দিনে দিনে ব্যস্ততা বাড়ছে প্রিয়াঙ্কার
মার্কিন মুলুকে সংসার পাতার পর ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া যেন আরও ঝলমলিয়ে উঠছেন। বলিউড, হলিউড থেকে ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া এখন আমাজন প্রাইমে। এই ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে প্রিয়াঙ্কা সম্প্রতি একটি ‘মাল্টিমিলিয়ন’ ডলারের বৈশ্বিক চুক্তি করেছেন। চুক্তি অনুযায়ী, প্রিয়াঙ্কা চোপড়াকে এবার দেখা যাবে আমাজন প্রাইমের বেশ কয়েকটি সিনেমা আর ওয়েব সিরিজে।
৩৭ বছর বয়সী এই তারকা ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি শক্তিশালী নারীকেন্দ্রিক গল্পের দিকে তাকিয়ে আছি। আমাজনের সঙ্গে আমার চুক্তিটা বৈশ্বিক। এই প্ল্যাটফর্ম বিশ্বের সব মানুষের জন্য পৃথিবীর যেকোনো প্রান্তের গল্প বলে। বিশ্বনাগরিক হিসেবে আমিও তাই চাই। আমি হিন্দি ভাষা জানি, ইংরেজিও জানি। যেকোনো ভাষার, যেকোনো স্থানের গল্পে আমি মানানসই। তাই আমি প্রস্তুত।’
এই খুশির খবর ইনস্টাগ্রামের ভক্তদের সঙ্গেও শেয়ার করতে ভোলেননি একটি জাতীয় পুরস্কার ও পাঁচটি ফিল্মফেয়ার–জয়ী এই বিশ্বসুন্দরী। ভ্যারাইটির খবর শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাঁ! আমরা এটা ঘটিয়েছি। আমি সম্মানিত আর গর্বিত। অত্যন্ত খুশির সঙ্গে আমার ভক্তদের সঙ্গে খবরটি ভাগ করে নিতে চাই। আমাজন একটা চমৎকার বৈশ্বিক প্ল্যাটফর্ম। তারা কাঁটাতার ছাড়িয়ে মেধাবীদের যুক্ত করে, ভৌগোলিক সীমা ছাড়িয়ে চমৎকার বৈচিত্র্যময় আর শক্তিশালী সব গল্প সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। তারা জানে, ভালো কাজের কোনো সীমানা হয় না।’
অভিনয়ের পাশাপাশি ‘পার্পল পেবল পিকচার’ নামে একটা প্রযোজনা প্রতিষ্ঠানও আছে প্রিয়াঙ্কার। সেই কথাই মনে করিয়ে দিয়ে লিখেছেন, ‘অভিনয়শিল্পী ও প্রযোজক হিসেবে আমি সব সময় এমন কাজের সঙ্গে যুক্ত হতে চেয়েছি, যা কোথাও আটকে না থেকে সমগ্র বিশ্বের মানুষের কথা বলে, পৃথিবীর সব মানুষের কাছে পৌঁছে যায়। ভাষা বা ভৌগোলিক অবস্থান দিয়ে যে গল্পগুলোকে আটকে রাখা যায় না, আমাজন এ রকম একটি প্ল্যাটফর্ম। এখান থেকে এখন আমি এমন সব কাজ করব, যেগুলো কেবল বিনোদন দেয় না বরং দর্শকের চিন্তার জগৎকে অনেকটা এগিয়ে নিয়ে যায়, নতুনভাবে আরও ভিন্নভাবে ভাবতে শেখায়। ২০ বছরের ক্যারিয়ার শেষে, ৬০টির বেশি সিনেমা করার পর আমার উপলব্ধি, আমি এখন বিনোদনমূলক আর শিল্পী হিসেবে দায়িত্বশীল কাজের সঙ্গে যুক্ত হব। আর আমার মনে হয়, আমি সে পথেই এগোচ্ছি। যেখানে দিন শেষে কেবল বিনোদনই শেষ কথা নয়।’
অন্যদিকে আমাজন প্রাইমের সঙ্গে মাল্টিমিলিয়ন ডলারের বৈশ্বিক চুক্তির পর শোনা গেল ম্যাট্রিক্স ফোরে দেখা দেবেন ৩৭ বছর বয়সী প্রিয়াঙ্কা। হলিউডের সবচেয়ে বড় (বাজেট অর্থে) আর সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজিগুলোর ভেতর অন্যতম ম্যাট্রিক্স। ক্যারি-অ্যান মস, ইয়াহিয়া আবদুল মতিন টু, নেইল প্যাট্রিক হ্যারিসদের পাশাপাশি ‘ম্যাট্রিক্স ফোর’–এ অংশ নিচ্ছেন প্রিয়াঙ্কাও। চেনা ‘নিও’ রূপে ফিরছেন কিয়ানু রিভস। আর ‘ট্রিনিটি’ চরিত্র নিয়ে সঙ্গে আছেন সহ-অভিনয়শিল্পী কেরি-অ্যান মস।
ম্যাট্রিক্সে প্রিয়াঙ্কার খবর বাসি না হতেই এবার জানা গেল, গার্লস আপ ফাউন্ডেশনে যাঁরা বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত, সেই তালিকায় মিশেল ওবামা ও মেগান মার্কেলের সঙ্গে আছেন প্রিয়াঙ্কা চোপড়াও। ১৩ থেকে ১৫ জুলাই অনুষ্ঠিত এ আয়োজনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা উপস্থিত হবেন বলেও কথা রয়েছে। এই লিডারশিপের মূল লক্ষ্য নারী–পুরুষের বৈশ্বিক বৈষম্য দূর করে সমানাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নারীদের আত্মবিশ্বাসী করে তোলা।
অবশ্য হলিউডে গিয়ে বলিউডকে ভুলে যাননি এই বিশ্বসুন্দরী। আমাজন প্রাইমের একাধিক সিনেমা ও ওয়েব সিরিজ, ‘ম্যাট্রিক্স’–এর চতুর্থ কিস্তি, অনলাইনের গার্ল আপ লিডারশিপ প্যানেল ছাড়াও তাঁকে দেখা যাবে বলিউডের ছবিতে, ‘দ্য হোয়াইট টাইগার’–এর রিমেকে, রাজকুমার রাওয়ের বিপরীতে।