২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বলিউডে কাজ করতে চান দ্য রক

২০১৬ সালে পিপল ম্যাগাজিনের মতে, বিশ্বের সবচেয়ে আবেদনময় পুরুষ ডোয়াইন ‘দ্য রক’ জনসন
ছবি: সংগৃহীত

ডোয়াইন জনসন ওরফে দ্য রকের নতুন সিনেমা আসছে আগামী সপ্তাহে। হলিউডে একের পর এক ছবি করে যাচ্ছেন সাবেক এই রেসলার। রেসলিংজীবনে ভারতের প্রতি তাঁর অন্য রকম এক আগ্রহ ছিল। আর এখন অভিনয়জীবনে সে আগ্রহ হয়ে উঠেছে প্রবল। হলিউডের পাশাপাশি বলিউডেও অভিনয় করতে চান তিনি।

২০১৭ সালে জনসনের বেওয়াচ ছবিতে দেখা গিয়েছিল ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। তখন জানা যায় তাঁর বলিউডপ্রীতির কথা। আগেও তিনি জানিয়েছিলেন, বলিউডে কাজ করতে চান এই হলিউড তারকা। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বলিউডে কাজ করতে আমার ভালোই লাগবে। এটা আমি আগেও বলেছি। আমি তো সেই পথ খুঁজছি। আমার মনে হয়েছে, হলিউড ও বলিউডের মধ্যে যোগসূত্র তৈরির একটা মাধ্যম দরকার। বিশেষ করে যখন কেবল প্রেক্ষাগৃহই নয়, অনলাইনেও প্রচুর ছবির মুক্তির সুযোগ তৈরি হয়েছে। এগুলোর একটা সমন্বয় থাকা দরকার।’

সাক্ষাৎকারে ভারত ভ্রমণ প্রসঙ্গে জনসন বলেন, ‘যখন রেসলিং করতাম, তখন ভারত যাওয়ার পরিকল্পনা ছিল। যেকোনো কারণে প্রতিবারই পরিকল্পনাগুলো ভেস্তে যায়। পরে আমার বন্ধু আন্ডারটেকার ও স্টোন কোল্ড স্টিভ অস্টিন ভারত ঘুরে গিয়ে আমাকে বলল, “ভারতে তোমাকে অবশ্যই যেতে হবে। সেখানে আমাদের খুব ভালো লেগেছে আর সেখানে আমাদের ভক্তেরও অভাব নেই।”’

ডোয়াইন ‘দ্য রক’ জনসন আর লরেন হাসিন

সম্প্রতি হলিউডের একটি ছবির শুটিং সেটে নিহত হন ছবির পরিচালক। এ ঘটনায় মর্মাহত ডোয়াইন জনসন জানিয়েছেন, শুটিং সেটে কারও সত্যিকারের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা উচিত নয়। তিনি নিজেও এখন থেকে শুটিংয়ে সত্যিকারের আগ্নেয়াস্ত্র নিয়ে যাবেন না বলে প্রতিজ্ঞা করেছেন। জনসন এখন তাঁর নতুন ছবির অপেক্ষায় আছেন। চলতি মাসের ১২ তারিখে নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে রেড নোটিশ। এতে আরও অভিনয় করেছেন দুই হলিউড তারকা গ্যাল গ্যাদত ও রায়ান রেনল্ডস। ছবিটি পরিচালনা করেছেন রসন মার্শাল থার্বার। জনসন এ ছবির অন্যতম প্রযোজক।