‘শুক্লপক্ষ’–এ রহস্যের হাতছানি
ঢালিউডে জিয়াউল রোশানের পথচলা ছয় বছরের। ‘রক্ত’ সিনেমা দিয়ে ঢালিউডে যাত্রা শুরু হওয়া এই তারকা পরপর কয়েকটি চলচ্চিত্র দিয়ে নিজের অবস্থান শক্ত করেছেন। অন্যদিকে ‘ন ডরাই’ দিয়ে চলচ্চিত্রে অভিষেকের পর সুনেরাহ বিনতে কামাল তরুণ তারকাদের মধ্যে এগিয়ে রয়েছেন। প্রথম চলচ্চিত্রেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনয়শিল্পীর সম্মান পেয়েছেন। আর টেলিভিশন নাটক দিয়ে সবার কাছে পরিচিতি পাওয়া তরুণ অভিনয়শিল্পী খাইরুল বাসার ওটিটি প্ল্যাটফর্মে শক্ত একটা অবস্থান করে নিয়েছেন। এই তিন নবীন তারকা প্রথমবারের মতো ওয়েব ফিল্ম ‘শুক্লপক্ষ’–এ অভিনয় করলেন। গতকাল বৃহস্পতিবার রাতে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে এটি।
পরপর তিন তরুণী নিখোঁজ। সবাই একই ইউনিভার্সিটির শিক্ষার্থী। মনে হচ্ছে কেউ একজন টার্গেট করছে তরুণীদের। অনেকের মনেই শঙ্কা—তিনজনই শেষ নয়, আরও অনেকে নিখোঁজ হতে পারে। এই যেমন মঞ্জুর আশঙ্কা, তার পছন্দের মানুষ লাবণীও হতে পারে অপহরণের শিকার। কিন্তু শুধু ধারণার ওপর ভর করে মঞ্জু কি বাঁচাতে পারবে লাবণীকে? এমন ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘শুক্লপক্ষ’। এটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। এর আগে এই পরিচালক একই প্ল্যাটফর্মে রেডরাম পরিচালনা করে সাড়া ফেলেছেন।
৯৬ মিনিট দৈর্ঘ্যের ওয়েব ফিল্ম শুক্লপক্ষ-এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন খাইরুল বাসার। এই ওয়েব ফিল্মে কাজ করে তাঁর অভিজ্ঞতা অসাধারণ বলেও তিনি জানান। তিনি বলেন, ‘হিংসা, প্রেম, অসহায়ত্ব, ক্ষমতা, বর্বরতার এক দ্বান্দ্বিক উপস্থাপন আছে এ গল্পে। আমার ধারণা, দর্শকেরা গল্পের প্রতিটি বাঁকে বিস্মিত হবেন। দর্শক টুইস্টের ঘোরপ্যাঁচে জড়িয়ে যাওয়ার অপেক্ষা করুন। আমার বিশ্বাস, যাঁরা দেখেছেন, তাঁরা হতাশ হননি। যাঁরা দেখবেন, তাঁরাও হতাশ হবেন না।’
কিছুদিন আগেই চরকির অ্যানথোলজি এই মুহূর্তে সিনেমায় দেখা গেছে সুনেরাহকে। শুক্লপক্ষ তাঁর প্রথম ওয়েব ফিল্ম। এর বাইরেও অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটছে তাঁর, এমনটাই জানালেন তিনি। ‘শুক্লপক্ষ’–এ কাজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘স্ক্রিপ্ট পড়ে কাজ করার আগ্রহ জন্মেছিল। ভিকি জাহেদের থ্রিলার মানেই তো অন্য রকম কিছু।’ শুটিংয়ে কোনো চ্যালেঞ্জ ছিল কি না, তা জানতে চাইলে সুনেরাহ বলেন, ‘এই সিনেমায় আমাকে অনেকগুলো লুকে দেখা যাবে, যা সত্যিই আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। সেই সঙ্গে আমরা একদিন জঙ্গলে শুটিং করছিলাম, সেখানে খুবই ভয়াবহ অবস্থার মধ্যে ছিলাম। সারা শরীরে পোকার আক্রমণে নাজেহাল হয়ে পড়ি। অনেক কষ্টে সব সামলে নিয়ে কাজটি করেছি। শুধু এটুকু বলতে পারি, কাজটি সবার ভালো লাগবে।’
রোশানের এটা প্রথম ওয়েব ফিল্ম। সেই সঙ্গে চরকিতে তাঁর এটা প্রথম কাজ। তিনি বলেন, ‘আমার করা এইটাই প্রথম ওয়েব ফিল্ম, যেটা মুক্তি পেয়েছে চরকিতে। ভিকির সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অন্য রকম। দর্শকেরা এ ধরনের থ্রিলার ধাঁচের কাজ দেখার জন্য অপেক্ষা করেন। সেই সঙ্গে ফিল্মে আমার চরিত্রটা ফুটিয়ে তুলতে তিনি অনেক সাহায্য করেছেন।’ রোশান এ–ও বলেন, ‘একেবারে ভিন্ন ও আনপ্রেডিক্টেবল গল্প দেখতে পাবেন দর্শক। গল্পে প্রচুর থ্রিল ও সাসপেন্স রয়েছে। সহশিল্পীরাও সবাই নিজের জায়গা থেকে দুর্দান্ত কাজ করেছেন।’
পরিচালক ভিকি জাহেদ বেশ আশাবাদী। এত দিন অপেক্ষা করেছিলেন দর্শকের প্রতিক্রিয়া পাওয়ার। তিনি বলেন, ‘আমার অন্য কাজগুলো থেকে এটি ব্যতিক্রম। জনরাটা বরাবরের মতো থ্রিলারই রেখেছি। দর্শকের অবচেতন মনকে অনেক প্রশ্ন ছুড়ে দেবে। ফিল্মে যাঁরা আছেন, তাঁদের প্রায় অনেকের সঙ্গে আমার প্রথম কাজ। নতুন ও তরুণ টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটাও বেশ ইন্টারেস্টিং।’
‘শুক্লপক্ষ’ ওয়েব ফিল্মে গান রয়েছে তিনটি। এসব গানে কণ্ঠ দিয়েছেন কনা, ইমরান, অবন্তী সিঁথি, অজয় রায় ও সদ্য খান। ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, শরীফ সিরাজ, আবদুল্লাহ সেন্টু প্রমুখ।