নিরাপত্তার শঙ্কায় ভেন্যু বাতিল, ফোক ফেস্ট নিয়ে অনিশ্চয়তা
আগামী জানুয়ারিতে ঢাকার আর্মি স্টেডিয়ামে তিন দিনের ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট হওয়ার কথা ছিল। তবে নিরাপত্তার শঙ্কায় আর্মি স্টেডিয়াম ভেন্যু বরাদ্দ বাতিল করায় নির্ধারিত তারিখে উৎসবটি হচ্ছে না।
উৎসবের আয়োজক প্রতিষ্ঠান সান কমিউনিকেশনসের এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন প্রথম আলোকে তথ্যটি নিশ্চিত করেছেন।
মাঝখানে কয়েক বছর বিরতির পর এ বছর অক্টোবরে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, এই শীতেই উৎসবটি হবে। তবে শেষ পর্যন্ত এবারও অনিশ্চিয়তারই খবর এল।
তানভীর হোসেন প্রথম আলোকে জানান, ‘আমরা উৎসবটি করতেই চাই। তবে এ বছর না হলেও আগামী বছর চেষ্টা করব।’
২০১৫ সালে ঢাকার আর্মি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় লোকসংগীতের উৎসব ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’। ২০১৯ সাল পর্যন্ত টানা চলতে থাকে লোকসংগীতের এই আয়োজন। ধীরে ধীরে এই উৎসব বৈশ্বিকভাবে ছড়িয়ে যায়।
২০২০ সালে করোনা মহামারির কারণে হয়নি ফোক ফেস্ট। এরপর গত কয়েক বছরেও এই আয়োজন করেনি আয়োজক কর্তৃপক্ষ।