কী দেখবেন, কোথায় দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যোগ হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে আসতে যাওয়া নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এ নিয়মিত আয়োজন।

‘নিঃশ্বাস’-এর পোস্টার
ছবি : চরকির সৌজন্যে

নিঃশ্বাস
ধরন: ওয়েব ফিল্ম
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: ১৫ সেপ্টেম্বর
গতকাল মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম ‘নিঃশ্বাস’। তারকাবহুল এই ছবিতে অভিনয় করেছেন দিলারা জামান, ফারজানা ছবি, ইমতিয়াজ বর্ষণ, তাসনিয়া ফারিণ, সাফা কবির, সৈয়দ জামান শাওন, রাশেদ অপু, সোলাইমান খোকা, নীল হুরেজাহানসহ অনেকেই। ছবিতে খোলনলচে বদলে হাজির হয়েছেন ফারিণ, বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্যে দেখা গেছে তাঁকে।

২০১৫ সালে মুক্তি পাওয়া ‘বেলা শেষ’-এর প্রিকুয়েল ‘বেলা শুরু’
ছবি : সংগৃহীত

বেলা শুরু
ধরন: সিনেমা
স্ট্রিমিং: হইচই
দিনক্ষণ: ১৮ সেপ্টেম্বর
২০১৫ সালে মুক্তি পাওয়া ‘বেলা শেষ’-এর প্রিকুয়েল। চলতি বছরের মে মাসে প্রেক্ষাগৃহে মুক্তির পর ব্যবসাসফল হয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিটি। আগামী রোববার ছবিটি মুক্তি পাচ্ছে ওটিটিতে। ফ্যামিলি-ড্রামা ঘরানার ছবিটিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, বিশ্বনাথ সরকার, স্বাতীলেখা সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য প্রমুখ। কবীর সুমনের গাওয়া ছবির টাইটেল ট্র্যাকটি প্রশংসিত হয়।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে এই থ্রিলার সিরিজ
ছবি : সংগৃহীত

শিক্ষা মণ্ডল
ধরন: সিরিজ
স্ট্রিমিং: এমএক্স প্লেয়ার
দিনক্ষণ: ১৫ সেপ্টেম্বর
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই থ্রিলার সিরিজে উন্মোচন করা হয়েছে ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার দুর্নীতিকে। গল্প কোচিংয়ের এক শিক্ষককে নিয়ে। যে বোনকে ‘শিক্ষা মাফিয়া’দের হাত থেকে বাঁচাতে মাঠে নামে, সঙ্গী হয় এক পুলিশ কর্মকর্তা। সৈয়দ আহমেদ আফজাল পরিচালিত সিরিজের প্রধান তিন চরিত্রে দেখা যাবে পবন মালহোত্রা, গুলশান দেবাইয়া ও গওহর খানকে।

তেলেগু মিস্ট্রি–অ্যাকশনধর্মী ছবি ‘রামারাও অন ডিউটি’
ছবি : সংগৃহীত

রামারাও অন ডিউটি
ধরন: সিনেমা
স্ট্রিমিং: সনি লিভ
দিনক্ষণ: ১৫ সেপ্টেম্বর
তেলেগু মিস্ট্রি–অ্যাকশনধর্মী ছবিটি গত ২৯ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায়। গতকাল ছবিটি মুক্তি পেয়েছে ওটিটিতে। সরথ মান্দভা পরিচালিত সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন রবি তেজা। এ ছাড়া আছেন দিব্যাংশা কৌশিক, রাজিশা বিজয়ন। ছবির গল্প ডেপুটি কালেক্টর রামারাওকে নিয়ে। নতুন শহরে বদলি হওয়ার পর যে সেখানকার অমীমাংসিত খুনের রহস্য সমাধানে নামে।

আলী আব্বাস জাফর ছবিটির পরিচালক
ছবি : সংগৃহীত

যোগী
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ১৬ সেপ্টেম্বর
‘গুন্ডে’, ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’খ্যাত আলী আব্বাস জাফর ছবিটির পরিচালক, ‘যোগী’ দেখার জন্য এ তথ্যই অনেকের জন্য যথেষ্ট হতে পারে। ১৯৮৪ সালের প্রেক্ষাপটে নির্মিত ছবিটি তিন বন্ধুর গল্প, যারা দাঙ্গা থেকে নিজের শহরের মানুষকে বাঁচাতে জীবন বাজি রাখে। ছবিটিতে অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ, আমায়রা দস্তুর।

‘দহন’–এর পোস্টার
ছবি : সংগৃহীত

দহন
ধরন: সিরিজ
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: ১৬ সেপ্টেম্বর
অতিপ্রাকৃত এই থ্রিলার সিরিজের গল্প শিলাসপুরা নামের এক অভিশপ্ত গ্রামকে ঘিরে। খনি খনন কোম্পানি ও গ্রামবাসীর বিবাদের কারণ জানতে গ্রামে হাজির হয় এক আইএএস কর্মকর্তা। বেরিয়ে আসে গোপন সত্য। সিরিজটিতে অভিনয় করেছেন তিসকা চোপড়া, রাশেজ তাইলাং, সৌরভ শুক্লা। সিরিজের পরিচালক বিক্রান্ত পাওয়ার।

আরও পড়ুন