ওটিটি: কী দেখবেন, কোথায় দেখবেন
প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।
‘ফরগেট মি নট’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
রবিউল আলম রবির ওয়েব ফিল্মটি গতকাল মুক্তি পেয়েছে। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের এটি চতুর্থ সিনেমা। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও ইয়াশ রোহান।
সম্পর্কের নানা দিক নিয়ে তৈরি হয়েছে ফরগেট মি নট। চরকিতে এর আগে মুক্তি পাওয়া রবিউল আলম রবির ঊনলৌকিক ও ক্যাফে ডিজায়ার প্রশংসিত হয়েছিল। নতুন ওয়েব ফিল্মটিতে আরও আছেন বিজরী বরকতউল্লাহ, ইরফান সাজ্জাদসহ অনেকে।
‘একটি খোলা জানালা’
ধরন: স্বল্পদৈর্ঘ্য সিনেমা
স্ট্রিমিং: বিঞ্জ
দিনক্ষণ: চলমান
কেশবপুর এলাকায় একের পর এক নার্স খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেছে বেছে কেন নার্সকেই খুন করা হচ্ছে, কারা করছে এসব খুন?
এমন গল্প নিয়েই ভিকি জাহেদের ‘একটি খোলা জানালা’। গত বুধবার রাতে মুক্তি পাওয়া স্বল্পদৈর্ঘ্য সিনেমাটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও সালহা নাদিয়া।
‘কল মি বে’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: ৬ সেপ্টেম্বর
এই প্রথম ওয়েব সিরিজে কাজ করলেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। কলিন ডি’চুনহার ৮ পর্বের কমেডি সিরিজটির অন্যতম প্রযোজক করণ জোহর।
বেলা ওরফে ‘বে’ চৌধুরীকে নিয়ে সিরিজের গল্প, পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে যে দিল্লি থেকে হাজির হয় মুম্বাইয়ে। এরপর তার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে এগিয়েছে সিরিজটি।
‘স্লো হর্সেস ৪’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস
দিনক্ষণ: চলমান
অ্যাপল টিভি প্লাসের স্পাই থ্রিলার সিরিজটির প্রথম মৌসুম মুক্তির পর থেকেই দর্শক-সমালোচকদের প্রশংসা পেয়েছে।
বুধবার মুক্তি পেয়েছে সিরিজের চতুর্থ মৌসুমের প্রথম পর্ব। বাকি ৫ পর্ব আগামী ৯ অক্টোবর পর্যন্ত ধারাবাহিকভাবে মুক্তি পাবে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গ্যারি ওল্ডম্যান, জ্যাক লোডেন, জোনাথন প্রাইস।
‘টেল মি লাইজ ২’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: হুলু
দিনক্ষণ: চলমান
২০১৮ সালে প্রকাশিত করোলা লাভরিংয়ের উপন্যাস অবলম্বনে সিরিজ। গল্প এগিয়েছে এক তরুণীর সম্পর্কের জটিলতা নিয়ে। ২০২২ সালে প্রথম মৌসুম মুক্তির পর এসেছে দ্বিতীয় সিজন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গ্রেস ভ্যান প্যাটেন, জ্যাকসন হোয়াইট, ক্যাথেরিন মিস্যাল।
‘অ্যাপোলো ১৩: সারভাইভাল’
ধরন: তথ্যচিত্র
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
নাসা পরিচালিত তৃতীয় মনুষ্যবাহী মহাকাশ অভিযান ‘অ্যাপোলো ১৩’ নিয়ে তথ্যচিত্র। ১৯৭০ সালের ১১ এপ্রিল এই নভোযানকে পৃথিবী থেকে উৎক্ষেপণ করা হয়।
যাত্রা শুরুর দুই দিন পর, অর্থাৎ ১৩ এপ্রিল অ্যাপোলোর অক্সিজেন ট্যাংকে একটি ফুটো হয়ে বিস্ফোরণ ঘটে। আলোচিত সেই ঘটনা নিয়ে নির্মিত তথ্যচিত্রটিতে উঠে এসেছে তিন নভোচারীর রুদ্ধশ্বাস অভিযানের গল্প।