ডুগডুগি: এই অনির্বাণকে চেনা দায়
মাথাভর্তি চুল, ক্লিন শেভ আর মোটা ফ্রেমের চশমায় অবনীশ হালদার চরিত্র ধারণ করেছেন অনির্বাণ চক্রবর্তী। স্ত্রীকে নিয়ে মফস্সলে থাকেন, ছেলেপুলে নেই; তা নিয়ে পাড়ার বুড়োদের খোঁটা শুনতে শুনতে বিতৃষ্ণা ধরে গেছে অবনীশের। বিতৃষ্ণা নিয়ে গণপরিবহনের হাতল ধরে ঝুলতে ঝুলতে অফিসে যান। অফিসের ফাঁকে মাঝবয়সী আরেক নারীর সঙ্গে পরকীয়া করেন। এক সন্ধ্যায় অফিস থেকে ঘরে ফিরে অবনীশ দেখলেন, স্ত্রী কুমকুম হালদার ঘরে নেই। নেই মানে নিখোঁজ।
স্ত্রী কোথায় গেলেন—দুই দিন ধরে খবরটা চেপে গেলেন। পড়শিরা জানলে কে কী ভাবেন, এই ভাবনায় নিজেকে হারিয়ে ফেলেন অবনীশ। সহকর্মী কানাইয়ের পরামর্শে খবরটা পুলিশকে দেন তিনি, এরপর সিরিজের গল্প রেলপথের মতো সোজা এগিয়ে যেতে থাকে।
সিরিজজুড়ে অবনীশে ডুবে ছিলেন অনির্বাণ চক্রবর্তী, এক মুহূর্তের জন্য তাঁকে চরিত্র থেকে আলাদা করা যায়নি। চাহনি, দেহভঙ্গি কিংবা বাচনভঙ্গিতে বোকাসোকা রূপে নিজেকে মেলে ধরেছেন অনির্বাণ চক্রবর্তী।
এমন চরিত্রে আগে কখনো দেখা মেলেনি তাঁর, একেনবাবু চরিত্রে অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়েছেন তিনি। টেকো মাথা আর ঘন কালো গোঁফের গোয়েন্দা চরিত্রটি দর্শকের হৃদয়ে গেঁথে গেছে। এমনকি জটায়ু চরিত্রেও প্রায় একই বেশে পাওয়া গেছে তাঁকে।
ফলে অবনীশ বেশে অনির্বাণকে চিনতে দর্শকদের একটু খাটনিই হয়েছে; কোথায় বুদ্ধিদীপ্ত একেনবাবু আর কোথায় বোকা কিসিমের অবনীশ—আকাশ আর পাতালের তফাত। বলা চলে, তিনি একাই সিরিজটি টেনে নিয়েছেন, অভিনয়ে আলাদা কোনো কৃত্রিমতা নেই। সাবলীল অভিনয়ে বাজিমাত করেছেন অনির্বাণ।
এতে কমেডি রয়েছে, মাঝেমধ্যে রহস্যও উঁকি দিয়েছে। অনির্বাণ চক্রবর্তী ছাড়াও পুলিশ চরিত্রে লোকনাথ দে, অবনীশের প্রেমিকা চরিত্রে রায়তি ভট্টাচার্যের অভিনয় আলাদাভাবে নজর কেড়েছে। শিল্পীদের অভিনয় সিরিজটিকে প্রাণ দিয়েছে।
সিরিজটি নির্মাণ করেছেন ‘একেনবাবু’ নির্মাতা জয়দীপ মুখার্জি; গোয়েন্দা গল্প নির্মাণে যিনি বরাবর সিদ্ধহস্ত। এবার কমেডিতে ছক্কা হাঁকাতে পারলেন না জয়দীপ। ‘ডুগডুগি’র গল্প মূলত থ্রিলার ধাঁচের, ফলে কমেডি ঠিকঠাক জমেনি। গল্পটা মাঝেমধ্যে এক জায়গায় গোত্তা খেয়েছে, আরেকটু গতি পেলে সিরিজের একটা গতি হতো।
সংলাপের শব্দচয়নেও খানিকটা খাপছাড়া ভাব ছিল, আরও পরিশীলিত হওয়ার সুযোগ ছিল। আর শেষটা ছিল একেবারে যুক্তিহীন, ভিত্তিহীন। গল্পের গিঁট খুলে যাওয়ার শঙ্কায় ঘটনা বলা যাচ্ছে না। তবে এই সময়ে এসে এমন ঘটনা হাস্যকার বটে। অন্তত তিন দশক আগে হলে হয়তো দর্শকদের এমন ঘটনা গেলানো যেত।
ছয় পর্বের সিরিজে আরও অভিনয় করেছেন বিশ্বনাথ বসু, শ্রেয়া ভট্টাচার্যসহ আরও অনেকে। স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে ‘ডুগডুগি’ মুক্তি পেয়েছে গত ২৮ জুলাই।