এক চোখে পরী, অন্য চোখে সজল

ওয়েব ফিল্ম পাফ ড্যাডির পোস্টার। বঙ্গ বিডির সৌজন্যে

লালচে সাদা লম্বা চুল। বয়সের ভারে মুখটা অনেকটা বিবর্ণ। চোখে কালো চশমা। চশমার এক গ্লাসে পরীমনি, অন্যটায় সজল। আর চশমাটা পরে আছেন অভিনেতা আবুল কালাম আজাদ। এমন গেটআপে তাঁর একটি পোস্টার প্রকাশ করেছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ।
এটি ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’র পোস্টার। ওটিটি প্ল্যাটফর্মের ফেসবুক পেজে পোস্টারটি প্রকাশ করে লেখা হয়েছে, আধ্যাত্মিক শক্তি, নাকি অন্ধ ভক্তি? কোনটা সত্যি? নাকি পুরোটাই ফাঁকি? ওয়েব ফিল্মটি শিগগিরই বঙ্গ বিডিতে মুক্তি পাবে।
২০২০ সালের দিকে শুরু হয়েছিল ‘পাফ ড্যাডি’র শুটিং।

নির্মাতা বদলে সহীদ উন নবী ওয়েব ফিল্মটির শুটিং শেষ করছেন। বর্তমানে পোস্ট প্রোডাকশনের শুটিং চলছে। আরও অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ প্রমুখ। এর আগে ‘পাফ ড্যাডি’র শুটিং চলাকালে সজল জানিয়েছিলেন, গল্পটি থ্রিলারধর্মী ও সাসপেন্সে ভরপুর। খুব মানসম্মত প্রোডাকশন। আয়োজনও অনেক ভালো।

‘পাফ ড্যাডি’র শুটিংয়ে পরীমনি ও সজল। ছবি: ফেসবুক

নির্মাতা সহীদ উন নবী বলেন, আধ্যাত্মিক এবং রিয়েলিটি—দুটির সমন্বয়ে তৈরি হয়েছে এর গল্প। আগেই গল্পের ধারণা নিয়ে সারপ্রাইজ নষ্ট করতে চাই না। মূল গল্পটা ‘পাফ ড্যাডি’ বা এই বাবাকে ঘিরে। এর সঙ্গে যারা আছে, তাদের ঘিরে গল্পের বাঁকবদল হয়। ২৫ আগস্ট ‘পাফ ড্যাডি’ মুক্তি পাবে।

জানা গেছে, ২০১৯ সালের ২৩ মে বিশাল সেট নিয়ে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল শুরু করেছিলেন ওয়েব সিরিজ ‘প্যাফ ড্যাডি’র শুটিং। সে সময় টানা শুটিং করে বেশ খানিকটা কাজ শেষ করেন নির্মাতা। মোট ১০ পর্বের মধ্যে সিরিজটির ৯ পর্ব সম্পাদনা করে জমা দিয়েছিলেন নির্মাতা। ওই সময় নির্মাতা ভিন্নধর্মী সিরিজটি প্রসঙ্গে বলেছিলেন, ‘এই প্রথম সুররিয়ালিস্টিক ধারা থেকে বের হয়ে থ্রিলার গল্প নিয়ে কাজ করছি।

দর্শক ধরে রাখতে ওয়েব সিরিজটিতে রহস্য এবং গতি উভয়েরই সমান্তরালভাবে এগোবে।’ একসময় দীর্ঘদিন শিডিউল জটিলতায় কাজটি বন্ধ ছিল। অনেকবার শুটিং শুরুর কথা থাকলেও শিডিউল বারবার পরিবর্তন হয়। পরে শুটিং শুরু হলে হঠাৎ বদলে যায় নির্মাতা। মাসুদ হাসান উজ্জ্বলের পরিবর্তে ‘পাফ ড্যাডি’র সিরিজের সঙ্গে যুক্ত হন আরেক নির্মাতা শহিদ উন নবী। এই নির্মাতা সম্প্রতি ‘পাফ ড্যাডি’র শুটিং শেষ করেন।