এক পরিবারের ৯ জন আত্মহত্যা, মুক্তি পেল সেই সিরিজ

‘চক্র’–এর দৃশ্য। নির্মাতার সৌজন্যে

১৭ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করেন। দেশজুড়ে আলোড়ন তোলা সেই ঘটনা থেকে প্রেরণা নিয়ে সিরিজটি তৈরি করেছেন ভিকি জাহেদ। গতকাল বিকেলে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে সেই সিরিজ ‘চক্র’।

দর্শক এই ধারাবাহিক কেন দেখবেন? এমন প্রশ্নে ভিকি প্রথম আলোকে বলেন, ‘এটা আমার প্রথম এবং সম্ভবত শেষ ধারাবাহিক। এ ছাড়া এটা এমন এক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত, যেটা খুবই অদ্ভুত; যা নিয়ে মানুষের স্বাভাবিক কৌতূহল থাকবে।

‘চক্র’–এর দৃশ্য। নির্মাতার সৌজন্যে

নিজেদের মতো করে গবেষণা করে সেটা আমরা পর্দায় তুলে এনেছি। এ ছাড়া আমার মিস্ট্রি ঘরানার কনটেন্টের কিছু দর্শক আছেন, তাঁদের জন্য এটা মাস্ট ওয়াচ (অবশ্য দ্রষ্টব্য)।’

এই সিরিজ নির্মাণে নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে যেতে হয়েছে নির্মাতাকে। ‘গল্পটার বীজ বপিত হয়েছিল বছর তিনেক আগে। আর শুটিংও শুরু হয়েছিল প্রায় আড়াই বছর আগে। এ পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু এর থেকেই পদে পদে বাধা আসতে থাকে।

আরও পড়ুন

বাধাগুলোও কেমন যেন—রহস্যময়, ব্যাখ্যাতীত! কিছুদিন পরপরই শুটিং স্থগিত হয়ে যায়। নানা কারণে টানা শুটিং করা সম্ভব হয় না। পাশাপাশি ছিল প্রিয়জনের মৃত্যু! দীর্ঘ পথপরিক্রমায় প্রোডাকশনের সঙ্গে জড়িত বেশ কিছু মানুষ পৃথিবী ছেড়ে চিরতরে চলে যান।’ বলে ভিকি জাহেদ।

ভিকি জানান, শুটিং শুরু করার পর সড়ক দুর্ঘটনায় মারা যান চিত্রগ্রাহক জাহিদ হোসেন। লাইন প্রডিউসার মাসুদুল মাহমুদ রোহানও চলে যান। পরে মারা যান আরও দুজন! অনেক বাধা পেরিয়ে আজ বেলা তিনটায় আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে ওয়েব ধারাবাহিক ‘চক্র’। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ। ২০ পর্বের ধারাবাহিকটির প্রথম ৫ পর্ব বিনা মূল্যেই দেখা যাচ্ছে।