কী আছে এই সিনেমায়

‘নন নেগোশিয়েবল’–এর দৃশ্য। ছবি: আইএমডিবি

চলতি সপ্তাহে নেটফ্লিক্সের অ-ইংরেজিভাষী সিনেমার তালিকার শীর্ষে রয়েছে অ্যাকশন, কমেডি ঘরানার সিনেমা ‘নন নেগোশিয়েবল’। কিন্তু কী আছে এই মেক্সিকান সিনেমায় যে এতটা জনপ্রিয়তা পেল?

হুয়ান তারাতুতোর সিনেমাটির গল্প অ্যালান বিন্ডারকে নিয়ে। অপহরণকারীদের সঙ্গে আলোচনা করাই তাঁর পেশা। তবে তিনি বড় চ্যালেঞ্জের মুখে পড়েন যখন স্বয়ং প্রেসিডেন্টের প্রেমিকা অপহরণের শিকার হন। অপহরণকারীরা শর্ত দেয়, তারা কেবল অ্যালান বিন্ডারের সঙ্গেই আলোচনা করবে। এরপর কী হয়, তা নিয়েই এগিয়েছে সিনেমাটির গল্প।

গত ২৬ জুলাই নেটফ্লিক্সে মুক্তির পর দর্শকের আলোচনায় রয়েছে সিনেমাটি। মাত্র কয়েক দিনেই ১ ঘণ্টা ২৭ মিনিটের সিনেমাটির ১ কোটি ঘণ্টার বেশি ভিউ হয়েছে।
হুয়ান তারাতুতো মূলত ড্রামা, কমেডিধর্মী সিনেমা নির্মাণে দক্ষ।

‘নন নেগোশিয়েবল’–এর পোস্টার। আইএমডিবি

এবার তিনি মুনশিয়ানার পরিচয় দিলেন থ্রিলার ঘরানার সিনেমা নির্মাণেও। ছবিটি দেখার পর বেশির ভাগ দর্শক বলছেন, টান টান গল্প, সঙ্গে রোমাঞ্চের মিশেলের কারণেই ‘নন নেগোশিয়েবল’ তাঁদের ভালো লেগেছে। এ ছাড়া ছবির কমেডিও মন ছুঁয়ে গেছে দর্শকের।

সিনেমাটির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন মাউরিসিও ওচম্যান, লিওনার্দো অরতিগ্রিস ও তাতো আলেক্সান্দার।

আরও পড়ুন

মাউরিসিও ওচম্যান ও তাতো আলেক্সান্দারের রসায়নও। ছবিতে দর্শকের পছন্দ হয়েছে লিওনার্দো অরতিগ্রিস অভিনীত অ্যালান বিন্ডারের চরিত্র। তাঁর চরিত্রটি মূলত ধূসর। না নায়ক, না খলনায়ক ধরনের চরিত্রে বাজিমাত করেছেন তিনি।

সিনেমাটি মুক্তির আগে ডেডলাইনের সঙ্গে এক সাক্ষাৎকারে নির্মাতা জানান, তিনি চারপাশে ঘটে যাওয়া গল্পগুলো মজা করে পর্দায় তুলে ধরতে পছন্দ করেন। এ সিনেমাও এর ব্যতিক্রম নয়।