কী থাকছে আজকের চরকি কার্নিভ্যালে

এ বছরের ১৩ জুলাই আনুষ্ঠানিক যাত্রার এক বছর পূর্ণ করেছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। এই আনন্দ ভাগাভাগি করতে আজ শনিবার সন্ধ্যায় ‘চরকি কার্নিভ্যাল’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করেছে চরকি পরিবার। ঢাকার মাদানি অ্যাভিনিউর ইউনাইটেড সিটিতে সন্ধ্যায় বসবে এই আয়োজনের প্রথম আসর। সেখানেই দেওয়া হবে পুরস্কার।

তমা মির্জা, ফারিণ ও মেহজাবীনকে দেখা যাবে চরকি কার্নিভ্যাল মঞ্চেকোলাজ

এই সময়ের আলোচিত অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গত কয়েক বছর বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে তিনি হয়েছেন প্রশংসিত। কলকাতার একটি ছবিতেও অভিনয় করেছেন তিনি। অভিনয় দিয়ে এ বছর মেরিল-প্রথম আলো পুরস্কারের সমালোচক বিভাগে অর্জন করেছেন সেরা অভিনেত্রীর সম্মাননা। ব্যস্ত এই অভিনেত্রী এত দিন মঞ্চে পারফর্ম করেননি। আজ শনিবার চমক নিয়ে আসছেন তিনি, চরকি অ্যাওয়ার্ড আয়োজনে প্রথমবারের মতো কোনো পরিবেশনায় অংশ নিচ্ছেন এই তরকা। শুধু ফারিণ নন, বিনোদন অঙ্গনের আরও একাধিক তারকা চোখধাঁধানো পরিবেশনা নিয়ে হাজির হবেন পুরস্কার প্রদান মঞ্চে। ‘চরকি কার্নিভ্যাল’ শীর্ষক এ অনুষ্ঠানে থাকছে নানা চমক। চরকি সূত্র তেমনটাই জানিয়েছে।

ইতিমধ্যে চরকি কার্নিভ্যাল নিয়ে বিনোদনজগতের তারকাদের মধ্যে বেশ আগ্রহ ও উদ্দীপনা দেখা গেছে। গত কয়েক দিন সামাজিক যোগাযোগমাধ্যমে চরকি কার্নিভ্যালের অভিনব আমন্ত্রণপত্র নিয়ে আলোচনা হয়েছে।

অভিনব আমন্ত্রণপত্র পেয়ে অনেকেই ধারণা করছেন, নিশ্চয় অনুষ্ঠানে পরিবেশনায় থাকবে বড় ধরনের চমক। তবে বিনোদন অঙ্গনের কোন তারকা কী ধরনের পরিবেশনায় অংশ নেবেন, সে সম্পর্কে আগেই থেকেই জানাতে চাচ্ছে না চরকি।

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি এটুকু আভাস দিয়েছে, প্রথমবারের মতো এই আয়োজন ঘিরে নানা চমক রাখার চেষ্টা আছে তাদের।

যেগুলোর মধ্যে আছে ওটিটিতে অভিনয় দিয়ে আলোচনায় আসা দুই তারকা নিয়ে প্রথমবার ‘ভূত পরিবেশনা’ নামের একটি আয়োজন। তবে এই পরিবেশনায় কোন দুজন তারকা অংশ নেবেন, সে ব্যাপারেও কিছুই বলেনি আয়োজক কর্তৃপক্ষ। চরকি জানিয়েছে, প্রথমবারের এই আয়োজনে তারা মোট চারটি পরিবেশনা রাখছে।

