চীনের গ্রামে পর্যটকের ঢল নামিয়েছে যে আলোচিত সিরিজ
মুক্তির পরপরই বিশ্বজুড়ে সাড়া ফেলেছে চীনের টিভি সিরিজ ‘মিট ইউরসেলফ’, চীনের গ্রামীণ প্রকৃতি, সংস্কৃতি ও মানুষের জীবনধারা উঠে এসেছে এ সিরিজে। সিরিজের বেশির ভাগ দৃশ্য ধারণ করা হয়েছে দেশটির ইউনান প্রদেশের ফেংইয়াংই গ্রামে। সিরিজটি প্রচারের পরপরই সেই গ্রামে ভিড় করছেন পর্যটকেরা। খবর বার্তা সংস্থা সিনহুয়ার
‘টিভি সিরিজটি প্রচারের পর ফেংইয়াংই গ্রামে প্রতিদিন ঘুরতে আসা পর্যটকের সংখ্যা ১০০ থেকে ১০ হাজারে বেড়েছে’, বলেছেন চেন কিন নামে এক স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা।
৩ জানুয়ারি থেকে চীনের হুনান টিভিতে প্রচার হয়েছে ৪০ পর্বের সিরিজটি, সিরিজের গল্প আবর্তিত হয়েছে ৩০ বছর বয়সী এক নারীকে ঘিরে। যিনি চীনের এক শহরে বাস করতেন, মাঝে তাঁর প্রিয় বন্ধুর মৃত্যুর পর চাকরি ছেড়ে শহর থেকে ইউনান প্রদেশের একটি গ্রামে এসে বাস করতে থাকেন।
হুনান টিভিতে প্রচারের পর ম্যাঙ্গো টিভি নামে একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মেও মুক্তি পেয়েছে সিরিজটি, টিভির মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মে ‘মিট ইউরসেলফ’ দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শকরা। চায়না ডেইলি জানিয়েছে, ম্যাঙ্গো টিভিতে ৩.৩ বিলিয়ন ভিউ হয়েছে সিরিজটি, হুনান টিভির সবচেয়ে বেশি রেটিং পাওয়া অনুষ্ঠানের মধ্যে এটি একটি।
সংস্কৃতি ও পর্যটন ব্যুরোর বরাতে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, চলতি বছর স্প্রিং ফেস্টিভ্যালের ছুটিতে ৪০ লাখ পর্যটক ইউনান প্রদেশে ভ্রমণ করেছেন, যা গত বছরের তুলানায় ২১৯ ভাগ বেশি। ফেংইয়াংই গ্রামে সিরিজের দৃশ্যধারণ হওয়ায় তা পর্যটকের সংখ্যা বাড়াতে ভূমিকা রেখেছে। ভ্রমণ খাতে ৪৫৫ মিলিয়ন ডলার আয় করেছে পর্যটন ব্যুরো।