‘মহারাজা’য় মজেছে মন
দেশের সিনেমাপ্রেমীদের মন মজেছে দক্ষিণ ভারতের সিনেমা ‘মহারাজা’য়, এমন কথা বললে ভুল হয় না। কারণ, গত বৃহস্পতিবার রাতে নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই দর্শক-সমালোচকদের প্রশংসায় ভাসছে নিথিলান স্বামীনাথন পরিচালিত সিনেমাটি।
নিথিলান স্বামীনাথনের দ্বিতীয় সিনেমা এটি। অ্যাকশন–থ্রিলার ঘরানার প্রতি এই লেখক-পরিচালকের দুর্বলতা লক্ষণীয়। ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘কুরাঙ্গু বোমাই’-এর মতো ‘মহারাজা’ও অ্যাকশন–থ্রিলার ঘরানার। গত ১৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় মাত্র ২০ কোটি রুপি বাজেটের এই ছবি।
এরপর এক মাস না যেতেই বক্স অফিস থেকে ১১৩ কোটি রুপি আয় করেছে ছবিটি। চলতি বছরের অন্যতম ব্যবসাসফল এই তামিল সিনেমায় অভিনয় করেছেন বিজয় সেতুপতি, অনুরাগ কশ্যপ, মমতা মোহনদাস প্রমুখ।
মুক্তির পর সমালোচকেরা স্বামীনাথনের চিত্রনাট্য ও পরিচালনা, বিজয় সেতুপতির অভিনয় আর ফিলোমিনের সম্পাদনার প্রশংসা করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম রেডিফ ডটকমের অর্জুন মেনন ‘মহারাজা’র রেটিং দিয়েছেন ৫-এ ৪। তিনি লিখেছেন, ‘রিভেঞ্জ সিনেমায় নতুন সংযোজন এটি। শেষের এক ঘণ্টা আপনাকে চমকে দেবে: একই সঙ্গে দর্শক হিসেবেও আপনার পরীক্ষা নেবে।’ টাইমস নাউয়ের সমালোচক মনিকানদান লিখেছেন, ‘চিত্রনাট্যের গাঁথুনি মজবুত। সিনেমাটিতে কিছু দুর্বলতা থাকলেও সেটা অভিনয়শিল্পীদের দুর্দান্ত পারফরম্যান্সে মনে থাকে না।’ তিনি ৫-এ রেটিং দিয়েছেন ৩.৫।
‘মহারাজা’ বিজয় সেতুপতির ক্যারিয়ারের ৫০তম সিনেমা। তিনি ক্যারিয়ারের এই মাইলফলক স্পর্শ করলেন মনে রাখার মতো একটা সিনেমা দিয়ে। নেটফ্লিক্সে মুক্তির পর অনেক বাংলাদেশি দর্শক–সমালোচকও কথা বলছেন ‘মহারাজা’ নিয়ে।
চিত্রনাট্যকার ও সমালোচক মামুনুর রশীদ তানিম ফেসবুকে লিখেছেন, ‘যে পুনরাবৃত্তি সিনেমায় ছিল, গল্পের অমন গঠনের কারণেই, সেটাকেও বিরক্তিকর মনে হতে দেয়নি ভালো লেখনি আর স্বামীনাথনের পরিচালনা। একটা তুচ্ছ, কিন্তু চরিত্রের কাছে গুরুত্বপূর্ণ অবজেক্টকে ধরে গল্প সাজানোর ধারাটা তিনি তাঁর প্রথম সিনেমা “কুরাঙ্গু বোমাই”তেও দেখিয়েছিলেন। ওটাও ড্রামাটিক্যালি ওজনদার সিনেমা ছিল। তবে মহারাজার দ্বিতীয় অঙ্কে, রসদ একটু কমই পড়ে গিয়েছিল। সম্পাদনা ভালো হওয়ায় উতরে গেছে।’
জনপ্রিয় ব্যান্ড ক্রিপটিক ফেইটের ভোকালিস্ট শাকিব চৌধুরী নিয়মিত দেশি-বিদেশি সিনেমার রিভিউ করেন ‘গিক মিথ’ চ্যানেলে। মহারাজা দেখে তিনি উচ্ছ্বসিত। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে তিনি সিনেমাটি নিয়ে লিখেছেন, ‘চলতি বছরের অন্যতম সেরা সিনেমা। মাস্টারক্লাস চিত্রনাট্য’।
অনেক বাংলাদেশি দর্শক সিনেমাটিতে হিন্দি সিনেমার প্রখ্যাত নির্মাতা অনুরাগ কশ্যপের অভিনয়েরও প্রশংসা করেছেন।
গতকাল নেটফ্লিক্সের গ্লোবাল টপ চার্টের অ-ইংরেজিভাষীর তালিকার চতুর্থ স্থানে ছিল ‘মহারাজা’।