আবার লুক বদলালেন চঞ্চল
নিজেদের ফেসবুক পেজে গত বুধবার রাত সাড়ে ৮টায় নতুন একটি পোস্টার প্রকাশ করেছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। ‘চারিদিকে হেরফের, সেরের উপর সোয়া সের’—পোস্টারটা প্রকাশ করে এমনটাই লিখেছে চরকি। পোস্টারটিতে চঞ্চল চৌধুরীসহ অনেক তারকাকে একদম ভিন্ন লুকে দেখা যাচ্ছে। এটি বাশার জর্জিসের অরিজিনাল সিরিজ ‘ওভারট্রাম্প’–এর পোস্টার।
পোস্টার দেখে বোঝা যাচ্ছে, সিরিজের প্রত্যেক চরিত্রের আলাদা আলাদা গল্প আছে, রং আছে, ধরন আছে। চরকির ‘পেট কাটা ষ’-তে এর আগে চঞ্চল চৌধুরীকে মিষ্টির দোকানি হিসেবে দেখেছেন দর্শক। পরে ‘দুই দিনের দুনিয়া’য় হয়েছেন ট্রাক ডাইভার। ‘ওভারট্রাম্প’-এও একেবারেই ভিন্ন লুকে হাজির হয়েছেন তিনি। চরিত্র আগেরগুলোর চেয়ে কতটা আলাদা জানতে চাইলে চঞ্চল বলেন, ‘আমার চরিত্রে চমক থাকবে, আপাতত এইটুকুই শুধু বলতে চাই।’
তবে চরিত্র সম্পর্কে বিশদ না বললেও সিরিজটির গল্প সম্পর্কে ধারণা দিয়েছেন, ‘আমাদের সমাজে, বিশেষ করে নগরজীবনে এ ধরনের ঘটনা অহরহ ঘটছে। এই গল্পে যেমন অন্ধকার দিকের কথা আছে, তেমনই আছে কিছু শিক্ষণীয় দিকও।’
পরিচালক ও সহশিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল, জানতে চাইলে একটু হেসে অভিনেতা বলেন, ‘আমি একটু পুরোনো মানুষ তো। এই ইন্ডাস্ট্রিতে প্রায় ২০-২৫ বছর কাজ করছি। বাশার আমার প্রায় ২০ বছরের বন্ধু। তবে তাঁর পরিচালনায় এই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালাম। যাঁদের সঙ্গে এই সিরিজে অভিনয় করেছি, তাঁদের সঙ্গেও আগে থেকেই সুসম্পর্ক। সব মিলিয়ে কাজটাও বেশ ভালো হয়েছে।’
ছয় পর্বের এই সিরিজ দিয়ে চরকিতে প্রথমবারের মতো উপস্থিত হবেন এফ এস নাঈম, আশনা হাবিব ভাবনা, সামিরা খান মাহি। গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে আরও আছেন মোস্তফা মন্ওয়ার, শরীফ সিরাজ, মীর নওফেল আশরাফী জিসান প্রমুখ।
অভিনেত্রী ভাবনা বলেন, ‘“ওভারট্রাম্প”–এ আমার চরিত্রের নাম রমা। রমার সঙ্গে ভাবনার কোনো মিল নেই। আগের কাজের চেয়ে এই চরিত্র সম্পূর্ণ ভিন্ন। আমি প্রতিটি কাজে নিজের সর্বোচ্চটা দিতে চাই। খুব চিন্তায় ছিলাম, রমা চরিত্রটা কীভাবে ডিজাইন করব। আমি চেষ্টা করেছি, বাকিটা দর্শকদের ওপর।’
ওভারট্রাম্প–এ কাজের অভিজ্ঞতা দারুণ উল্লেখ করে এফ এস নাঈম বলেন, ‘আমি ওই চরিত্রের মধ্যে এক মাস থেকেছি।’
পরিচালক বাশার জর্জিস বলেন, ‘ওভারট্রাম্প–এর গল্পটা কোভিডের সময় লেখা। এখন তো সবাই থ্রিলার, রোমান্স করছেন, কিন্তু কেউ ডার্ক কমেডি করছেন না। যা কমেডি হয়েছে, সেটা টিভিতে দেখা যায়। ওটিটির জন্য তো একটু ভিন্ন ধরনের ডার্ক হওয়া উচিত। ওই জায়গা থেকে ওভারট্রাম্প বানাতে আগ্রহী হই।’
সিরিজের প্রধান চিত্রগ্রাহকের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘টিমের কে কী হবেন, সেটা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। আমি খুব ভাগ্যবান যে ডিওপি খসরুকে বলামাত্রই পাওয়া গেছে। দেশসেরা এক ডিওপি আমার সঙ্গে ওটিটির জন্য প্রথম কাজ করেছেন।’
সিরিজটি সম্পর্কে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘বাশার জর্জিস খুব যত্ন নিয়ে “ওভারট্রাম্প” বানিয়েছেন। সেই সঙ্গে যাঁরা এখানে অভিনয় করেছেন, তাঁদের নিয়ে নতুন করে কিছু বলার নেই, সবাই দুর্দান্ত। এখন সিরিজটির মুক্তির অপেক্ষা।’