দেড় যুগ আগে দেড় কোটি ডলার পারিশ্রমিক, বর্তমানে কত মিলিয়ন ডলারের মালিক রিজ

হঠাৎই সিনেমায় নাম লেখান। তখনো নামীদামি পরিচালক, তারকাদের সেভাবে চিনতেন না। এই নিয়ে মজার সব ঘটনাও ঘটেছে। বলছি অস্কারজয়ী অভিনেত্রী রিজ উইদারস্পুনের কথা। আজ এই অভিনেত্রীর জন্মদিন। তাঁকে নিয়ে জেনে নিতে পারেন জানা-অজানা তথ্য
১ / ৫
‘কেপ ফিয়ার’ সিনেমায় অডিশন দেবেন। শুনলেন এই সিনেমার পরিচালক মার্টিন স্করসিস, প্রধান চরিত্রে অভিনয় করবেন রবার্ট ডি নিরো। তাঁদের কাউকেই তিনি তখনো চেনেন না। অডিশন দেওয়ার আগে তেমন গুরুত্ব দেননি।
ছবি: আইএমডিবি
২ / ৫
কিন্তু নামগুলো তাঁর কাছে পরিচিত মনে হচ্ছিল। পরে বিমানে করে অডিশনে আসার সময় কৌতূহলবশত পাশের আসনের একজনের কাছে রিজ পরিচালক ও অভিনেতা সম্পর্কে জানতে চান। সব শুনে তিনি এতটাই চমকে যান যে ঠিকমতো অডিশনই দিতে পারেননি। অডিশনে আর কথাই বলতে পরছিলেন না। হাতছাড়া হয় কাজ।
ছবি: আইএমডিবি
৩ / ৫
এই অভিনেত্রী ‘ওয়াক দ্য লাইন’ সিনেমা দিয়ে অস্কার জয় করেন। কিন্তু ২০১৪ সালের ‘ওয়াইল্ড’ তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা। এই সিনেমার জন্যও অস্কারে মনোনয়ন পেয়েছিলেন।
ছবি: আইএমডিবি
৪ / ৫
২০০৭ সালে তিনি ছিলেন হলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। এই নিয়ে হলিউড রিপোর্টার প্রতিবেদন প্রকাশ করেছিল। ১৮ বছর আগেই তিনি ছবিপ্রতি দেড় কোটি ডলার পারিশ্রমিক নিতেন। বর্তমানে তিনি ৪৪০ মিলিয়ন ডলারের মালিক।
ছবি: ফেসবুক
৫ / ৫
তাঁকে সবচেয়ে বেশি শুনতে হয় উচ্চতা নিয়ে প্রশ্ন। কারণ, এই অভিনেত্রীর উচ্চতা খুবই কম। তাঁর উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি। তাঁর বয়স ৪৯ বছর।
ছবি: ফেসবুক