এ বছরের ১৩ জুলাই আনুষ্ঠানিক যাত্রার এক বছর পূর্ণ করেছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। এই আনন্দ ভাগাভাগি করতে আজ শনিবার সন্ধ্যায় ‘চরকি কার্নিভ্যাল’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করেছে চরকি পরিবার। ঢাকার মাদানি অ্যাভিনিউর ইউনাইটেড সিটিতে সন্ধ্যায় বসে এ আয়োজনের প্রথম আসর। সেখানেই দেওয়া হয় পুরস্কার। আজকের চরকি কার্নিভ্যালে সেরা সিনেমা-সিরিজ, সেরা অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলীসহ মোট ১৭টি বিভাগে দেওয়া হয় এ পুরস্কার।
চলচ্চিত্র বিভাগে জয়ী হলেন যাঁরা
সেরা সিনেমা: খাঁচার ভেতর অচিন পাখি
সেরা অভিনেতা (নারী), সাবস্ক্রাইবার্স চয়েস: মেহ্জাবীন চৌধুরী (রেডরাম)
সেরা অভিনেতা (নারী), ক্রিটিকস চয়েস: শবনম বুবলী (টান)
সেরা অভিনেতা (পুরুষ), সাবস্ক্রাইবার্স চয়েস: চঞ্চল চৌধুরী (মুন্সিগিরি)
সেরা অভিনেতা (পুরুষ), ক্রিটিকস চয়েস: ফজলুর রহমান বাবু (খাঁচার ভেতর অচিন পাখি)
সেরা অভিনেতা (পার্শ্বচরিত্র): নাজিয়া হক অর্ষা
সেরা পরিচালক: মিজানুর রহমান আরিয়ান (নেটওয়ার্কের বাইরে)
সেরা গল্প ও চিত্রনাট্য: যোবায়েদ আহসান ও মিজানুর রহমান আরিয়ান (নেটওয়ার্কের বাইরে)