দেখার পর গা ছমছম করছে...

‘চক্র’ সিরিজের দৃশ্য। নির্মাতার সৌজন্যে

সাল ২০০৭। ময়মনসিংহের আদম পরিবারে ঘটে একটি ভয়ংকর ঘটনা। এই পরিবারের নয়জন সদস্য একই সঙ্গে ট্রেনের নিচে চাপা পড়ে আত্মহত্যা করেন। কেন আদম পরিবারের সদস্যরা এ মৃত্যু বেছে নিয়েছিলেন, তা এখনো অজানা, রহস্যে ঘেরা!
এবার আসা যাক লুবনার গল্পে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পড়ে মনস্তত্ত্ব নিয়ে। মাঝেমধ্যে তার চোখের সামনে ভেসে ওঠে এমন সব অদ্ভুতুড়ে ঘটনা, যা ব্যাখ্যার অতীত। এদিকে লুবনার পরিবার হঠাৎ করেই যেন বদলে যেতে থাকে।

একনজরে
ওয়েব সিরিজ:
চক্র
জনরা: থ্রিলার–মিস্ট্রি
স্ট্রিমিং প্লাটফর্ম: আইস্ক্রিন
নির্মাতা: ভিকি জাহেদ
অভিনয়ে:  তাসনিয়া ফারিণ, তৌসিফ মাহবুব, শাহেদ আলী, এ কে আজাদ সেতু

অস্বাভাবিক সব কাজ করতে থাকে তারা। লুবনার বড় ভাই হেলাল অর্থের লোভে জড়িয়ে পড়ে ভয়ংকর আর অনৈতিক সব কাজে। লুবনার মা শুরু করেন অদ্ভুত আচরণ।

দিন দিন নিজের পরিবারের সদস্যদেরই অপরিচিত লাগতে থাকে লুবনার কাছে।
পরিবারকে বাঁচাতে লুবনা সাহায্য চায় তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হ‌ুমায়ুনের কাছে। যে আবার সবার কাছে পরিচিত ‘সাইকো’ হিসেবে। লুবনা ও হুমায়ুন দুজন মিলে খুঁজতে শুরু করে ঘটনার পেছনের কারণ। ধীরে ধীরে সামনে আসতে থাকে অন্ধকার এক জগতের কাহিনি, যার পরিণতি ভয়াবহ! লুবনা কি পারে তার পরিবারকে বাঁচাতে? নাকি নিজেই হয়ে ওঠে ভয়ংকর সেই দুনিয়ার শিকার? জানতে হলে দেখতে হবে ‘চক্র’।

‘চক্র’ সিরিজের দৃশ্য
নির্মাতার সৌজন্যে

ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে গত ১০ অক্টোবর মুক্তি পেয়েছে ২০ পর্বের সিরিজটি। পরিচালনা করেছেন এ সময়ের জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। সিরিজটির প্রথম পাঁচ পর্ব দেখা যাবে সম্পূর্ণ বিনা মূল্যে।

আদম পরিবারের ৯ সদস্যের আত্মহত্যার ঘটনা থেকে সিরিজটি অনুপ্রাণিত। আদম পরিবারের ঘটনার সঙ্গে কিছুটা যোগসূত্র থাকলেও এ সিরিজে আদম পরিবারের গল্প বলা হয়নি। বরং নির্মাতা বড় পরিসরে দেখাতে চেয়েছেন কীভাবে কালো জাদু বা কুফরির অন্ধকার জগৎ ধীরে ধীরে গ্রাস করতে থাকে একটি সুস্থ, স্বাভাবিক পরিবারকে। ‘চক্র’ সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও তাওসিফ মাহবুব। ‘লুবনা’ চরিত্রে তাসনিয়া ফারিণ দুর্দান্ত অভিনয় করেছেন।

‘চক্র’ সিরিজের পোস্টার। ফেসবুক থেকে

তাঁর অভিনয়ের জন্যই সিরিজের ভৌতিক আবহ নতুন মাত্রা পেয়েছে। শিক্ষকের চরিত্রের তৌসিফ মাহমুদও মানানসই অভিনয় করেছেন। এটি তাঁর অভিনীত প্রথম ওয়েব সিরিজ। তবে পার্শ্বচরিত্রদের কথা না বললেই নয়। শাহেদ আলী দারুণ অভিনয় করেছেন। এ কে আজাদ সেতুর চরিত্র ছোট হলেও তিনি দাগ কেটে গেছেন। আনোয়ার শাহী, রেশমা আহমেদসহ অন্যান্য চরিত্রদের অভিনয় ছিল সাবলীল।

ভিকি জাহেদের কাজে সব সময়ই নতুন কিছু থাকে। ডার্ক, সাইকোলজিক্যাল থ্রিলার, সায়েন্স ফিকশন ঘরানায় তিনি নিজের মুনশিয়ানা দেখিয়েছেন বারবার। এ সিরিজও তার ব্যতিক্রম নয়। গল্প, চিত্রগ্রহণ, শিল্পনির্দেশনাসহ সবকিছু মিলিয়ে ‘চক্র’ একটি দারুণ উপস্থাপনা।

আরও পড়ুন

ভিকি জাহেদের প্রতিটি কাজেই রেফারেন্স থাকে, এই সিরিজেও তাঁর ‘সিগনেচার মুভ’ এটিকে অন্য মাত্রা দিয়েছে।

‘চক্র’–এর দৃশ্য। নির্মাতার সৌজন্যে

‘চক্র’ কাল্পনিক গল্প হলেও এসব রেফারেন্স সিরিজে দেখানো বিভিন্ন ঘটনাকে করে তুলেছে বিশ্বাসযোগ্য। আর তাই হয়তো ‘চক্র’ দেখার পর দর্শকেরা মুখোমুখি হচ্ছেন অদ্ভুত সব ঘটনার। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ঘটনা শেয়ারও করছেন তাঁরা। কেউ লিখেছেন ‘চক্র’ দেখার পর গা ছমছম করছে, কেউ কেউ ঘুমাতে পারছেন না, আবার কেউ ঘুমের মধ্যে দেখছেন দুঃস্বপ্ন!

তবে ২০ পর্বের এ সিরিজের অনেক জায়গায়ই মনে হয়েছে, কিছু অপ্রয়োজনীয় দৃশ্য রয়েছে যা চাইলেই বাদ দেওয়া যেত। যদিও যথেষ্ট রহস্য থাকায় সিরিজটি দর্শককে ধরে রাখে শেষ পর্যন্ত। শেষ দিকে নির্মাতা যে টুইস্ট রেখেছেন, তা ছিল একেবারেই অপ্রত্যাশিত। এ টুইস্টে ‘চক্র’ সিরিজের দ্বিতীয় মৌসুম আসার ইঙ্গিত পাওয়া যায়। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নির্মাতাও জানিয়েছেন, আগামী বছরই আসবে সিরিজটির দ্বিতীয় মৌসুম।