ঈদে কী দেখাবে ওটিটি
গত ঈদের মুক্তি পাওয়া দুই সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ ও ‘মহানগর টু’ ব্যাপক আলোচিত হয়েছিল; ঈদুল আজহায়ও দেশি ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে কয়েকটি ভিন্ন স্বাদের সিরিজ ও সিনেমা।
মারকিউলিস, চরকি
‘জালালের গল্প’র নির্মাতা আবু শাহেদ ইমন প্রথমবারের মতো ওয়েব সিরিজ বানিয়েছেন। আট পর্বের থ্রিলার ধাঁচের গল্পটি এগিয়েছে এক তরুণীকে কেন্দ্র করে। পরিচালকের ভাষ্য, ‘এটি একটি মেয়ের গল্প। একজনের হাতে খুন হয় তার প্রেমিক। ড্রামা থ্রিলার জনরার গল্প হলেও সামাজিক অনেক ঘটনা রয়েছে এতে। এমনভাবে সিরিজটি তৈরি করা হয়েছে যে খুব সাধারণ দর্শকও এটা উপভোগ করতে পারবেন।’ ‘মারকিউলিস’ দিয়ে স্ট্রিমিং প্ল্যাটফর্মে অভিষেক হচ্ছে সাবিলা নূরের। মুক্তির আগে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, নিজের চরিত্রটির জন্য তাঁকে দীর্ঘ প্রস্তুতি নিতে হয়েছে।
সাবিলা জানিয়েছেন, এ ধরনের কাজ আগে কখনোই করেননি। তারকাবহুল সিরিজটিতে সাবিলা ছাড়া আছেন গিয়াসউদ্দিন সেলিম, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, ইরেশ যাকের, রাশেদ অপু, শরীফ সিরাজ, সাবেরী আলম, আইশা খান, নাজিবা বাশার, পৌষালী অথৈ, মিলি বাশার, নাফিস আহমেদ, আফিয়া তাবাসসুম, মাজনুন মিজান, অশোক ব্যাপারী প্রমুখ। এ সময়ের আলোচিত সংগীত পরিচালক ইমন চৌধুরী সামলেছেন সংগীতের দায়িত্ব। ‘মারকিউলিস’ মুক্তি পাবে ২৮ জুন।
মিশন হান্টডাউন, হইচই
‘ঢাকা অ্যাটাক’, ‘মিশন এক্সট্রিম’, ‘ব্ল্যাক ওয়্যার: মিশন এক্সটিম টু’র মতো অ্যাকশনধর্মী সিনেমার সঙ্গে জড়িয়ে আছে সানি সানোয়ারের নাম, তাঁর সঙ্গে যৌথভাবে পরের দুই সিনেমা বানিয়েছেন ফয়সাল আহমেদ। সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ যৌথভাবে এবার বানিয়েছেন ওয়েব সিরিজ। এবারও তাঁরা নির্মাণ করেছেন পুলিশি অ্যাকশন ধাঁচের কাজ।
এটিএসের (অ্যান্টিটেররিস্ট স্কোয়াড) প্রধান মাহিদের গল্পের পাশাপাশি দেখানো হয় গ্রামের এক সাধারণ মেয়ে নীরার গল্প। সদ্য বিবাহিত স্বামী জিল্লুরকে খুঁজতে ঢাকায় আসে নীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সাহায্য চায়, কিন্তু পুলিশ তাকে সাহায্য করতে অপারগতা প্রকাশ করে।
এরই মধ্যে মাহিদের সঙ্গে নীরার পরিচয় হয়। তারা একসঙ্গে নীরার নিখোঁজ স্বামীকে খুঁজতে থাকে। সিরিজির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম ও বিদ্যা সিনহা মিম। আরও আছেন সুমিত সেনগুপ্ত, এ কে আজাদ সেতু। সিরিজটি মুক্তি পাবে ২৮ জুন।
রক্তজবা, আইস্ক্রিন
অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি আসে। যে চিঠি তাকে ফিরিয়ে নিয়ে যায় এক যুগ আগে। অতীত এবং চলমান ঘটনার মিশেলে একে একে উন্মোচিত হতে থাকে নানা রহস্য। এমন গল্প নিয়ে ‘কাঠবিড়ালি’ পরিচালক নিয়ামুল মুক্তার দ্বিতীয় সিনেমা ‘রক্তজবা’। শুরুতে প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও পরে সিদ্ধান্ত বদল হয়, আজই ওয়েব ফিল্মটি আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে। ২০২১ সালের জানুয়ারিতে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং, কোভিড বিধিনিষেধের মধ্যে টানা এক মাস ধরে চলে শুটিং। তবে বাকি থাকা একটি দৃশ্য ধারণ করতে অপেক্ষা করতে হয় আট মাস!
