‘লাপাতা লেডিস’-এর আলোচিত এই পুলিশ অফিসারকে কতটা চেনেন
‘লাপাতা লেডিস’ নেটফ্লিক্সে মুক্তির পর নতুন করে বাংলাদেশি দর্শকের কাছে আলোচনায় ভারতীয় অভিনেতা রবি কৃষাণ। সিনেমায় পুলিশ কর্মকর্তা শ্যাম মনোহরের চরিত্রে তাঁর অভিনয় মুগ্ধ করেছেন দর্শকদের। অনেকেই বলছেন, এটি এখন পর্যন্ত পর্দায় তাঁর সেরা পারফরম্যান্স।
১৯৬৯ সালে মহারাষ্ট্রের বম্বেতে জন্ম নেওয়া রবি কৃষাণ অভিনয় করেছেন হিন্দি, ভোজপুরিসহ ভারতের বিভিন্ন ভাষার সিনেমায়। অংশ নিয়েছেন ‘বিগ বস’, ‘বিগ ব্রাদার’সহ বিভিন্ন রিয়েলিটি শোতে। অভিনয় ছাড়াও তিনি রাজনীতিতেও সক্রিয়। বর্তমানে ভারতের সংসদ সদস্যও বটে।
১৯৯২ সালে হিন্দি সিনেমা ‘পীতাম্বর’ দিয়ে চলচ্চিত্র অভিষেক তাঁর। এরপর রবি কৃষাণকে দেখা গেছে ‘তেরে নাম’, ‘আন: মেন অ্যাট ওয়ার্ক’, ‘হেরা ফেরি’, ‘ফির হেরা ফিরি’, ‘কিক ২’, ‘বাতলা হাউস’, ‘মিশন রানীগঞ্জ’ ইত্যাদি ছবিতে।
‘লাপাতা লেডিস’ ছাড়াও গত ১ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিরিজ ‘মামলা লিগ্যাল হ্যায়’ দিয়েও প্রশংসিত হয়েছেন রবি কৃষাণ। অভিনেতা মনে করেন, এই দুই কাজ অভিনেতা হিসেবে তাঁর নতুন জন্ম দিয়েছেন।
এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম ফিল্মস্পটকে তিনি বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই আমি ভালো কাজের অপেক্ষায় আছি। এই দুই প্রজেক্ট যখন আমার কাছে আসে, রাজি হয়ে যাই। ৩৫ বছর বিনোদন দুনিয়ায় কাটানোর পর মনে হয়েছে, এ দুই প্রজেক্টে নিজের সহজাত অভিনয় দেখাতে পারব। “লাপাতা লেডিস” ও “মামলা লিগ্যাল হ্যায়”-এর চিত্রনাট্য পড়ার পর মনে হয়েছে, এ দুই কাজ অভিনেতা হিসেবে আমাকে সন্তুষ্ট করবে।’
‘লাপাতা লেডিস’-এ রবি কৃষাণের অভিনীত চরিত্রটি করার কথা ছিল আমির খানের। ছবির পরিচালক কিরণ রাওয়ের সাবেক স্বামী আমির অডিশনের বাদ পড়েন। চরিত্রটিতে সুযোগ পেয়ে বাজিমাত করেছেন রবি। মুক্তির পর পাচ্ছেন দর্শক, সমালোচকদের প্রশংসা।
এ প্রসঙ্গে ফিল্মস্পটকে দেওয়া সাক্ষাৎকারে রবি বলেন, ‘“লাপাতা লেডিস” করার পর মনে হয়েছে, আমি বেঁচে আছি। কারণ, নিজের অভিনয়ের জন্য এমন স্বীকৃতির জন্য আমি অনেক বছর অপেক্ষা করেছি। আমি বুঝতে পারছিলাম না হাসব না কাঁদব। মনে হচ্ছিল, আমি তো বেঁচেই ছিলাম; কিন্তু কেউ আমার কাজ নিয়ে কথা বলছে না। এমন সাড়া পেয়ে আমি স্তম্ভিত হয়ে গেছি। এমন সাড়া পাব কখনোই ভাবিনি। আমি কিরণ রাও, আমির খান ও নেটফ্লিক্সকে ধন্যবাদ দিতে চাই। “লাপাতা লেডিস” আর ‘মামলা লিগ্যাল হ্যায়” একই দিনে মুক্তি পায়। দুই প্রজেক্টেই আমার কাজের কথা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে।’