প্রেরণা আসলেই বিয়ে করেছেন?

বিয়ে, নাকি কোনো জুয়েলারি প্রতিষ্ঠানের ফটোশুট—কলকাতার কনটেন্ট ক্রিয়েটর প্রেরণা দাসকে নিয়ে জল্পনা কাটছেই না। বিষয়টি নিয়ে খোলাসাও করছেন না তিনি।

১ / ৫
দিন দুয়েক ধরে প্রেরণার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। লাল বেনারসিতে কনে সাজে দেখা গেছে তাঁকে। বর বেশে সঙ্গে রয়েছেন সৈকত
ইনস্টাগ্রাম থেকে
২ / ৫
ছবিগুলো প্রেরণা পোস্ট করার আগেই ফাঁস হয়েছে। ফলে জোরালো গুঞ্জন ছড়িয়েছে, গোপনে বিয়েটা সেরে ফেলেছেন তাঁরা। অনেকে অভিনন্দন জানাচ্ছেন
ইনস্টাগ্রাম থেকে
৩ / ৫
আবার কেউ বলছেন, বিয়ে নয়, একটি জুয়েলারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের ফটোশুটের জন্য এ সাজ নিয়েছেন তাঁরা
ইনস্টাগ্রাম থেকে
৪ / ৫
সত্যিই কি বিয়ে সেরেছেন? এমন প্রশ্নে হিন্দুস্তান টাইমস বাংলাকে সরাসরি উত্তর দেননি। একটু ঘুরিয়ে বলেছেন, ‘সবাই যে কনফিউজড, সেটা ভালো ব্যাপার। লোকজন আমাদের জুটিটা ভালোবাসে। এটা শুট না রিয়েল লাইফে হয়েছে বিয়েটা করেছি, সেটা ক্রমে প্রকাশ্য। নিজেরাও বুঝতে পারিনি, এটা এতটা ভাইরাল হবে।’
ইনস্টাগ্রাম থেকে
৫ / ৫
শুরুতে বিষয়টা চেপে গেলেও পরে বলেছেন, তিনি এখনো সিঙ্গেল। তাহলে ধরেই নিতে হবে, সেটি একটি ফটোশুট। তবে কিসের ফটোশুট, তা এখনো জানা যায়নি
ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন