ঈদে কী দেখাবে ওয়েব
ঈদে দেশের একটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও চারটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে পাঁচটি কনটেন্ট। ওয়েব সিরিজ, ফ্ল্যাশ ফিল্ম ছাড়া এ তালিকায় আছে পূর্ণদৈর্ঘ্য সিনেমাও।
চরকিতে অ্যালেন স্বপন
গত বছর পবিত্র ঈদুল আজহায় চরকিতে মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’। সিরিজটিতে ‘অ্যালেন স্বপন’ চরিত্রে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নাসির উদ্দিনের অভিনয় তাঁকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। ঈদে ‘সিন্ডিকেট’-এর স্পিন–অফ মাইসেলফ অ্যালেন স্বপন নিয়ে হাজির হচ্ছেন শিহাব শাহীন। এর মধ্যেই আলোচনায় এসেছে সিরিজটির ব্যতিক্রমী প্রচারণা। ফেসবুকে আইডি খুলেছে অ্যালেন। তার প্রোফাইল ছবির চোখেমুখে অদ্ভুত এক হাসি।
এই হাসিমাখা ছবি দিয়েই দেশের অভিনয়শিল্পী ও নির্মাতাদের ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়ে রীতিমতো আলোচনায় এসেছে সে। কখনো তারকাদের ফেসবুক স্ট্যাটাসে মন্তব্য করছে, কখনো ইনবক্সে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে অনুরোধ করছে। তাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী, রাফিয়াত রশীদ মিথিলা, মৌসুমী হামিদ, সোহেল মণ্ডলসহ অনেকে। চট্টগ্রামের ইয়াবা-সম্রাট থেকে অ্যালেন স্বপনের মানি লন্ডারিংয়ের মূল হোতা হয়ে ওঠার গল্প নিয়েই ছয় পর্বের সিরিজ। নাসির উদ্দিন খান ছাড়া সিরিজটিতে আরও আছেন মিথিলা, সুমন আনোয়ার প্রমুখ।
হইচইয়ে ওসি হারুন
২০২১ সালে মুক্তির পর ব্যাপক জনপ্রিয় হয় হইচইয়ের সিরিজ ‘মহানগর’। ২০ এপ্রিল মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত সিরিজটির দ্বিতীয় কিস্তি। ওসি হারুনের গ্রেপ্তারের মধ্য দিয়ে শেষ হয়েছিল প্রথম পর্ব, নিজেকে তিনি কীভাবে বাঁচাবেন বা আদৌ বাঁচাতে পারবেন কি না, তা দেখার অপেক্ষায় দর্শক। ‘মহানগর ২’-এর ট্রেলার মুক্তির পর আলোচনায় এসেছে।
এবারের কিস্তিতে কী হতে যাচ্ছে, সে ধারণা অবশ্য দেননি পরিচালক, তবে ট্রেলারে দেখা গেছে বেশ কয়েকটি নতুন মুখ—ফজলুর রহমান বাবু, আফসানা মিমি, বৃন্দাবন দাস, তানজিকা আমিন, দিব্য জ্যোতি। পুরোনো অভিনেতাদের মধ্যে চোখে পড়েছে শ্যামল মাওলাকে। তবে মলয় চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া মোস্তাফিজুর নূর ইমরানকে দেখা যাবে না এবার। তেমনি নেই জাকিয়া বারী মমও।
মুক্তির পর ‘মহানগর ২’-এর ট্রেলার ও অভিনয়শিল্পীদের প্রশংসা করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন চঞ্চল চৌধুরী।
বিঞ্জে ‘মেইড ইন চিটাগং’
চট্টগ্রামের দুই প্রেক্ষাগৃহে গত ১৮ নভেম্বর মুক্তি পেয়েছিল ‘মেইড ইন চিটাগং’। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত এই কমেডি ছবির পরিচালক ইমরাউল রাফাত।
অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, অপর্ণা ঘোষ, চিত্রলেখা গুহ, মুকিত জাকারিয়া, নাসির উদ্দিন খান, হিন্দোল রায়। এবার ঈদে বিঞ্জে ছবিটি মুক্তি পাবে। প্ল্যাটফর্মটির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা গেছে।
দীপ্ত প্লেতে আরিয়ান
ওয়েব প্ল্যাটফর্মে ‘নেটওয়ার্কের বাইরে’, ‘উনিশ ২০’-এর মতো কনটেন্ট বানিয়ে প্রশংসিত হয়েছেন মিজানুর রহমান আরিয়ান। এবারের ঈদে দীপ্ত প্লেতে তিনি নিয়ে আসছেন ফ্ল্যাশ ফিল্ম ‘শহরে অনেক রোদ’।
ওটিটিতে রোমান্টিক ঘরানার গল্প বানিয়ে প্রশংসিত হয়েছেন আরিয়ান, এবারের গল্পটি কী রকম? গতকাল দুপুরে প্রথম আলোকে আরিয়ান বলেন, মিষ্টি একটা প্রেমের গল্প এটি। সঙ্গে পারিবারিক কিছু ইস্যু দেখানো হয়েছে। আরিয়ানের কাজে গান বরাবরই আলোচনায় থাকে, এবারের ফ্ল্যাশ ফিল্মেও আছে দুটি গান।
বঙ্গে ‘হোটেল রিলাক্স’
‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি প্রথমবারের মতো বানিয়েছেন ওয়েব সিরিজ। ‘হোটেল রিলাক্স’ নামে সিরিজটি এবার ঈদে বঙ্গতে মুক্তি পাবে।
সিরিজটি নিয়ে গতকাল প্রথম আলোকে পরিচালক বলেন, ‘এটা বিনোদনমূলক কাজ, খুবই হালকা মেজাজের কনটেন্ট। অনেক মজার চরিত্র আছে এতে। বিভিন্ন ধরনের চরিত্র একটা হোটেলে এসে মিলিত হয়—এটা নিয়ে মূল কাহিনি।’ ছয় পর্বের সিরিজটিতে অভিনয় করেছেন পূর্ণিমা, পলাশ, মিশু সাব্বির, পাভেল, পারসা ইভানা, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, চাষী আলক, শিমুল শর্মা প্রমুখ।