এ প্রসঙ্গে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছিলেন, দৃশ্যটিতে স্কুলের ছাত্রছাত্রী দরকার ছিল। করোনায় স্কুল বন্ধ থাকায় দৃশ্যটি ধারণ করতে দীর্ঘ অপেক্ষা করতে হয়। ‘রক্তজবা’র প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও শরিফুল রাজ। ছবিটিতে আরও আছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবিশ, অরিত্র আরিয়া প্রমুখ।
ইনফিনিটি ২, বিঞ্জ
‘রক্তজবা’ ছাড়া ঈদে আসছে শরিফুল রাজের আরেকটি কনটেন্ট—‘ইনফিনিটি টু’। মুক্তির তিন বছর পর আসছে সিরিজটির সিকুয়েল। মুক্তির আগে এক সংবাদ সম্মেলনে পরিচালক মেহেদি হাসিব জানিয়েছেন, প্রথম কিস্তি যেখানে শেষ হয়েছিল, দ্বিতীয়টির গল্প সেখানেই শুরু হয়েছে।
এবারের পর্ব আরও উপভোগ্য করতে সিরিজটিতে বেশ কয়েকটি ওয়ান টেক অ্যাকশন দৃশ্য আছে। সিরিজটিতে রাজ ছাড়া আরও আছেন আবদুন নূর সজল, মুমতাহিনা চৌধুরী টয়া, সাঞ্জু জন প্রমুখ। ট্রেলার মুক্তির পর খলচরিত্রে সজলের লুক বেশ পছন্দ করেছেন দর্শক। গত বছরের অক্টোবরের শেষ থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সিরিজটির শুটিং হয়েছে পুরান ঢাকা, আফতাবনগর, উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, গাজীপুরসহ বেশ কটি লোকেশনে। সিরিজটি মুক্তি পাবে ২৮ জুন।
নিকষ, দীপ্ত প্লে
গতকাল মুক্তি পেয়েছে রুবেল হাসানের প্রথম ওয়েব ফিল্ম ‘নিকষ’। সুলতানা ও লিজা দুই বোনকে ঘিরে থ্রিলার ছবিটির গল্প। ছোট বোন লাপাত্তা হওয়ার পর তাকে খুঁজতে বড় বোনের যাত্রা নিয়েই এগিয়েছে গল্প। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও মাখনুন মাহিমা। প্রথমবার নিজের কাঁধে সিনেমার দায়িত্ব নিয়ে চাপ অনুভব করছেন কি না, জানতে চাইলে গত বৃহস্পতিবার ফারিণ প্রথম আলোকে বলেন, ‘কাজটা করার সময় কিছুটা চাপ অনুভব করি। কিন্তু শুটিং শেষ হওয়ার পর আর চাপ মনে হয় না। কারণ, আমার যা করার ছিল, সেটা তো করে ফেলেছি।’ ঢাকা ছাড়া সাতক্ষীরা, খুলনাসহ সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলেও সিনেমাটির শুটিং হয়েছে।
হুলুস্থুল, বঙ্গ
ঈদে ওয়েবে মুক্তির অপেক্ষায় থাকা বেশির ভাগ কনটেন্টই থ্রিলার বা ডার্ক ঘরানার, এর মধ্যে ব্যতিক্রম ‘হুলুস্থুল’। ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা সাগর জাহান ওটিটিতে নিজের প্রথম সিরিজটি বানিয়েছেন কমেডি।
সিরিজটি নিয়ে গতকাল বিকেলে নির্মাতা প্রথম আলোকে জানান, চারটি আলাদা জায়গার চারটি ভিন্ন চরিত্রের গল্প নিয়ে ‘হুলুস্থুল’, শেষ পর্যন্ত একবিন্দুতে এসে মিলিত হয় তারা। ১৩ পর্বের সিরিজটির প্রতিটি পর্বের দৈর্ঘ্য ২৫ মিনিট। ২৮ জুন থেকে বিনা মূল্যে সিরিজটি বঙ্গে দেখা যাবে। এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, আরমান ও নাদিয়া নদী।
মার্ডার নাইনটিজ, আরটিভি প্লাস
৯০ দশকের একটা আলোচিত খুনের ঘটনাকে ঘিরে ওয়েব ফিল্ম। ছবিটিতে পুলিশি তদন্তের পাশাপাশি ওই সময়ের সামাজিক, পারিপার্শ্বিক অবস্থা ও সম্পর্কের দ্বন্দগুলো তুলে আনা হয়েছে। আবু হায়াত মাহমুদ পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন খাইরুল বাসার, দীঘি, রুনা খান, সাজু খাদেম। এই ছবি দিয়েই প্রথম থ্রিলারে কাজ করলেন দীঘি। সাক্ষাৎকারে প্রথম আলোকে জানিয়েছেন, যতটা সম্ভব প্রস্তুতি নিয়ে নব্বই দশকের চরিত্র হয়ে ওঠার চেষ্টা করেছেন।