দাম্পত্যের প্রতি যত্নশীল

হলিউড তারকা নিকোল কিডম্যান এবং কণ্ঠশিল্পী কেইথ আরবানের ১৫ বছরের সংসার। লোকে বলে, তাঁদের দাম্পত্যটা নাকি ‘পারফেক্ট’। তবে নিজেদের অনুসরণীয় জুটি ভাবতে নারাজ এই অভিনেত্রী। তিনি মনে করেন, প্রতিটি সম্পর্কই আলাদা। তবে নিজের দাম্পত্যের প্রতি যথেষ্ট যত্নশীল এই অভিনেত্রী।

এ মুহূর্তে নতুন ছবি ‘বিয়িং দ্য রিকার্ডোস’-এর প্রচারে ব্যস্ত সময় পার করছেন নিকোল
ইনস্টাগ্রাম

এ মুহূর্তে নতুন ছবি ‘বিয়িং দ্য রিকার্ডোস’-এর প্রচারে ব্যস্ত সময় পার করছেন নিকোল। সে কাজে তিনি গিয়েছিলেন অস্ট্রেলিয়ার ‘টুডে শো’ অনুষ্ঠানে। অস্কারজয়ী ৫৪ বছর বয়সী এই অভিনেত্রী সেখানে কথা বলেন নিজেদের দাম্পত্য সম্পর্ক নিয়ে।

অনুষ্ঠানের উপস্থাপক নিকোল ও কেইথ জুটিকে ‘পিন–আপ কাপল’ হিসেবে উপস্থাপন করলে নিকোল বলেন, ‘আমরা পিন–আপ কাপল হতে চাই না। আমরা এমন একটি জুটি হয়ে থাকতে চাই, যাঁরা একসঙ্গে দারুণ জীবনযাপন করছেন।’ নিজেদের সংসারটাকে আদর্শ সংসার বলতে চান না নিকোল। তাঁর মতে, প্রতিটি সম্পর্কই আলাদা। তিনি বলেন, ‘প্রত্যেকেরই তাঁদের নিজেদের মতো করে সম্পর্ক এগিয়ে নেওয়ার অধিকার আছে। আমরা শুধু বুদ্‌বুদের মতো ঠুনকো সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা করি।’

কর্মজীবন ও পারিবারিক জীবনে ভারসাম্য রাখেন কীভাবে? এ প্রশ্নে নিকোল বলেন, তাঁরা কাজের শিডিউল নিয়ে বসে যান। পরিকল্পনা করেন, কীভাবে কাজ ও জীবনের ভারসাম্য রেখে সবকিছু করা যায়। যে কাজ দাম্পত্য সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, সেই কাজটা বাদ দেন তাঁরা। নিকোল বলেন, ‘সংসারকে আমরা সব সময় অগ্রাধিকার দিই। সংসার ও সন্তানদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই নেই আমাদের কাছে।’

যে কাজ দাম্পত্য সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, সেই কাজটা বাদ দেন নিকোল
ইনস্টাগ্রাম

নিকোল–কেইথ জুটির দুই মেয়ে সানডে রোজ ও ফেইথ মারগারেট। এ ছাড়া নিকোল দত্তক নিয়েছেন দুই সন্তান ইসাবেলা ও কনরকে। নিকোল ও কেইথ ২০০৬ সালে বিয়ে করেন।