নানা আয়োজনে বিজয় দিবস
মহান বিজয় দিবস উপলক্ষে নানা আয়োজনে মুখর হবে দেশের সংস্কৃতি অঙ্গন। সরকারি–বেসরকারি উদ্যোগের পাশাপাশি টেলিভিশন চ্যানেলে রয়েছে সিনেমা, বিশেষ নাটক, সংগীতানুষ্ঠান, আবৃত্তি, তথ্যচিত্র, প্রামাণ্যচিত্র, নৃত্যানুষ্ঠান এবং শিশুদের জন্য বিশেষ আয়োজন। শুধু তা–ই নয়, নতুন গান, পুরোনো দেশাত্মবোধক গানের নতুন সংগীতায়োজন প্রকাশের পাশাপাশি কনসার্টে গানে গানে গুরুত্ব পাবে বাঙালির মুক্তির কথা।
ছোট পর্দায় সিনেমা
বাংলাদেশ টেলিভিশন, এটিএন বাংলা, চ্যানেল আই, এনটিভি, বাংলাভিশন, মাছরাঙাসহ দেশের সব চ্যানেলেই দেখা যাবে সিনেমা। মূলত দেশপ্রেমের গুরুত্ব পেয়েছে এসব চলচ্চিত্রে। দীপ্ত টেলিভিশনে আজ সকাল ১০টা ১৫ মিনিটে দেখানো হবে চলচ্চিত্র স্ফুলিঙ্গ। বেলা ২টা ১০ মিনিটে প্রচারিত হবে ভুবন মাঝি। এ ছাড়া এনটিভিতে মোহাম্মদ হান্নান পরিচালিত এবং সালমান শাহ ও শাবনূর অভিনীত বিক্ষোভ দেখানো হবে সকাল নয়টায়। অন্যদিকে বেলা আড়াইটায় দেখানো হবে ওমর সানী ও মৌসুমীর মুক্তির সংগ্রাম, যেটির পরিচালক উত্তম আকাশ।
নাটকে মুক্তির গল্প
টেলিভিশন চ্যানেলগুলোতে বিজয় দিবস উপলক্ষে বিশেষ নাটক প্রচারিত হবে। এসব নাটকে ১৯৭১–এর প্রেক্ষাপট যেমন উঠে এসেছে, তেমনি সমসাময়িক নানা ঘটনা প্রাধান্য পেয়েছে। বিটিভির নাটক ছবি কথা বলে–তে দেখা যাবে, আবদুস সালাম একজন মুক্তিযোদ্ধা। তিনি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন ও বিপ্লবকে সমর্থন করেন। তাঁর বাসার দেয়ালে বাঁধানো বুলেটের একটি চিত্রকর্ম নিয়ে এগিয়ে চলে দুই সময়ের গল্পের এ নাটক। কাজী আসাদের রচনা ও মামুন মাহমুদের প্রযোজনায় এতে অভিনয় করেছেন কাজী আসাদ, মোমেনা চৌধুরী, সালহা খানম নাদিয়া, সাব্বির আহমেদ প্রমুখ। এ ছাড়া তরুণ প্রজন্মকে স্বাধীনতার কথা নতুন করে ভাবতে শেখাবে শেষ প্রহর নাটকটি, জানালেন পরিচালক চয়নিকা চৌধুরী। মুক্তিযুদ্ধের সময়ের একটি স্মৃতিবহুল জমি বিক্রিকে ঘিরে নাটকের গল্প। চয়নিকা চৌধুরী পরিচালিত এ নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত, শাশ্বত দত্ত, আইশা খান প্রমুখ। আজ রাত সাড়ে ১০টায় মাছরাঙায় প্রচারিত হবে এ নাটক। এ ছাড়া চ্যানেল আইয়ে প্রচারিত হবে সতীর্থ রহমান পরিচালিত নাটক তুমি আসবে বলে। নাটকের গল্পটি ১৯৭১-এর মুক্তিযুদ্ধকে ঘিরে হলেও সমসাময়িক ঘটনা এখানে প্রাধান্য পাবে, যা দর্শকদের মুক্তিযুদ্ধ–পরবর্তী সময়ের ব্যবধান মনে করিয়ে দেবে বলে জানিয়েছেন পরিচালক। এ নাটকে অভিনয় করেছেন টাপুর, গোলাম ফরিদা ছন্দা ও তনয় বিশ্বাস। একাধিক টেলিভিশন চ্যানেলের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এবারের বিজয় দিবসে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪–এর ছাত্র-জনতার অভ্যুত্থানের নানা উপলব্ধি ও গল্পের নাটককে প্রধান্য দিয়েছে।
গানে গানে বিজয়
বেশির ভাগ টেলিভিশন চ্যানেল সকাল থেকে অনুষ্ঠান সাজিয়েছে গান দিয়ে। সকাল ৬টা ৫৫ মিনিটে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানে গানে যুদ্ধ’ প্রচারিত হবে এনটিভিতে। সেখানে মুক্তিযুদ্ধের গান গেয়েছেন লিজা, পুণ্য, সাজু, শশী, বাপ্পী, অপু। চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘স্মরণে বরণে বিজয় দিবস’। চ্যানেল আই স্টুডিওতে সকাল সাড়ে সাতটায় শুরু হবে সংগীতানুষ্ঠান ‘গান দিয়ে শুরু’।
বিভিন্ন চ্যানেলের গানের অনুষ্ঠানের পাশাপাশি থাকছে বিজয় দিবস উপলক্ষে কনসার্ট। মানিক মিয়া অ্যাভিনিউয়ে রয়েছে ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্ট। দুপুর ১২টায় শুরু হওয়া এ কনসার্টে নগরবাউল, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা, ডিফ্রেন্ট টাচ ও সোনার বাংলা সার্কাস সংগীত পরিবেশন করবে। এ কনসার্টের মাধ্যমে দীর্ঘদিন পর দেশের কোনো খোলা মঞ্চে গাইবেন বেবী নাজনীন। এটি সরাসরি সম্প্রচার করবে আরটিভিসহ একাধিক টেলিভিশন। এ ছাড়া শিল্পকলা একাডেমিতে ডিসেম্বর উৎসব, বেতারের গানে গানে স্মরণ করা হবে মুক্তিযুদ্ধকে।
কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ‘কারার ঐ লৌহ-কবাট’ নতুন আঙ্গিকে পরিবেশনের উদ্যোগ নিয়েছে কয়্যার বাংলা। বিজয় দিবস উপলক্ষে সকাল আটটায় গানটি কয়্যার বাংলার ফেসবুক পেজ, ইউটিউব এবং সংগীতশিল্পী সজীবের ফেসবুক-ইউটিউবে প্রকাশিত হবে। নতুন সংগীতায়োজনে ‘কারার ঐ লৌহ-কবাট’ গানে কণ্ঠ দিয়েছেন সজীবসহ ১০ শিল্পী। বাংলাদেশ শিশু একাডেমিতেও রয়েছে গান, নাচসহ নানা আয়োজন। ঢাকার বাইরেও রয়েছে শিল্পকলা, স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের নানা আয়োজন।