জমে উঠেছে ‘একুশের সাংস্কৃতিক উৎসব’
মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের যৌথ আয়োজনে চলছে আট দিনব্যাপী আয়োজন ‘একুশের সাংস্কৃতিক উৎসব ২০২৪’। রোববার ছিল উৎসবের চতুর্থ দিন। অমর একুশে বইমেলায় আসা দর্শক ও পাঠক উপস্থিতিতে চতুর্থ দিনে জমে উঠেছে একুশের সাংস্কৃতিক উৎসব।
সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে রোববার অনুষ্ঠানের শুরুতেই ‘আমি বাংলায় গান গাই...’ গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করে বহ্নিশিখা নৃত্যদল। নৃত্য পরিচালনা করেন নৃত্যপরিচালক সাহিদা রহমান।
এরপর একক সংগীত ‘সেই রেললাইনের ধারে...’ ও ‘ও মাঝি নাও ছাইড়া দে...’ পরিবেশন করেন জিনিয়া হাসান। কবি আসাদ মান্নান আবৃত্তি করেন কবিতা। এরপর ভাবনা নৃত্যদল পরিবেশন করে সমবেত নৃত্য প্রযোজনা ‘একটি বাংলাদেশ...’, নৃত্য পরিচালনা করেন নৃত্যপরিচালক সামিনা হোসেন। এরপর একক সংগীত ‘বাংলা আমার মায়ের ভাষা...’ ও ‘বাংলার মাটি জল...’ শোনান ইমামুর রশিদ। এরপর জুলিয়েট সুসমিতা বাড়ৈ পরিবেশন করেন একক সংগীত ‘আমায় গেঁথে দাও না মাগো...’ ও ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য....’।
বহ্নিশিখা নৃত্যদল পরিবেশন করে সমবেত নৃত্য প্রযোজনা ‘ধন ধান্য...’। নৃত্য পরিচালনা করেন নৃত্যপরিচালক সাহিদা রহমান। একক সংগীত ‘সেদিনের সেই ভাষার মিছিল....’ ও ‘বাংলাদেশের ছবি এঁকে দিয়ো...’ পরিবেশন করেন রাফি তালুকদার। সর্বশেষ পরিবেশিত হয় সমবেত নৃত্য ‘আজি বাংলাদেশের হৃদয় হতে...’, নৃত্য পরিবেশন করে ভাবনা নৃত্যদল। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবদুল্লাহ বিপ্লব ও তামান্না তিথি।
আট দিনব্যাপী এ উৎসব চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত, প্রতিদিন বিকেল চারটা থেকে।