আমি এত ভালো উন্নয়ন করছি, তবু একটা লোকও আমারে ভালোবাসল না কেন...

‘৮৪০’–এর ট্রেলারে নাসিরউদ্দিন খান। ভিডিও থেকে

‘আমি এত ভালো উন্নয়ন করছি, তবু একটা লোকও আমারে ভালোবাসল না কেন...।’ মোস্তফা সরয়ার ফারুকীর রাজনৈতিক বিদ্রূপধর্মী নতুন প্রকল্পের সংলাপ এটি। অভিনয়শিল্পী নাসির উদ্দিন খানের কণ্ঠে শোনা গেছে এই সংলাপ। ফারুকী আগেই জানিয়েছিলেন, এটি রাজনৈতিক বিদ্রূপধর্মী কাজ। আজ সন্ধ্যায় নিজের ফেসবুকে নতুন এই প্রকল্প ‘৮৪০’–এর ট্রেলার নিজেই শেয়ার করেছেন নির্মাতা

এ প্রসঙ্গে আগে দেওয়া ফেসবুক পোস্টে ফারুকী লিখেছিলেন, ‘আগের অন্তর্বর্তী সরকারের সময় বানাই “৪২০”। প্রকৃতির কী বিচিত্র খেয়াল, আবার আসছে সে রকম একটা দুষ্টু কিছু, তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে।

‘৮৪০’–এর ট্রেলারে নাসিরউদ্দিন খান। ভিডিও থেকে

যেটার শুটিং করেছি ফ্যাসিবাদের কালে। খোদার কসম, এটা মুক্তি পাওয়ার পর তোমরা ভেবো না আমি আগেই জানতাম, এই সময়ে অন্তর্বর্তী সরকার থাকবে! তা না হলে এটা কোন সাহসে বানালাম?’

আজ শুক্রবার ট্রেলার ফেসবুকে পোস্ট করে ফারুকী লিখেছেন, ‘গত শীতে আমরা যখন এটা শুটিং করছিলাম তখনো জানি না, আদৌ এটা দেখানো যাবে কি না।

‘৮৪০’–এর ট্রেলারে ফজলুর রহমান বাবু। ভিডিও থেকে

আর আজকে “৮৪০”–এর ট্রেলার আপনাদের সাথে শেয়ার করছি। আবেগে কাবু হওয়ার কারণে একটা ভালো ক্যাপশনও লিখতে পারলাম না। অনুগ্রহ করে ট্রেলার দেখুন।’

ট্রেলারে নাসির উদ্দিন খান ছাড়াও দেখা গেছে ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, জাকিয়া বারী মম ও প্রান্তর দস্তিদারকে।

আরও পড়ুন

ফারুকীর এই প্রকল্প কোথায় দেখানো হবে, কোন ফরম্যাটে দেখানো হবে, সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

‘৮৪০’–এর পোস্টার। সংগৃহীত