'জোকার'-এর লিওনার্দো, লিওনার্দোর নিরো
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শ্রাইন থিয়েটারে গত রোববার অনুষ্ঠিত হলো ২৬তম স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডের (এসএজি) তারাঝলমলে রাত। এ বছর সেরা অভিনয়শিল্পীর পুরস্কার ঘরে তুললেন জোয়াকিন ফিনিক্স, রেনে জেলওয়েগার, ব্র্যাড পিট ও লরা ডার্ন। রবার্ট ডি নিরোকে দেওয়া হয় আজীবন সম্মাননা।
পাঁচবার মনোনয়নের পর এ বছর সেরা অভিনেতার পুরস্কার হাতে ‘জোকার’ জোয়াকিন ফিনিক্স জানিয়েছেন, তাঁর অনুপ্রেরণার নাম লিওনার্দো ডিক্যাপ্রিও। অন্যদিকে, ‘রেভেন্যান্ট’খ্যাত লিওনার্দো জানিয়েছেন, তাঁর অনুপ্রেরণা রবার্ট ডি নিরো। তাঁকে বড় পর্দায় দেখেই তিনি ‘বড় অভিনেতা’ হওয়ার স্বপ্ন দেখেছিলেন। উল্লেখ্য, জোয়াকিন ফিনিক্স সেরা অভিনেতা বিভাগে অস্কারে মনোনয়ন পেয়েছেন।
অন্যদিকে, সেরা সহ–অভিনেতার পুরস্কারটি শোভা পেয়েছে অস্কার মনোনয়ন পাওয়া ব্র্যাড পিটের হাতে। ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ ছবিতে অভিনয় করে তিনি এই পুরস্কার বাগিয়ে নেন। জয়ীর বক্তব্যে তিনি পুরোনো সম্পর্ক নিয়ে মজা করতে ছাড়েননি। বলেছেন, ‘সত্যি বলতে কি, আমার জন্য এই চরিত্র কঠিন ছিল। কারণ, আমি এমন এক পুরুষ, যে মাতাল হয়ে শার্ট খোলে। কিন্তু স্ত্রীর সঙ্গে কখনো খারাপ আচরণ করেনি।’
ব্র্যাড পিটের বক্তব্য শুনে সবাই হেসেছে, হাততালি দিয়েছে। ক্যামেরা খুঁজে খুঁজে সাবেক স্ত্রী জেনিফার এনিস্টোনের প্রতিক্রিয়া দেখেছে। সেই রাতে এনিস্টোনের হাতেও উঠেছে পুরস্কার। ‘দ্য মর্নিং শো’–এর জন্য তিনি ড্রামা সিরিজ বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। পুরস্কার হাতে তিনি প্রশংসা করেছেন সহকর্মী অ্যাডাম স্যান্ডলারের।
অ্যানিস্টন মনে করেন, ‘আনকাট জেমস’ সিজনে অ্যাডাম দুর্দান্ত অভিনয় করেও কোনো স্বীকৃতি পাননি। সুযোগ বুঝে সঠিক মঞ্চে বিশ্বকে তা জানালেন এই অভিনয়শিল্পী। তিনি তাঁর বক্তব্যে অ্যাডামকে উদ্দেশ করে বলেন, ‘তুমি দুর্দান্ত পারফর্ম করেছ। পর্দার সত্যিকারের ম্যাজিক তৈরি করেছ। তোমার জন্য আমার ভালোবাসা।’
লরা ডার্ন ‘ম্যারিজ স্টোরি’ সিনেমায় অভিনয় করে জিতেছেন সেরা অভিনেত্রীর স্বীকৃতি। মঞ্চে তিনি বাবা ব্রুস ডার্নকে জড়িয়ে ধরেন। এ ছাড়া সেরা হিসেবে পুরস্কার জিতেছেন স্যাম রকওয়েল, মিশেল উইলিয়ামস, পিটার ডিঙ্কলেজ, টনি শ্যালুব ও ওয়ালার-ব্রিজ।
ট্রাম্পের কঠোর সমালোচক, ৭৬ বছর বয়সী রবার্ট ডি নিরো তাঁর ভাষণের একপর্যায়ে বলেন, ‘আমাদের সামনেই সঠিক আর ভুল থাকে। আর নিজেদের থাকে কমন সেন্স। সেটাকে ব্যবহার করে আমাদের সঠিকটাকে বেছে নেওয়া উচিত। কিন্তু আমরা তা করছি না। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমি আমার আওয়াজ জারি রাখব। আমার কণ্ঠ দিয়ে অপশক্তিকে রোধ করার চেষ্টা করে আসছি, করে যাব।’
ইতিমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার পাওয়া দক্ষিণ কোরিয়ার কমেডি থ্রিলার ‘প্যারাসাইট’ সবাইকে চমকে দিয়ে জিতেছে স্ক্রিন এসএজির সর্বোচ্চ পুরস্কার। এসএজির ২৬ বছরের ইতিহাসে এবারই প্রথম ইংরেজি ছাড়া ভিন্ন ভাষার কোনো ছবি সম্মিলিত অভিনয়শিল্পী বিভাগে সেরা হলো। পুরস্কার হাতে পরিচালক বং জুন হো অস্কারের রাতে চোখ রেখে বললেন, ‘হ্যাঁ, অস্কারের দৌড়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী। ৯ ফেব্রুয়ারি কী হবে, তা কেউ জানে না। তবে এই মুহূর্তে যা ঘটল, সেটাই এখন গুরুত্বপূর্ণ।’