৮০ দিন পর ফিরছে গতি

ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’–এ ইয়াশ রোহান ও মেহজাবীন চৌধুরী। ছবি: চরকির সৌজন্যে

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট পাল্টে গেছে রাজনৈতিক সমীকরণ। অন্তর্বর্তী সরকার হাল ধরেছে দেশ সংস্কারের। এর পরপরই দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা। বন্যাদুর্গতদের সাহায্য করতে হাত বাড়িয়ে দিয়েছে সর্বস্তরের মানুষ। সবার চেষ্টা ও আন্তরিকতায় একটু একটু করে স্বাভাবিক হচ্ছে সার্বিক পরিস্থিতি।

ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’–এ মেহজাবীন চৌধুরী। ছবি: চরকির সৌজন্যে

তবে স্বস্তি ফেরেনি জনজীবনে, নেই আনন্দ। সেটি ফেরাতেই এগিয়ে এসেছে দেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকি। প্ল্যাটফর্মটি মুক্তি দিতে যাচ্ছে তাদের নতুন ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’। রাজনীতির পালাবদল আর প্রাকৃতিক দুর্যোগের পর যখন স্থবির বিনোদন দুনিয়া, তখন শিল্পের গতি ফেরাতেই নতুন কনটেন্ট নিয়ে আসছে প্ল্যাটফর্মটি। শেষ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ১৬ জুন চরকিতে মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ ‘বাজি’। এরপর আর কোনো দেশি কনটেন্ট মুক্তি পায়নি। ৮০ দিন পর নতুন সিনেমা দিয়ে গতি ফিরছে এই ওটিটির।

প্ল্যাটফর্মটির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের চতুর্থ ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’। নাম দেখে আন্দাজ করা যায়, সম্পর্কের নানা ঘটনা নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্মটি।

ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’–এ ইয়াশ রোহান। ছবি: চরকির সৌজন্যে

এর আগে মুক্তি পাওয়া ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের অন্য ওয়েব ফিল্মগুলো হলো ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘মনোগামী ও ‘কাছের মানুষ দূরে থুইয়া’। আগের সিনেমাগুলো যেমন দর্শকেরা পছন্দ করেছেন, পরিচালকের আশা ‘ফরগেট মি নট’ও দর্শকদের চাহিদা মেটাবে।

আরও পড়ুন

ওয়েব ফিল্মের নির্মাতা রবিউল আলম রবি। এর আগে চরকিতে তাঁর নির্মিত ‘ঊনলৌকিক’ ও ‘ক্যাফে ডিজায়ার’ মুক্তি পেয়েছে। দুটি কনটেন্টই দেশ-বিদেশের সমালোচকদের কাছে প্রশংসা পেয়েছে।

ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’–এ ইয়াশ রোহান ও মেহজাবীন চৌধুরী। ছবি: চরকির সৌজন্যে

রবির নির্মাণশৈলী ও সংলাপ নিয়ে আলোচনা হয়েছে অন্তর্জালে। নতুন ওয়েব ফিল্মটি নিয়ে অবশ্য এখনই তেমন কিছু বলতে চান না নির্মাতা। শুধু জানিয়েছেন, দর্শকেরা স্বস্তিতে ফিরুন। আর সেটি যদি তাঁর ফিল্মটি নিয়ে আসতে পারে, তাহলেই তিনি খুশি।

‘ফরগেট মি নট’-এ অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনয়শিল্পীরা। আছেন মেহজাবীন চৌধুরী, ইয়াশ রোহান, বিজরী বরকতউল্লাহ, ইরফান সাজ্জাদসহ অনেকে। দর্শকেরা চরকিতে ওয়েব ফিল্মটি দেখতে পাবেন আগামী ৫ সেপ্টেম্বর রাত থেকে।

ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’–এ মেহজাবীন চৌধুরী। ছবি: চরকির সৌজন্যে

২৯ আগস্ট রাতে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টার প্রকাশের মাধ্যমে জানানো হয় এর মুক্তির তারিখ। পোস্টারে একে অপরের দিকে তাকিয়ে আছেন ইয়াশ রোহান ও মেহজাবীন। ইয়াশের দিকে সবুজ প্রান্তর, অন্যদিকে আধুনিকতার হাতছানি মেহজাবীনের দিকে, যার ক্যাপশনে লেখা, ‘হঠাৎ করে নাই হয়ে যাওয়া ছেলেটার ভেতর কী চলছিল?’ আসলে কী হতে যাচ্ছে, সেটি জানতে অপেক্ষা করতে হবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

দর্শকদের অপেক্ষা অবশ্য শুরু হয়ে গেছে। ‘ফরগেট মি নট’-এর মুক্তির তারিখ ঘোষণা পোস্টারের মন্তব্যের ঘরে কাজটি দেখার অপেক্ষার কথা জানিয়েছেন অধিকাংশ দর্শক। গত বৃহস্পতিবার রাত ৯টা ১৬ মিনিটের প্রকাশিত পোস্টারটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’–এ ইয়াশ রোহান ও মেহজাবীন চৌধুরী। ছবি: চরকির সৌজন্যে

গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত চরকির পেজে পোস্টারটিতে ৩৮ হাজার রিয়্যাক্ট এসেছে। মন্তব্য জমা হয়েছে আট শতাধিক। এর আগে প্রকাশ পায় ওয়েব ফিল্মটির থিমেটিক পোস্টার। দর্শকেরা মন্তব্যের ঘরে পোস্টারটির নান্দনিকতার প্রশংসা করেন।