সেরের উপর সোয়া সের

সিরিজের পোস্টারছবি: সংগৃহীত

‘চারিদিকে হেরফের, সেরের উপর সোয়া সের’—অরিজিনাল সিরিজ ‘ওভারট্রাম্প’-এর পোস্টার ফেসবুক পেজে প্রকাশ করে লিখেছে চরকি। সিরিজটি নির্মাণ করেছেন পরিচালক বাশার জর্জিস। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরীসহ একঝাঁক তারকা শিল্পী।
সিরিজটি নিয়ে পরিচালক বলেন, ‘সিরিজের গল্পটা কোভিডের সময়ে লেখা। এই সময়ে সবাই থ্রিলার, রোমান্স করছে, কিন্তু কেউ ডার্ক কমেডি করছে না। যা কমেডি হয়েছে, সেটা ভিন্নমাত্রার, যেটা টিভিতে দেখা যায়। তবে ওটিটির জন্য তো একটু ভিন্ন ধরনের ডার্ক হওয়া উচিত। ওই জায়গা থেকে “ওভারট্রাম্প”-এর কাজের প্রতি আগ্রহ হয়।’

এফ এস নাঈম

এক সংবাদ বিজ্ঞপ্তিতে চরকি জানিয়েছে, এই সিরিজের প্রত্যেক চরিত্রের ভিন্ন ভিন্ন একটা গল্প আছে, রং আছে, ধরন আছে। চঞ্চল চৌধুরীকে ‘পেট কাটা ষ’-এর মিষ্টি দোকানি কিংবা ‘দুই দিনের দুনিয়া’র ট্রাক ডাইভার চরিত্রে চরকির পর্দায় পাওয়া গেছে। এবার একদম ভিন্ন লুকে ও ভিন্ন পটে হাজির হবেন তিনি।

এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী
ছবি: সংগৃহীত

চঞ্চল বলেন, ‘আমাদের সমাজে এ ধরনের ঘটনা, বিশেষ করে আমাদের নগরজীবনে ঘটছে অহরহ। এ গল্পে যেমন অন্ধকার দিকের কথা আছে, তেমন কিছু শিক্ষণীয় দিকও আছে। এ সিরিজে আমার চরিত্রে এক চমক থাকবে, আপাতত এইটুকুই বলতে চাই।’
পরিচালক ও সহশিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানতে চাইলে চঞ্চল বলেন, ‘আমি পুরোনো মানুষ। এই ইন্ডাস্ট্রিতে ২০-২৫ বছর কাজ করছি। পরিচালক বাশার আমার প্রায় ২০ বছরের পুরোনো বন্ধু। তবে তার পরিচালনায় এই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালাম। সেই সাথে যাদের সঙ্গে এই সিরিজে অভিনয় করেছি, তাদের সঙ্গেও বেশ সুসম্পর্ক আগে থেকেই। সব মিলিয়ে কাজটাও বেশ ভালো হয়েছে।’

৬ পর্বের এই সিরিজের মধ্য দিয়ে চরকিতে প্রথমবারের মতো উপস্থিত হবেন এফ এস নাঈম, আশনা হাবিব ভাবনা ও সামিরা খান মাহি।

সামিরা খান মাহি

ভাবনা বলেন, ‘সিরিজে আমার চরিত্রের নাম রমা। রমার সঙ্গে ভাবনার কোনো মিল নেই। আগের কাজ থেকে এই চরিত্র সম্পন্ন ভিন্ন। আমি নিজেও প্রতিটি কাজে নিজের সর্বোচ্চটা দিতে চাই। আমি খুব চিন্তায় ছিলাম যে রমা চরিত্রটা কীভাবে ডিজাইন করব। আমি চেষ্টা করেছি, বাকিটা দর্শকদের ওপর।’

এফ এস নাইম বলেন, ‘জর্জিস ভাই ও পুরো টিমের সবাই দারুণ ছিল। আমি ওই চরিত্রে এক মাস থেকেছি। আশা করি, আমার চরিত্র সবাই পছন্দ করবেন।’
এই সিরিজের বেশ কিছু মুখ্য চরিত্রে দেখা যাবে মোস্তফা মন্ওয়ার, শরীফ সিরাজ, মীর নওফেল আশরাফী জিসানসহ অনেককেই।

চরকিতে প্রথমবারের মতো কাজ করলেন ভাবনা
ছবি: সংগৃহীত

সিরিজটি এ বছর মুক্তি পাবে। চলতি বছরের শুরুতে চরকির সিরিজ ‘গুটি’ ও সিনেমা ‘উনিশ২০’ আলোচিত হয়েছে। এ বছর আসবে আফরান নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’, ‘সিন্ডিকেট’-এর স্পিন অফ সিরিজ ‘মাই অ্যালেনশেলফ স্বপন’ ও গৌতম কৈরি নির্মিত সিনেমা ‘আন্তঃনগর’।

আরও পড়ুন
আরও পড়ুন