সিডনি চলচ্চিত্র উৎসবে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ছবির দৃশ্য। চরকি

অস্ট্রেলিয়ার বিখ্যাত সিডনি চলচ্চিত্র উৎসবে এবার আসছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। আমন্ত্রণ পেয়ে সিডনি আসার কথা জানিয়েছেন দেশের এই আলোচিত নির্মাতা।

আরও পড়ুন

তাঁর স্ত্রী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও তাঁর সফরসঙ্গী হবেন। এবারের সিডনি উৎসবে তাঁদের অটোবায়োগ্রাফি প্রদর্শিত হবে। আগামী ৫ থেকে ১৬ জুন চলবে এই উৎসবে। উৎসব চলাকালীন ১০ ও ১৫ জুন এই দুই দিন প্রদর্শিত হবে চলচ্চিত্রটি।

উৎসবে অংশগ্রহণ নিয়ে ফারুকীর সঙ্গে মুঠোফোনে কথা হয় এই প্রতিবেদকের। ফারুকী বলেন, ‘হ্যাঁ আমি ও তিশা দুজনেই আসার পরিকল্পনা করছি।

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ছবির দৃশ্য

উৎসবের সময় থাকব সিডনিতে। যদিও শরীরের ওপর অনেক কিছু নির্ভর করছে, তবে আমাদের আসার পরিকল্পনা আছে।’

এর আগে সিডনি চলচ্চিত্র উৎসব ২০১৯-এ শনিবার বিকেল নিয়ে অংশগ্রহণ করেছিলেন এই জুটি। আর বরাবরের মতোই সিডনির দর্শকদের ভূয়সী প্রশংসা পায় এ সিনেমাটি। এবার তাঁরা থাকছেন নিজেদের জীবনের গল্প ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ নিয়ে।

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের চরকি অরিজিনাল ফিল্ম তাঁদের এই চলচ্চিত্র। এতে অভিনয়ও করেছেন ফারুকী ও তিশা জুটি এবং পরিচালনাও করেছেন ফারুকী। তাঁরা আগে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সিনেমাটি তাঁদের প্রথম কন্যাসন্তান ইলহামের প্রতি এটি মা–বাবার খোলা চিঠি।