নিষিদ্ধ ম্যাগাজিন বেচতেন প্যাটিনসন
‘টিনেট’ ছবির শুটিং সেটে সেই খবরটি পেয়েছিলেন, তিনি ব্যাটম্যান হতে যাচ্ছেন। গত রোববার প্রকাশিত হয়েছে ‘দ্য ব্যাটম্যান’ ছবির ট্রিজার। সেখানে দেখা গেছে নতুন ব্যাটম্যান প্যাটিনসনের এক ঝলক। টিজারটি ইতিমধ্যে কোটিবারের বেশি দেখা হয়ে গেছে। ডিসির নতুন ব্যাটম্যানের সঙ্গে পরিচিত হয়ে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন চলচ্চিত্রপ্রেমীরা। ২০২১ সালে ছবিটি মুক্তি পাবে ‘দ্য ব্যাটম্যান’।
গায়ে ব্যাটম্যানের পোশাক চড়িয়েছেন রবার্ট প্যাটিনসন! তখনই ছড়িয়ে পড়ল খবর। গোথাম সিটির নতুন বিচারক হচ্ছেন এই ‘টোয়াইলাইট’ তারকা। স্ক্রিনটেস্ট দিতে গিয়েই চরিত্রটির জন্য নির্বাচিত হয়ে গিয়েছিলেন তিনি। তবে সে খবর তিনি জেনেছিলেন অন্যদেরও অনেক পরে।
গত রোববার প্রকাশিত হয়েছে ‘দ্য ব্যাটম্যান’ ছবির ট্রিজার। সেখানে দেখা গেছে নতুন ব্যাটম্যান প্যাটিনসনের এক ঝলক। টিজারটি ইতিমধ্যে কোটিবারের বেশি দেখা হয়ে গেছে। ডিসির নতুন ব্যাটম্যানের সঙ্গে পরিচিত হয়ে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন চলচ্চিত্রপ্রেমীরা। টিজারটিতে ইতিবাচক মন্তব্যের পাশাপাশি দেখা গেছে বেশ কিছু নেতিবাচক প্রতিক্রিয়াও। নতুন এই ব্যাটম্যানকে মেনে নিতে পারেননি অনেকে। তাঁর ওপর বদলে গেছে ব্যাটম্যানের লোগো।
তবে পরিচালক ম্যাট রিভস উচ্ছ্বসিত। তিনি জানিয়েছেন, তিনি আশাবাদী। রিভস বলেন, ‘আমার বন্ধু ‘দ্য লস্ট সিটি অব জেড’ নামে একটা ছবি বানায়। সেখানে প্যাটিনসনকে দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। অসাধারণ অভিনয় করেছিল সে। তখনই এই অভিনেতার ভেতরে আমি নতুন ব্যাটম্যানকে খুঁজে পেয়েছিলাম।’
‘টোয়াইলাইট’ থেকে রীতিমতো বের করে দেওয়া হয়েছিল প্যাটিনসনকে। চুরি করে স্কুলে নিষিদ্ধ ম্যাগাজিন বিক্রির দায়ে বহিষ্কৃত হয়েছিলেন তিনি। সেই প্যাটিনসনের জীবনে এবার বসন্ত এসে গেছে। ‘টিনেট’ ছবির শুটিং সেটে সেই খবরটি পেয়েছিলেন, তিনি ব্যাটম্যান হতে যাচ্ছেন। চলতি বছরের মার্চ মাসে ছবির প্রায় ৩০ শতাংশ শুটিং করা হয়। লকডাউন শেষে শুটিং শুরু করার পর সেদিনের ঘটনাটি ভাগাভাগি করেছেন তিনি। প্রযোজক, পরিচালকের প্রত্যাশা, ডিসির নতুন ব্যাটম্যান হিসেবে দর্শকের হৃদয় জয় করতে পারবেন তিনি। ২০২১ সালে ছবিটি মুক্তি পাবে ‘দ্য ব্যাটম্যান’। পিঙ্কভিলা