কী দেখবেন, কোথায় দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এ নিয়মিত আয়োজন।

মডার্ন লাভ: চেন্নাই
ধরন: অ্যানথোলজি সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান

‘মডার্ন লাভ: চেন্নাই’–এর পোস্টার
আইএমডিবি

‘মডার্ন লাভ’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ভারতীয় সিরিজটি তৈরি হয়েছে দক্ষিণ ভারতের শহর চেন্নাইকে প্রেক্ষাপট করে। ছয়টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা নিয়ে তামিল এই রোমান্টিক অ্যানথোলজি সিরিজটিতে ‘সুপার ডিলাক্স’খ্যাত নির্মাতা ত্যাগরঞ্জন কুমাররাজার কাজও আছে। সিরিজটিতে অভিনয় করেছেন বামিকা গাব্বি, ঋতু ভার্মা, অশোক সেলভান প্রমুখ।

আনা নিকোল স্মিথ: ইউ ডোন্ট নো মি
ধরন: তথ্যচিত্র
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান

‘আনা নিকোল স্মিথ: ইউ ডোন্ট নো মি’ নির্মিত হয়েছে আনা নিকোল স্মিথকে নিয়ে
আইএমডিবি

মার্কিন মডেল, অভিনেত্রী ও টিভি ব্যক্তিত্ব আনা নিকোল স্মিথকে নিয়ে তথ্যচিত্র। প্লেবয় সাময়িকীর কল্যাণে বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া এই তারকা মাত্র ৩৯ বছরেই মারা যান। তাঁর কাছের মানুষের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে নির্মিত এই তথ্যচিত্রে উঠে এসেছে অজানা এক আনা।

হাই ডেজার্ট
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস
দিনক্ষণ: চলমান

‘হাই ডেজার্ট’–এর পোস্টার
আইএমডিবি

আট পর্বের কমেডি সিরিজটির প্রথম তিন পর্ব মুক্তি পেয়েছে ১৭ মে। বাকি পর্বগুলো ধারাবাহিকভাবে মুক্তি পাবে আগামী ২১ জুন পর্যন্ত। জে রোচ পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছেন প্যাট্রিসিয়া আর্কেট, ম্যাট ডিলন, রুপার্ট ফ্রেন্ড।

‘এজেন্ট’ দেখা যাচ্ছে ওটিটিতে
আইএমডিবি
আরও পড়ুন

এজেন্ট
ধরন: সিনেমা
স্ট্রিমিং: সনি লিভ
দিনক্ষণ: ১৯ মে
তামিল স্পাই অ্যাকশন থ্রিলার ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত ২৮ এপ্রিল। এবার মুক্তি পাচ্ছে ওটিটিতে। সুরেন্দর রেড্ডি পরিচালিত সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অখিল আক্কিনেনি। এ ছাড়া আছেন মামুত্তি, দিনো মরিয়া, সাক্ষী বিদ্যা।

অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টাম্যানিয়া

ধরন: সিনেমা
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: চলমান

‘অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টাম্যানিয়া’ সিনেমার পোস্টার
আইএমডিবি

‘অ্যান্ট-ম্যান’ সিনেমা সিরিজের এই কিস্তি গত ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। অ্যান্ট-ম্যান চরিত্রে আগের মতোই আছেন পল রাড, অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইভাঞ্জেলিন লিলি, মাইকেল ডগলাস, মিশেল ফাইফার। বক্স অফিসে মোটামুটি ব্যবসা করলেও সমালোচকদের মন ভরাতে পারেনি মার্ভেলের এই পর্ব।