‘তারপরও কান্নাই থামাতে পারছিলাম না’

অভিনেত্রী সারিকাফেসবুক থেকে

গতকাল ঢাকার একটি সিনেমা হলে ‘মায়া’ ওয়েব ফিল্মের বিশেষ প্রদর্শনী হয়। সেই প্রদর্শনী শেষে অভিনয়শিল্পীরা একের পর এক অভিনয়ের প্রশংসায় ভাসছিলেন। এভাবে তাঁদের আগে পর্দায় দেখা যায়নি। জীবনঘনিষ্ঠ ‘মায়া’ ওয়েব ফিল্ম নিয়ে অভিনয়শিল্পীরা প্রশংসায় ভাসলেও এর পেছনের গল্প যেন তাঁদের তখনো আবেগাপ্লুত করে তুলছিল।

মায়া নামে এক নারীর গল্প উঠে এসেছে এই ওয়েব ফিল্মে। যে মায়া পরিবারের অমতে বিয়ে করেন। পরে তিনি জানতে পারেন তাঁর স্বামী মাদকাসক্ত। এটা নিয়ে দম্পতির মধ্যে নানা চেনা–অচেনা ঘটনা ঘটে। যা গল্পকে এগিয়ে নিয়ে যায়। সময়ের গল্পই যেন দর্শকদের মনে করিয়ে দেন পরিচালক রায়হান রাফী। সম্পর্কের টানাপোড়েন নিয়ে তৈরি হওয়া ওয়েব সিরিজের বেশ কিছু দৃশ্যে অভিনয়ের জন্য হলে ভক্তদের করতালি পেয়েছেন সারিকা ও ইমনরা।

মায়া চরিত্রে সারিকা। ছবি: সংগৃহীত

ক্যারিয়ারে কোনো কাজের পেছনে এত সময় দেননি সারিকা। সেই মায়া চরিত্রের জন্য দীর্ঘ সময় অন্য কাজে মনোযোগ দেননি। কারণ, এর গল্পটা চারপাশের। ঘর থেকে বের হলেই বন্ধু বা প্রতিবেশীদের কাছেই শোনা। শুটিংয়ের সময়ে এর একটি অংশ হয়ে ওঠেন এই অভিনয়শিল্পীরা। সেই গল্প নিয়ে সারিকা বলেন, ‘এমন কিছু দৃশ্য ছিল সেগুলো আমার কাছে কোনো দৃশ্যই মনে হয়নি। মনে হয়েছে, আমি চরিত্রের সঙ্গে মিশে গিয়েছি। মায়াই আমি। এতটা ইমোশন দিয়ে কাজটি করতে পারব, এটা ভাবতে পারিনি।’

ইমন ও সারিকা
ফেসবুক পেজ থেকে

একটি দৃশ্যে দেখা যায় মায়া তাঁর স্বামীকে জুতাপেটা করছেন। একই সঙ্গে আবেগপ্রবণ হতে হয়। এমন বেশ কিছু দৃশ্য শুটিং করার সময়েও নাকি কাঁদতে হয়েছে এই অভিনেত্রীকে। তিনি বলেন, ‘কিছু দৃশ্যে ছিল চরিত্র থেকে একদমই বের হতে পারিনি। এমনও হয়েছে পরিচালক কাট বলেছেন, তারপরও কান্নাই থামাতে পারছিলাম না। এটি আমার অনেক ভালো লাগার একটি গল্প। যে চরিত্রটি বহু নারীর কথা বলে। তাদের সংগ্রামকে মনে করিয়ে দেয়।’

সারিকা
প্রথম আলো

গতকাল সোমবার মুক্তি পেয়েছে এই ওয়েব ফিল্মটি। নির্মাতা রায়হান রাফী আগে মায়া নিয়ে জানিয়েছিলেন, ‘এই সিনেমায় সমাজের একেবারেই রূঢ় বাস্তবতাকে তুলে ধরা হয়েছে। ফলে দর্শক সহজেই এর কাহিনির সঙ্গে নিজেদের জীবনের মিল খুঁজে পাবেন। আমার বিশ্বাস, ওয়েব ফিল্মটি দর্শক উপভোগ করবেন।’

রায়হান রাফীর নির্মাণে ইমন-সারিকা জুটির এটিই প্রথম কাজ। গতকাল তাঁদের শুভেচ্ছা জানাতে মহাখালীর এসকেএসের সিনেপ্লেক্সের শাখায় এসেছিলেন সুব্রত, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, প্রার্থনা ফারদিন দীঘি, সামিরা খান মাহি, রোকাইয়া জাহান চমকসহ অনেকেই।

রায়হান রাফী
প্রথম আলো