কী দেখবেন, কোথায় দেখবেন
প্রতি সপ্তাহে ওটিটিতে যোগ হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহের নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এ নিয়মিত আয়োজন।
গুটি
ধরন: সিরিজ
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: ৫ জানুয়ারি
বছর কয়েক ধরে স্থানীয় মাদক চোরাচালান নেটওয়ার্কের সঙ্গে যুক্ত সুলতানা। এই সময়ের মধ্যে প্রচুর অর্থসম্পদ করেছে ঠিকই, তবে হারাতে হয়েছে কাছের মানুষ, সম্পর্ক, বিশ্বাস ও আশা। সুলতানা স্বপ্ন দেখে মেয়ের জন্য সুন্দর একটি পৃথিবীর। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয় কি? এমন টান টান উত্তেজনা নিয়ে এগিয়ে যায় গল্প। এই গল্প ‘গুটি’ সিরিজের। পেপসি নিবেদিত ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির অরিজিনাল সিরিজ ‘গুটি’, পাওয়ার্ড বাই কেএফসি। শঙ্খ দাসগুপ্তের সিরিজটিতে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, শাহরিয়ার নাজিম জয়, মৌসুমী হামিদ।
উঁচাই
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জিফাইভ
দিনক্ষণ: ৬ জানুয়ারি
গত ১১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পর শুরুটা ভালোই করেছিল সুরজ বরজাতিয়ার সিনেমাটি। মাউন্ট এভারেস্টের পথে তিন বন্ধুর যাত্রার গল্প নিয়ে সিনেমাটিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, বোমান ইরানি, অনুপম খের ও পরিণীতি চোপড়া।
দ্য পেল ব্লু আই
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ৬ জানুয়ারি
গত বছরের ২৩ ডিসেম্বর নির্বাচিত কয়েকটি হলে মুক্তি পায় স্কট কুপারের সিনেমাটি। সমালোচকদের কাছে প্রশংসিত মিস্ট্রি থ্রিলারটি এবার দেখতে পারবেন সারা বিশ্বের দর্শকেরা। ২০০৩ সালে প্রকাশিত একই নামের উপন্যাস অবলম্বনে সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ক্রিশ্চিয়ান বেল। ১৮৩০ সালের নিউইয়র্কের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটিতে তিনি করেছেন গোয়েন্দা অগাস্টাস ল্যান্ডরের চরিত্র।
স্টোরি অব থিংস
ধরন: সিরিজ
স্টিমিং: সনি লিভ
দিনক্ষণ: ৬ জানুয়ারি
তামিল অ্যানথোলজি ড্রামা সিরিজিতে মানুষের আবেগ ও সম্পর্ক তুলে ধরা হয়েছে। জর্জ কে অ্যান্টনি পরিচালিত সিরিজটি এর মধ্যে ব্যাপক প্রশংসা পেয়েছে। এতে অভিনয় করেছেন বিনোথ কৃষান, আনসিতা আনন্দ, ঋতিকা সিং।
দ্য মেনু
ধরন: সিনেমা
স্ট্রিমিং: এইচবিও ম্যাক্স
দিনক্ষণ: ৩ জানুয়ারি
ব্রিটিশ পরিচালক মার্ক মাইলড সিনেমাটিতে ডার্ক কমেডি, হরর ও থ্রিলারের সংমিশ্রণ ঘটিয়েছেন। আলোচিত টিভি সিরিজ সাকসেশন ও শেমলেস নির্মাতার নতুন সিনেমাটিও প্রশংসিত হয়েছে। এতে অভিনয় করেছেন আনা টেলর-জয়, নিকোলাস হল্ট প্রমুখ।