চলছে শেষ মুহূর্তের মহড়া
ছবি: চরকির সৌজন্যে

জমকালো এসব পরিবেশনায় আফরান নিশোর মতো অভিনয়শিল্পী যেমন আছেন, তেমনি আছেন তমা মির্জা, সোহেল মণ্ডল ও শিরিন শিলার মতো এ প্রজন্মের তারকারাও। বিশেষ ‘ট্রিবিউট’ পরিবেশনায় দেখা যাবে মেহজাবীনকে। আনুষ্ঠানিক যাত্রা শুরুর ১৫ মাস পার করছে চরকি। অল্প সময়ে চলচ্চিত্র, সিরিজ, গান দিয়ে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি অর্জন করেছে দর্শক গ্রহণযোগ্যতা। বিনোদন অঙ্গনসংশ্লিষ্ট ব্যক্তিদের আস্থার একটি নাম দেশীয় এই প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে অভিনয় করে অভিনয়শিল্পীরা এত দিন কুড়িয়েছেন প্রশংসা।

তরুণ মেধাবীদের অনেকেই এই প্ল্যাটফর্ম দিয়ে নিজেদের বিকশিত করেছেন। ব্যতিক্রমী কনটেন্ট তৈরি করে পরিচালক-প্রযোজকেরা পেয়েছেন বাহবা। চরকি প্রথমবার তাঁদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম আলোকে এসব জানান চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি। এ বছরের ১৩ জুলাই আনুষ্ঠানিক যাত্রার এক বছর পূর্ণ করেছে চরকি।

সেরা সিনেমা-সিরিজ, সেরা অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলীসহ মোট ১৭টি বিভাগে দেওয়া হবে এই পুরস্কার। পুরস্কার প্রদান পর্বের উপস্থাপনা করবেন সাবিলা নূর ও ইয়াশ রোহান, এর আগে এই দুজনকে একসঙ্গে কোনো উপস্থাপনায় দেখা যায়নি।
একটি পর্বের উপস্থাপনা করবেন সাবিলা নূর ও ইয়াশ রোহান
ছবি: চরকির সৌজন্যে

এই আনন্দ ভাগাভাগি করতে আজ ৮ অক্টোবর চরকি কার্নিভ্যালের আয়োজন করেছে চরকি পরিবার। ঢাকার ১০০ ফুটসংলগ্ন এলাকা মাদানি অ্যাভিনিউর ইউনাইটেড সিটিতে সন্ধ্যায় বসবে এই আয়োজনের প্রথম আসর। সেখানেই দেওয়া হবে পুরস্কার। সেরা সিনেমা-সিরিজ, সেরা অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলীসহ মোট ১৭টি বিভাগে দেওয়া হবে এই পুরস্কার। পুরস্কার প্রদান পর্বের উপস্থাপনা করবেন সাবিলা নূর ও ইয়াশ রোহান, এর আগে এই দুজনকে একসঙ্গে কোনো উপস্থাপনায় দেখা যায়নি। চরকি অ্যাওয়ার্ড আয়োজক সূত্রে জানা গেছে, আজকের অনুষ্ঠানের অন্যতম চমক চরকি অ্যাওয়ার্ড। চরকিতে প্রচারিত ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ও গানের সঙ্গে সংশ্লিষ্ট প্রযোজক, পরিচালক, অভিনয়শিল্পী, সংগীতশিল্পী, চিত্রগ্রাহকসহ কলাকুশলীদের কীভাবে সম্মানিত করা যায়, সেটি ভাবছিল কর্তৃপক্ষ। এরপর তারা সিদ্ধান্ত নেয়, যাঁরা নিজেদের বিভাগে সেরা কাজটি করেছেন, তাঁদের সম্মানিত করা হবে। অবশ্য এরই মধ্যে দেশের দুটি ডিজিটাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে চরকি।

চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১-এ ৮টি, দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২১-এ ১১টি এবং এর বাইরে মেরিল-প্রথম আলো পুরস্কারে ৪টি পুরস্কার জিতেছে চরকি। চরকির এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রথমবারের মতো ১৫ মাসে প্রচারিত নিজস্ব সব অরিজিনাল কনটেন্ট ও সংশ্লিষ্ট কলাকুশলীদের বিভিন্ন বিভাগে পুরস্কার দেওয়া হবে। চরকি জানিয়েছে, তাদের সঙ্গে এ পর্যন্ত যেসব পরিচালক, অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলী কাজ করেছেন, তাঁদের আরও বেশি উৎসাহ আর অনুপ্রেরণা দিতেই এই আয়োজন। এই উদ্দেশ্যে গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয় চরকি অ্যাওয়ার্ডের ভোটপ্রক্রিয়া। নয়টি বিভাগে দর্শক নিজ বিবেচনায় সেরা শিল্পী, পরিচালক ও কলাকুশলী ভোট দিয়েছেন।

ক্রিপ্ট নিয়ে ব্যস্ত নাজিফা তুষি ও আফরান নিশো
ছবি: চরকির সৌজন্যে

চরকির নিজস্ব ডেটাবেজ, সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকের মতামত, কনটেন্ট বিশ্লেষণ, জুরি সদস্যের নম্বর ও দর্শকের ভোট—এসব বিবেচনায় চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হবে। প্রতিটি বিভাগে সেরার লড়াইয়ে পাঁচজন করে লড়েছেন। আজ সন্ধ্যায় জানা যাবে, পাঁচজনের মধ্যে কে বা কারা শ্রেষ্ঠত্বের সম্মাননা পাচ্ছেন। চরকির বিভিন্ন কনটেন্টের মাধ্যমে নবাগত অনেকেও আলোচনায় আসেন। এই নবাগতদের তালিকায় অভিনয়শিল্পীরা যেমন আছেন, তেমনি আছেন পরিচালকেরাও। তাই তো চরকি নতুনদের পুরস্কৃত করতে ‘চরকি পাওয়ার হাউস অব টুমরো’ নামে একটি বিভাগে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন পর্যন্ত চরকিতে যে কনটেন্ট দর্শক সবচেয়ে বেশি সময় ধরে দেখেছেন, সেটিকে ‘মোস্ট ওয়াচড কনটেন্ট’ বিভাগে পুরস্কার দেওয়া হবে।

আমাদের এই আয়োজন নিয়ে এরই মধ্যে সবার যে আগ্রহ দেখছি, তা অভিভূত করেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, পুরো অনুষ্ঠানটি শিগগিরই চরকিতে মুক্তি দেব, যাতে সবাই আমাদের আয়োজনটি দেখার সুযোগ পান।
রেদওয়ান রনি

পুরো আয়োজন প্রসঙ্গে চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘চরকির দর্শকদের এত দিন ধরে যাঁরা ভালো ভালো কাজ উপহার দিয়ে মাতিয়ে রেখেছেন, তাঁদের প্রতি ভালোবাসা থেকেই এই অ্যাওয়ার্ডের আয়োজন। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে যাঁরা প্রথম থেকেই পাশে ছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা।’

রেদওয়ান রনি, প্রধান পরিচালন কর্মকর্তা, চরকি
ছবি: সাইফুল ইসলাম

কথায়–কথায় রনি এ–ও বলেন, ‘একটা বিশাল আনন্দযজ্ঞ। বিনোদন অঙ্গনের সবাই চরকির এই আনন্দযজ্ঞের সঙ্গে একাত্ম বোধ করেছেন। এরই মধ্যে আমাদের আমন্ত্রণপত্রটি সবার মধ্যে সাড়া ফেলেছে। আমরা সবাইকে নিয়ে একটা সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি।’ যাঁরা সশরীর অনুষ্ঠান দেখার সুযোগ পাচ্ছেন না, তাঁদের জন্য কী বলবেন? এমন প্রশ্নে রেদওয়ান রনি বলেন, ‘আমাদের এই আয়োজন নিয়ে এরই মধ্যে সবার যে আগ্রহ দেখছি, তা অভিভূত করেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, পুরো অনুষ্ঠানটি শিগগিরই চরকিতে মুক্তি দেব, যাতে সবাই আমাদের আয়োজনটি দেখার সুযোগ পান।’

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন