয়ে আসছে ভূতের গল্প। চরকিতে এসেছে ওয়েব সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’–এর প্রথম পর্ব ‘বোয়াল মাছের ঝোল’। অন্যদিকে দীপ্ত প্লেতে মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘বিভাবরী’।

আশির দশক থেকে হলিউডে হ্যালোইন উপলক্ষে নিয়মিত সিনেমা মুক্তি পেতে থাকে। পরে ইউনিভার্সাল স্টুডিও থেকে শুরু করে বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান হরর ঘরানার সিনেমা নিয়ে হ্যালোইনে ভিড় করে। এবার পিছিয়ে থাকছে না বাংলাদেশের ইন্ডাস্ট্রি। সম্প্রতি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির একটি ফেসবুক পোস্ট ভক্তদের নজর কাড়ে। সেখানে লেখা, ‘দেশি খাবারের সঙ্গে পরিমাণমতো ভূত নিয়ে আসছেন মোশাররফ করিম।’ সেই সঙ্গে আলোচনায় আসে খাসি, হাঁস ও মাছ নিয়ে মোশাররফ করিমের ব্যতিক্রমী পোস্টার। জানা যায়, হ্যালোইন নিয়েই এই আয়োজন।

মুক্তি পেয়েছে ‘আধুনিক বাংলা হোটেল’–এর প্রথম পর্ব ‘বোয়াল মাছের ঝোল’। চরকি

কেন হ্যালোইন উপলক্ষে ভৌতিক রহস্যের গল্প নিয়ে আসছে চরকি, এমন প্রশ্নে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘শুরু থেকে চরকি তাদের দর্শকদের নানা স্বাদের কনটেন্ট দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবার যোগ হচ্ছে ভিন্নমাত্রা। পৃথিবীর বিভিন্ন দেশে হ্যালোইন উদ্‌যাপিত হলেও বাংলাদেশে এর ছোঁয়া লেগেছে সম্প্রতি। দিনটি উদ্‌যাপনে নানা আয়োজনও দেখা যায়। এ সময়কে মাথায় রেখে ভৌতিক ঘরানার কনটেন্ট দর্শকদের উপহার দিচ্ছে চরকি। দর্শকদের এটি হ্যালোইনের পূর্ণ মজা দেবে বলে আশা করি।’

শরীফুল হাসানের ছোটগল্প অবলম্বনে চরকির এ সিরিজটি পরিচালনা করেছেন কাজী আসাদ। তিনি জানান, লেখকের তিনটি ছোটগল্প অবলম্বনে নির্মিত হয়েছে আধুনিক বাংলা হোটেলের তিনটি পর্ব: ‘খাসির পায়া’, ‘হাঁসের সালুন’ ও ‘বোয়াল মাছের ঝোল’। সব কটি গল্পে রয়েছে বাঙালি মিথ ও লোকগল্পের মিশ্রণ। মৌলিক এ গল্পগুলো নিয়ে পরিচালক বলেন, ‘শৈশব থেকেই আমরা ভৌতিক লোকগল্পের সঙ্গে পরিচিত। সেগুলো কোনো গল্পে সাইকোলজিক্যাল মিথ বা কোনো গল্পে গ্রাম্য মিথলজি ফ্যান্টাসি আকারে আসবে। দিন শেষে গল্পগুলো দর্শকদের শিকড়ের কথা মনে করিয়ে দেবে।’

‘বিভাবরী’র পোস্টার। দীপ্তপ্লের সৌজন্যে

কদিন আগে, ফেসবুকে হঠাৎ করেই ভক্তদের কাছে সহায়তা চান তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান। গভীর রাতে ফেসবুক লাইভে জানান, ভূত নাকি তাঁকে অনুসরণ করছে। আত্মরক্ষার জন্য সহায়তাও চান এই অভিনেত্রী। পরে জানা যায়, এটি তাঁর অভিনীত হরর ফিল্ম ‘বিভাবরী’র প্রচারণার অংশ। এ নিয়ে অনেকের সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। পরে ভক্তদের কাছে ক্ষমাও চান। বিভাবরীর পরিচালক টিটো রহমান এ প্রসঙ্গে প্রথম আলোকে জানান, লাইভটা আগেই শেষ হওয়ার কারণে ভুল–বোঝাবুঝি তৈরি হয়।

নিতু নামের এক তরুণীর ভৌতিক অভিজ্ঞতা নিয়ে ছবির গল্প। টাকার জন্য বেবি সিটিং করে নিতু। এক রাতে ফোন পেয়ে এক শিশুর দেখাশোনা করতে যায়। ক্রমেই সে বুঝতে পারে, এখান থেকে জীবন নিয়ে ফেরা কঠিন। অশরীরী আত্মারা তাকে ঘিরে ধরে। টিটো বলেন, ‘চার–পাঁচ বছর ধরে হ্যালোইন উপলক্ষে আমাদের দেশেও পার্টি হচ্ছে, ভৌতিক সাজে আড্ডা হয়, নানা অফার থাকে। ভূতটা যেহেতু উৎসবে এসেছে, সেই কারণে আমাদের প্ল্যানিং, হ্যালোইনে ভূত নিয়ে কাজ করব। পরে অনীশ দাস অপুর গল্পটি পছন্দ হয়। এখানে আমাদের মতো করেই ভূতকে দেখানো হয়েছে।’

অনীশ দাস অপুর ছোটগল্প ‘মধ্যরাতের খাবার’ অবলম্বনে এটি তৈরি করা হয়েছে। আজ সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৬ সেকেন্ডে দীপ্ত প্লেতে মুক্তি পেয়েছে ‘বিভাবরী’। পরিচালক জানান, বিশেষ এ সময়কে ধরা হয় অশুভ হিসেবে, বিদেশেও এ সময়ে হরর গল্প মুক্তি পায়। যে কারণে এ সময় বেছে নিয়েছেন। ‘বিভাবরী’তে সাদিয়া আয়মান ছাড়াও অভিনয় করেছেন ইরেশ যাকের, রোজী সিদ্দিকী, ফারিহা শামস সেউতি, রিফাহ নাজিবা প্রমুখ।

‘নিকষছায়া’র পোস্টার। হইচই

দেশি দুই কনটেন্ট ছাড়াও হইচইতে মুক্তি পাবে পশ্চিমবঙ্গের ওয়েব সিরিজ ‘নিকষছায়া’, নেটফ্লিক্সে এসেছে সিনেমা ‘দ্য কাট’।

অশীতিপর বৃদ্ধ। ক্ষুরধার চাহনি, ঋজু শালবৃক্ষের মতো চেহারা, অতিপ্রাকৃত রহস্যের সমাধান করতে তাঁর জুড়ি নেই। সৌভিক চক্রবর্তীর লেখা নীরেন ভাদুড়ি চরিত্রটি এমনই। তাঁকে নিয়ে গত বছর নির্মিত হয় ওয়েব সিরিজ ‘পর্ণশবরীর শাপ’। এবার আসছে এর দ্বিতীয় কিস্তি ‘নিকষছায়া’। তন্ত্রমন্ত্র আর ভূতের হাড় হিম করা গল্প সাজিয়েছেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। এতে নীরেন ভাদুড়ির চরিত্রে দেখা যাবে চিরঞ্জিত চক্রবর্তীকে। এ ছাড়া আছেন সুরক্ষা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অন্য মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক ও অনিন্দিতা বোস।

আরও পড়ুন

অন্যদিকে ‘দ্য কাট’ বানিয়েছেন হানা ম্যাকফারসন। এ ছবিতে অভিনয় করেছেন ম্যাডিসন বেইলি, আন্তেলিয়া জেনট্রি। এ ওয়েব ফিল্মটির গল্প এক হাইস্কুলের শিক্ষার্থীকে নিয়ে। ঘটনাচক্রে যে ২০০৩ সালে ফিরে যায়। চেষ্টা করে এক ক্রমিক খুনিকে থামাতে, যে তাঁর ছোট বোনকে খুন করে। সে কি পারবে? গল্পটি চেনা মনে হলেও উপস্থাপন আর নির্মাণের গুণে আলোচনায় আছে সিনেমাটি। গতকাল এটি মুক্তি পেয়েছে।