সপ্তাহে কয়দিন গোসল করবেন? দ্বিধাবিভক্ত হলিউড
‘সাবান দিয়ে প্রতিদিন গোসল করা যাবে না। তাতে ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। তার চেয়ে বরং শুধু পানি দিয়ে গোসল করুন।’
গোসল নিয়ে হলিউডের জনপ্রিয় দম্পতি মিলা কুনিস আর অ্যাস্টন কুচারের ভাষ্য। একটি পডকাস্ট অনুষ্ঠানে তাঁদের জিজ্ঞাসা করা হয়েছিল তাঁরা ঘন ঘন গোসল করেন কি না। আর তাতেই এ উত্তর মেলে।
গোসল নিয়ে হলিউড তারকাদের অনেক বাতিক। এই যেমন ধরুন জনি ডেপ। মাসের পর মাস নাকি গোসল না করে দিব্যি কাটিয়ে দেন এই তারকা। ব্র্যাড পিটও নাকি সহজে সাবান কিংবা বডি জেলে হাত দেন না!
অ্যাস্টন কুচার আর মিলা কুনিসের কথা তো জানাই গেল। কিন্তু বাচ্চাদের নিয়ে কী করেন তাঁরা। কুচার বলেন, ‘ঘটনা হলো, যখন তাদের গায়ে ময়লা দেখবেন, পরিষ্কার করুন। এ ছাড়া পানি ছোঁয়ানোর কথা ভাববেন না যেন!’
এ অনুষ্ঠানে গল্প করার পরে অ্যাস্টন কুচার ও মিলা কুনিস ইনস্টাগ্রামে মজার একটি ভিডিও দেন। সেখানেও তাঁদের গোসলের অভ্যাস সম্বন্ধে জানা গেল। ভিডিওতে দেখা যায়, বাচ্চারা গোসল করছে। তাদের দেখভাল করছেন মা মিলা কুনিস। এবার অ্যাস্টন কুচার বললেন, ‘তুমি বাচ্চাদের গায়ে পানি ঢালছ? তুমি কি ওদের পানির সঙ্গে গলিয়ে ফেলবে নাকি!’ কুচারের মুখে হাসি, চোখে কৌতুক। প্রশ্ন শুনে মিলা কুনিসও হাসছেন। ওদিকে স্নানঘরে চেঁচিয়ে গাইছে বাচ্চারা। কুনিস বলেন, ‘বাচ্চাদের গোসল করাচ্ছি। মনে হচ্ছে সপ্তাহে চতুর্থবারের মতো!’ কুনিস পরে মত দেন যে, ‘হ্যাঁ এটা অবশ্যই বেশি বেশি।’ আর কুচার বলেন, ‘তাদের শরীর থেকে তেল চলে যাবে। তুমি কী করার চেষ্টা করছ?’
এ ঘটনার পরে আবারও গোসল নিয়ে হলিউড তারকাদের দলাদলি সামনে এল। কেউ গোসলের পক্ষে, তো কেউ বিপক্ষে। এই যেমন ধরুন, জ্যাক গিলেনহল ভ্যানিটি ফেয়ারের কাছে স্বীকার করেছিলেন যে গোসল করা তাঁর কাছে খুব একটা প্রয়োজনীয় বিষয় নয়। তিনি বলেন, ‘গোসল না করাদের একটা আলাদা জগৎই আছে। আর এটা ত্বক ভালো রাখতে খুবই সাহায্য করে। আমরা প্রাকৃতিকভাবেই নিজেদের পরিষ্কার করি।’
তবে হলিউড তারকাদের সবাই কিন্তু এই দলে নেই। ডোয়াইন জনসন দ্য রকের কথাই ধরুন না। তিনি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছিলেন, বরাবরই তিনি গোসলে আগ্রহী। রক টুইটারে লেখেন, ‘না। আমি গোসল না করা তারকাদের বিপক্ষে। বিছানা ছেড়েই আমি ঠান্ডা পানি দিয়ে গোসল দিই। কাজে বের হওয়ার আগেও কুসুম গরম পানি দিয়ে গোসল করি। আর কাজ থেকে ফিরে কড়া গরম পানিতে গোসল করি। ফেসওয়াশ, বডি ওয়াশ ব্যবহার করি, শরীরে ঘষামাজা করি। পাশাপাশি গানও গাই।’
শুধু রক নয়, এই দলে আছেন ক্রিস ইভানস, কার্ডি বিরা।