‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা এবার সমাজের মানুষের দম্ভ দেখানোর গল্প বলবেন
সমাজের চারপাশের নানা বিষয় হয় নির্মাতা কাজল আরেফিন অমির নাটকের বিষয়বস্তু। হাসি–আনন্দের মধ্য দিয়ে গল্পের শেষে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেন। অমির বানানো এসব গল্প আলোচনায় আসে। ইউটিউবে হয় মিলিয়ন মিলিয়ন ভিউ। এবার এই নির্মাতা বানিয়েছেন, ‘অসময়’ নামের একটি ওয়েব ফিল্ম। পরিচালকের মতে, সমাজের দম্ভ দেখিয়ে চলা মানুষের গল্পই উঠে এসেছে এই ওয়েব ফিল্মে।
এদিকে নতুন বছরের শুরুতে ‘অসময়’ ওয়েব ফিল্মের একটি পোস্টার প্রকাশিত হয়েছে। পোস্টারে দেখা যাচ্ছে, চারপাশ ভরে আছে ময়লা–আবর্জনায়, পলিথিনে মোড়ানো পচা খাবার ও বর্জ্যের স্তূপ। সেসব খাবার খাচ্ছে কাক–কুকুরে। ঠিক যেমনটা দেখা যায় শহরের পাশের ময়লা ফেলার স্থানে। এসবের মাঝে নামীদামি পোশাক পরে দাঁড়িয়ে আছে কয়েকজন, যারা সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার! ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতার নতুন ওয়েব ফিল্মের পোস্টার আলোচনায় এসেছে।
‘অসময়’–এর আগে একাধিক কমেডি ধাঁচের নাটক নির্মাণ করে জনপ্রিয়তা অর্জন করেছেন কাজল আরেফিন। এবার তিনি কমেডি ঘরানার পাশাপাশি ‘অসময়’-এ বর্তমান সমাজের এমন কিছু দিক তুলে ওয়েব ফিল্ম নির্মাণ করলেন, যা আগে করেননি। এই জানুয়ারিতে ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে রিলিজ হবে এই ওয়েব ফিল্ম।
পরিচালক অমি বলেন, ‘মূলত সমাজের মানুষের দম্ভ দেখানোর গল্পটা তুলে ধরেছি।’
তিনি বলেন, “‘অসময়” এই সময়ের গল্প। আমরা যেটা নই, কিন্তু সেটা দেখানোতেই যেন বেশি পটু! সমাজের শো-অফের কিছু গল্প আমরা এতে দেখাব। আমরা দেখি, আমাদের সমাজের বেশির ভাগ মানুষ সুন্দর পোশাক পরে চলাফেরা করে। তারা এমন একটা ভাব ধরে যে অনেক আধুনিক। কিন্তু ভেতরটা পোশাকের মতো সুন্দর নয়, বরং নোংরা মানসিকতায় পরিপূর্ণ। মুখোশধারী এই মানুষগুলো নিয়ে সমাজে বসবাস করি। গল্পের চরিত্রগুলোর সঙ্গে মিল রেখেই পোস্টারটি তৈরি করি। এরা নিজেদের খুব পরিচ্ছন্ন–পরিপাটি মনে করলেও আসলে এরা পরিচ্ছন্ন নয়।’
‘অসময়’–এর কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। আরও আছেন অভিনেতা তারিক আনাম খান, মনিরা মিঠু, ইরেশ জাকের, শরাফ আহমেদ জীবন, রুনা খান, ইন্তেখাব দিনার, শাহেদ আলী, শাশ্বত দত্ত, শিমুল শর্মা, লামীমা লাম, ইসরাত জাহিন আহমেদ, জিয়াউল হক পলাশ।