২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করে যিশুকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন স্করসেজি

মার্টিন স্করসেজি
ছবি: ফেসবুক

কান পর্ব শেষ করে নতুন খবর দিলেন মার্টিন স্করসেজি। উৎসব থেকেই তিনি গিয়েছিলেন ইতালিতে। সেখানে পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করেন এই হলিউড পরিচালক। এই সাক্ষাতে যে বিশেষ চমক ছিল, সেটা আগে থেকেই কেউ ধারণা করতে পারেননি। গতকাল ফ্রান্সিসের সঙ্গে দেখা করে নতুন সিনেমার ঘোষণা দিলেন খ্যাতিমান এই পরিচালক।

মার্কিন গণমাধ্যম ভ্যারাইটিকে স্করসেজি বলেন, ‘একজন শিল্পী হিসেবে যিশুকে নিয়ে সিনেমার গল্প ভাবতে পারি, এভাবেই কেবল পোপের আবেদনে সাড়া দেওয়া যায়।’ তবে এই সিনেমার গল্প কত দূর এগিয়েছে, সেটা এখনো জানা যায়নি। জানা যায়নি কবে শুটিং হবে। তবে একাধিক গণমাধ্যমের সূত্রে জানা গেছে, স্করসেজি শিগগিরই যিশুকে নিয়ে সিনেমা বানাতে যাচ্ছেন। এটাই হতে পারে তাঁর পরবর্তী সিনেমা।

গতকাল রোববার এই পরিচালক তাঁর সহধর্মিণী হেলেন মরিসকে নিয়ে উপস্থিত হন ইতালির রোমের একটি কনফারেন্সে। সেখানে ‘দ্য গ্লোবাল এসথেটিকস অব দ্য ক্যাথলিক ইমাজিনেশন’ বিষয়ে আলোচনা হয়।

পোপের সঙ্গে স্ত্রীকে নিয়ে মার্টিন স্করসেজি
ছবি: ফেসবুক

এই আলোচনার আগেই তিনি স্ত্রীকে নিয়ে ভ্যাটিকান সিটিতে পোপের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে ধর্মীয় নানা বিষয় নিয়ে আলোচনা হয়। স্করসেজি এই সময় তাঁর নির্মিত সিনেমা ‘দ্য লাস্ট টেম্পটেশন অব ক্রাইস্ট’ নিয়ে কথা বলেন।

স্করসেজ এই ট্যুরে একাধিক প্রদর্শনীতে অংশ নেবেন। আজ তিনি রোমের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাস্টারক্লাস নেবেন। আগামীকাল রোমের সেন্ট্রো স্পেরিমেন্টাল ফিল্ম স্কুলে একটি অনুষ্ঠানে অংশ নেবেন।

পোপের সঙ্গে মার্টিন স্করসেজি
ছবি: ফেসবুক

শুক্রবার পর্যন্ত তাঁকে সিনেমার নানা আয়োজনে ব্যস্ত থাকতে দেখা যাবে। এদিকে ৭৬তম কান উৎসবে ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমা দিয়ে অংশ নিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিওসহ অনেকে। সিনেমাটি আগামী অক্টোবরের ৬ তারিখ মুক্তি পাবে।

যিশুকে ‘দ্য লাস্ট টেম্পটেশন অব ক্রাইস্ট’ সিনেমা স্করসেজি বানিয়েছিলেন ১৯৮৮ সালে। দেশে দেশে বিতর্কের ঝড় তুলেছিল সিনেমাটি। এই সিনেমা বানানোর জন্য মৃত্যুর হুমকি পর্যন্ত দেওয়া হয় স্করসেজিকে। ফ্রান্সের একটি প্রেক্ষাগৃহে হামলা করে আগুন লাগিয়ে দেওয়া হয়। গ্রিস, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, মেক্সিকো, চিলি, আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয় ছবিটি।

লিওনার্দো ডিক্যাপ্রিও ও মার্টিন স্করসেজি
ছবি: ফেসবুক