ঘুমই ঠিকমতো পূরণ হয় না, স্বপ্ন পূরণ হবে কেমনে. . .

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর এখন পরিবার নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন। মাঝখানে দেশে এসেছিলেন। তখন তিনটি সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়েছিলেন। এর মধ্যে ‘রঙ্গনা’ নামের একটি ছবির কয়েক দিনের শুটিংও করেছিলেন। শাবনূর প্রায়ই ফেসবুকে বিভিন্ন মুহূর্তের কথা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন। ফুলপ্রেমী শাবনূর এই স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘আমি ফুলের সৌন্দর্যে মুগ্ধ।’
২ / ৫
কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে সম্প্রতি ছুটে যান জনপ্রিয় অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা। কাশফুলদর্শনের মুহূর্ত ধরে রাখতে ফটোসেশনেও অংশ নেন এই অভিনয়শিল্পী। এরপর তা ফেসবুকে পোস্ট করেন। অবশ্য কোন এলাকার কাশবনদর্শনে বের হয়েছিলে, তা উল্লেখ করেননি। ‘মেঘের দিনে, কাশফুলের বনে …’ শিরোনাম দিয়ে তিশা কয়েকটি স্থিরচিত্র নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন।
৩ / ৫
প্রায় এক যুগের সংগীতযাত্রায় দেশের গণ্ডি পেরিয়ে বাংলা গানকে বিশ্বমঞ্চে বারবার তুলে ধরেছে ব্যান্ড চিরকুট। তারই ধারাবাহিকতায় চিরকুট ব্যান্ডের সদস্য সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমী দ্বিতীয়বারের মতো অংশ নিলেন সংগীত সম্মেলন ওম্যাক্সে (ওয়ার্ল্ডওয়াইড মিউজিক এক্সপো)। প্রতিবছর অক্টোবরে বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হওয়া সম্মেলনটি হচ্ছে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে। ২৪ থেকে ২৬ অক্টোবর—তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ৯০টি দেশের ২৬০ জন সংগীতশিল্পীসহ আড়াই হাজারের বেশি সংগীত পেশাদার অংশ নেন এই সম্মেলনে। সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ঘোরাঘুরিও করছেন সুমী। তেমনই একটি স্থিরচিত্র পোস্ট করে তিনি লিখেছেন, ‘কালারস অব দ্য সান’।
৪ / ৫
মডেল ও চিত্রনায়ক মামনুন ইমন এই স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘রাত মানেই সুন্দর একটি সকালের অপেক্ষা...’।
৫ / ৫
‘দেয়ালের দেশ’ ছবিটি বানিয়ে সবার কাছে পরিচিতি পেয়েছেন পরিচালক মিশুক মনি। ছাত্র–জনতার আন্দোলনেও বেশ সোচ্চার দেখা গেছে এই পরিচালককে। দেশের বিভিন্ন ইস্যুতেও নিজের ফেসবুকে লেখালেখি করেন এই পরিচালক। আজ বুধবার তিনি লিখেছেন, ‘ঘুমই ঠিকমতো পূরণ হয় না, স্বপ্ন পূরণ হবে কেমনে’!