যেখানে প্রথম কথা, সেখানেই বিয়ে
‘নায়কের হাইট কত?’
তাঁর বিপরীতে নতুন নায়ক অভিনয় করবেন শুনে পরিচালকের উদ্দেশে প্রশ্নটি ছুড়ে দিয়েছিলেন নিদ্রা নেহা। নেহার উচ্চতা একটু বেশি। তাই পর্দার প্রথম নায়কের উচ্চতা নিয়ে এই বাড়তি কৌতূহল। অবশ্য নেহারও সেটা প্রথম কাজ। কে জানত বছর না ঘুরতেই পর্দার প্রথম নায়ক বাস্তব জীবনেরও নায়ক হয়ে উঠবেন! গত ৮ জুন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় গৌতম কৈরীর ওয়েব ফিল্ম ‘আন্তঃনগর’। এতে অভিষেক হয় নিদ্রা দে নেহা ও প্রান্তর দস্তিদারের। গত বুধবার ঢাকায় বিয়ে করেছেন এই দুই নতুন অভিনয়শিল্পী।
কীভাবে কী হলো জানতে গতকাল বিকেলে ফোন দিলে নেহা জানান, তাঁদের মিলিয়ে দিয়েছে শুটিংয়ের দুই কিস্তির মাঝের তিন মাসের বিরতি।
তারপর ঘটনাটা আরেকটু খোলাসা করলেন নেহা, ‘পর্দায় যেহেতু আমরা একে অন্যের বিপরীতে কাজ করছি, তাই নিজেদের মধ্যে বোঝাপড়া, রসায়ন তৈরি করা গুরুত্বপূর্ণ ছিল। তিন মাসের বিরতিতে আমরা নিজেদের চরিত্র নিয়ে কথা বলেছি, অনুশীলন করেছি, কফি শপে বসেছি—এভাবেই একে অন্যের প্রতি ভালো লাগা তৈরি হয়।’
তবে সুনির্দিষ্টভাবে বললে সিনেমার একটি দৃশ্যে প্রান্তরকে দেখে সত্যি সত্যি প্রেমে পড়ে যান নেহা, ‘“আন্তঃনগর”-এ একটা দৃশ্য আছে, প্রান্তর লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও করে। ওই দৃশ্যধারণের সময় ও আমার দিকে তাকায়, তখনই ভালো লাগা তৈরি হয়। যাকে বলে প্রথম দেখায় প্রেম।’
প্রান্তর দস্তিদার আগে ছিলেন ক্যামেরার পেছনের মানুষ, একটি সংস্থায় জুনিয়র প্রডিউসার হিসেবে কাজ করতেন। সেই সংস্থায়ও একবার অডিশন দিতে গিয়েছিলেন নেহা। তখন দেখা হলেও আলাপ, পরিচয় হয়নি। তাই পরিচালক যখন জানালেন, তাঁর নায়িকা নেহা; তখন প্রান্তর আনমনে বলে ফেলেন, ‘তাঁকে তো দেখেছি।’
শুটিংয়ের আগে দেখা করে বোঝাপড়া তৈরি করে নিতে বলেছিলেন পরিচালক। কিন্তু প্রান্তর রাজি হননি। কারণ ব্যাখ্যা করে গতকাল বিকেলে মুঠোফোনে প্রান্তর প্রথম আলোকে বলেন, ‘পর্দায় আমার অভিনীত চরিত্রটি নেহাকে প্রথম দেখায় প্রেমে পড়ে। আমি তাই চেয়েছি আগে পরিচয় না হোক, একেবারে শুটিংয়ে দেখা হলে চমকটা তৈরি হবে।’ নেহার মতো প্রান্তরও জানালেন, কাজের প্রয়োজনে কথা বলা, অনুশীলন তাঁদের সম্পর্কে সেতুবন্ধ হিসেবে কাজ করেছে। একপর্যায়ে একে অন্যের প্রতি নির্ভরতা তৈরি হয়। দুজনই সিদ্ধান্ত নেন সম্পর্ককে আরও এগিয়ে নিতে।
গত বছরের পূজায় দুই পরিবার তাঁদের সম্পর্কের কথা জানে, দুই পক্ষই সহজভাবে নেয়। ফল, গত বুধবারের বিয়ে। নেহা জানালেন, এদিন রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। হিন্দু রীতিতে বিয়ের আরও আনুষ্ঠানিকতা বাকি আছে, সেগুলো শিগগিরই হবে। এদিনের অনুষ্ঠানটি হয়েছে রাজধানীর রমনা কালীমন্দিরে। সেই কালীমন্দির, যেখানে গত বছরের আগস্টে ‘আন্তঃনগর’-এর শুটিংয়ে দুজনের প্রথম কথা হয়েছিল!