স্পিলবার্গ, ‘দ্য বানশিজ’ ও ‘আরআরআর’–এর রাত

বহুল আলোচিত ‘নাটু নাটু’ গানের একটি দৃশ্য

জানা গেল ৮০তম গোল্ডেন গ্লোব বিজয়ীদের নাম। গত বুধবার বাংলাদেশ সময় সকালে ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম, যেখানে সর্বোচ্চ তিনটি পুরস্কার জিতেছে ডার্ক কমেডি ঘরানার সিনেমা দ্য বানশিজ অব ইনিশেরিন ও টিভি সিরিজ অ্যাবট এলিমেন্টারি। ভারতীয়দের জন্য এবারের গোল্ডেন গ্লোবে বড় চমক এস এস রাজামৌলির আরআরআর। সেরা অ-ইংরেজিভাষী সিনেমার পুরস্কার জিততে না পারলেও জিতে নিয়েছে সেরা মৌলিক গানের পুরস্কার। ‘নাটু নাটু’ গানের জন্য পুরস্কারটি পেয়েছেন সংগীত পরিচালক এম এম কিরাবানি। এই প্রথম ভারতীয় কোনো সিনেমা এই ক্যাটাগরিতে পুরস্কার জিতল।
মহামারিসহ নানা বিতর্কে গত বছর অনুষ্ঠানস্থলে বিছানো হয়নি লালগালিচা, আমন্ত্রণ জানানো হয়নি কোনো গণমাধ্যমকে, সরাসরি টিভিতেও প্রচার হয়নি। এবারও পিছু ছাড়েনি বিতর্ক। উঠেছে বর্ণবিদ্বেষ, লিঙ্গবৈষম্য, অস্বচ্ছতা ও পক্ষপাতিত্বের অভিযোগ। ছিলেন না ব্রেন্ডন ফ্রেসার, টম ক্রুজ। আর পুরস্কার পেয়েও হাজির হননি কেট ব্লানচেট, জেনডায়া, কেভিন কস্টনার। গত বছরের বহুল আলোচিত অ্যাভাটার ও টপ গান–এর সিকুয়েল মনোনয়ন পেলেও পায়নি পুরস্কার।

ড্রামা বিভাগে সেরা সিনেমা হয়েছে দ্য ফেবলম্যানস, ছবিটির জন্য সেরা পরিচালকের পুরস্কারও গেছে স্টিভেন স্পিলবার্গের ঘরে। আধা আত্মজীবনীমূলক সিনেমাটির জন্য জোড়া পুরস্কার জিতে পরিচালক স্মরণ করেন পরিবারের সদস্যদের বিশেষ করে প্রয়াত মাকে। অন্য গুরুত্বপূর্ণ পুরস্কারের মধ্যে সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল/কমেডি) হয়েছে দ্য বানশিজ অব ইনিশেরিন। ছবিটির পরিচালক মার্টিন ম্যাকডোনা পেয়েছেন সেরা চিত্রনাট্যকারের পুরস্কার; এই ক্যাটাগরিতে সেরা অভিনেতা হয়েছেন কলিন ফারেল।

গত বছরের আলোচিত আরেক সিনেমা এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস অনুমিতভাবে ভালো করেছে। সিনেমাটির জন্য মিশেল ইয়ো হয়েছেন সেরা অভিনেত্রী (মিউজক্যাল/কমেডি), কি হি কুয়ান সেরা পার্শ্ব অভিনেতা। ড্রামা ক্যাটাগরির সেরা অভিনেতা ও অভিনেত্রী হয়েছেন যথাক্রমে অস্টিন বাটলার ও কেট ব্লানচেট।
গোল্ডেন গ্লোব জয়ে অনুমিতভাবেই ভারতে বইছে উৎসবের হাওয়া। ছবির পুরো টিমকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গেছে, ২০২১ সালে ইউক্রেনের প্রেসিডেন্ট প্রাসাদের সামনে হয়েছে গানটির শুটিং। লেডি গাগা, টেইলর সুইফট, রিহানাকে হারিয়ে পুরস্কার জেতা গানটির শিল্পী রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব।

একনজরে ৮০তম গোল্ডেন গ্লোব পুরস্কার
চলচ্চিত্র
সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল ও কমেডি)
দ্য বানশিজ অব ইনিশেরিন
সেরা চলচ্চিত্র (ড্রামা)
দ্য ফেবলম্যানস
সেরা অ–ইংরেজিভাষী চলচ্চিত্র
আর্জেন্টিনা, ১৯৮৫, আর্জেন্টিনা
সেরা অভিনেতা (মিউজিক্যাল ও কমেডি)
কলিন ফারেল, দ্য বানশিজ অব ইনিশেরিন
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল ও কমেডি)
মিশেল ইয়ো, এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস
সেরা অভিনেতা (ড্রামা)
অস্টিন বাটলার, এলভিস
সেরা অভিনেত্রী (ড্রামা)
কেট ব্লানচেট, টার
সেরা পরিচালক
স্টিভেন স্পিলবার্গ, দ্য ফেবলম্যানস
সেরা চিত্রনাট্য (চলচ্চিত্র)
মার্টিন ম্যাকডোনা, দ্য বানশিজ অব ইনিশেরিন
সেরা পার্শ্ব অভিনেতা (চলচ্চিত্র)
কি হি কুয়ান, এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস
সেরা পার্শ্ব অভিনেতা (চলচ্চিত্র)
অ্যাঞ্জেলা বাসেট, ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার
সেরা মৌলিক গান (চলচ্চিত্র)
‘নাটু নাটু’, আরআরআর
সেরা অ্যানিমেশন চলচ্চিত্র
গুয়ের্মো দেল তোরোজ পিনোকিও
টেলিভিশন
সেরা সিরিজ (ড্রামা)
হাউস অব দ্য ড্রাগন
সেরা সিরিজ (মিউজিক্যাল/কমেডি)
অ্যাবট এলিমেন্টারি
সেরা অভিনেত্রী (ড্রামা)
জেনডায়া, ইউফোরিয়া
সেরা অভিনেতা (ড্রামা)
কেভিন কস্টনার, ইয়েলোস্টোন
সেরা অভিনেতা (মিউজিক্যাল/কমেডি)
জেরেমি অ্যালেন হোয়াইট, দ্য বিয়ার
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি)
কুইন্টা ব্রানসন, অ্যাবট এলিমেন্টারি
সেরা লিমিটেড সিরিজ/অ্যান্থলজি সিরিজ/টেলিছবি
দ্য হোয়াইট লোটাস