ওটিটি: কী দেখবেন, কোথায় দেখবেন
প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।
‘অফ দ্য মার্ক’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: আইস্ক্রিন
দিনক্ষণ: চলমান
ছোট শহরের একজন কিশোরের ক্রিকেটার হওয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে ৭২ মিনিটের ওয়েব ফিল্মটি। টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে আফসানা মিমির সিনেমাটি।
মিমির নতুন সিনেমার বেশির ভাগ শুটিং হয়েছে বাগেরহাটে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরহাম। আরও আছেন মোস্তাফিজুর নুর ইমরান, শারমিন আক্তার শর্মী প্রমুখ।
‘পঞ্চায়েত ৩’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
শহরের আরাম-আয়েশ ছেড়ে একরাশ বিরক্ত নিয়ে ফুলেরা গ্রামে সচিব হয়ে এসেছিলেন অভিষেক ত্রিপাঠী। ঘন ঘন লোডশেডিং, হ্যান্ডপাম্প, বরযাত্রী, লাউ আর গ্রামের প্রধানজি—সবকিছুকেই শুরুতে অপছন্দ করা ছেলেটা সময়ের সঙ্গে সঙ্গে হয়ে ওঠেন ফুলেরার ঘরের ছেলে। এরপর কী হয়, তা-ই নিয়ে এগিয়েছে বহুল প্রতীক্ষিত এ সিরিজের তৃতীয় কিস্তি।
গত ২৮ মে মুক্তির পর থেকে দর্শক-সমালোচকের প্রশংসায় ভাসছে সিরিজটি। এতে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার রঘুবীর যাদব, নীনা গুপ্তা প্রমুখ। সিরিজটি পরিচালনা করেছেন দীপক কুমার মিশ্র।
রেইজিং ভয়েসেজ
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
এক টিনএজার স্কুলে যৌন হয়রানির নিয়ে অভিযোগ করে। শুরু হয় তদন্ত। বেরিয়ে আসে অনেক সত্য, মুখোমুখি হতে হয় সম্পর্কের নানা জটিলতার। গত ৩১ মে মুক্তি পাওয়া এই স্প্যানিশ সিরিজটির বানিয়েছেন এডওয়ার্ড কোর্টিজ, ডেভিড ইউল্লোয়া, মার্তা ফন্ট। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নিকোল ওয়ালেস, ক্লারা গল।
কামডেন
ধরন: তথ্যচিত্র
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: চলমান
লন্ডনের কামডেন এলাকাটি অনেক সংগীতশিল্পীর জীবনের গল্প বদলে দিয়েছে। সেটা নিয়ে তৈরি হয়েছে এই তথ্যচিত্র। জানা-অজানা তথ্যের সঙ্গে তথ্যচিত্রটিতে রয়েছে অনেক দুর্লভ ছবি, ভিডিও ও সাক্ষাৎকার।