ওটিটিতে ‘নতুন দৃশ্যম’, চলতি সপ্তাহে আরও যা দেখবেন
প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।
অ্যানিমেল
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
গত ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সন্দীপ রেড্ডি ভাংগার সিনেমাটি। মুক্তির পর ব্যাপক ব্যবসা করলেও পরিচালকের দৃষ্টিভঙ্গির সমালোচনা করেছিলেন সমালোচকেরা। বেশির ভাগই মত দিয়েছিলেন, এ সিনেমায় পরিচালকের নারীবিদ্বেষ প্রকাশ পেয়েছে। আলোচিত-সমালোচিত সিনেমাটি এবার দেখা যাবে ওটিটিতে। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। এ ছাড়াও আছেন অনিল কাপুর, রাশমিকা মান্দানা, তৃপ্তি দিমরি ও ববি দেওল।
স্যাম বাহাদুর
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জি ফাইভ
দিনক্ষণ: চলমান
অ্যানিমেল-এর সঙ্গে একই দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল মেঘনা গুলজার পরিচালিত সিনেমাটি। ওটিটিতেও এসেছে একই সঙ্গে। ছবিটি নির্মিত হয়েছে ভারতের প্রথম ফিল্ড মার্শাল শ্যাম মানেকশর জীবন অবলম্বনে; যে চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। ছবিতে আরও আছেন সানিয়া মালহোত্রা ও ফাতিমা সানা শেখ।
এক্সপার্টস
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
লুলু ওয়াংয়ের এ ড্রামা সিরিজ তৈরি হয়েছে লেখিকা জেনিস ওয়াই কে লির উপন্যাস অবলম্বনে। গতকাল প্রচারিত হয়েছে ছয় পর্বের সিরিজটির প্রথম পর্ব। বাকি পর্বগুলো আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে মুক্তি পাবে। এতে অভিনয় করেছেন নিকোল কিডম্যান এবং জি-ইয়ং ইয়ো। অভিনয়ের পাশাপাশি সিরিজটি যৌথভাবে প্রযোজনাও করেছেন নিকোল।
নেরু
ধরন: সিনেমা
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: চলমান
দৃশ্যম–এর পরিচালক জিতু জোসেফের নতুন সিনেমাটি ২১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ব্যাপক ব্যবসায় সাফল্যের সঙ্গে সমালোচকদেরও প্রশংসা কুড়ায় সিনেমাটি। অনেক দর্শক সিনেমাটিকে ‘নতুন দৃশ্যম’ বলে অবিহিত করেছেন। ড্রামা–থ্রিলার সিনেমাটির গল্প সারা নামের এক দৃষ্টিপ্রতিবন্ধী নারীকে নিয়ে। সিনেমাটিতে অভিনয় করেছেন মোহনলাল ও প্রিয়ামনি।
মাস্টার্স অব দ্য এয়ার
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস
দিনক্ষণ: চলমান
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই ড্রামা ঘরানার মিনি সিরিজ বানিয়েছেন জন শিবান ও জন ওরলফ। সিরিজটিতে অভিনয় করেছেন অস্টিন বাটলার, ক্যালুম টার্নার ও অ্যান্থনি বয়েল। ৯ পর্বের সিরিজটির একটি করে পর্ব প্রতি সপ্তাহে মুক্তি পাবে। শেষ পর্ব মুক্তি পাবে আগামী ১৫ মার্চ।